Madhavi Gogate: করোনা আক্রান্ত হয়ে প্রয়াত মাধবী গোগাটে; অনস্ক্রিন মাকে হারালেন রুপালী
কেবল 'অনুপমা' ধারাবাহিকে নয়, মাধবী অভিনয় করেছিলেন 'কই আপনা সা', 'কহি তো হোগা'র মতো হিন্দি ধারাবাহিকেও। হিন্দি ছাড়াও মারাঠি ইন্ডাস্ট্রিতে, মঞ্চে চুটিয়ে অভিনয় করেছেন।
ফের শোকের ছায়া বিনোদন জগতে। চলে গেলেন হিন্দি সিরিয়ালের অভিনেত্রী মাধবী গোগাটে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৮। সপ্তাহখানেক আগে করোনা আক্রান্ত হয়ে মুম্বইয়ের সেভেন হিলস হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাধবী। শারীরিক অবস্থার কোনও উন্নতি হচ্ছিল না। যমে মানুষে টানাটানির পর মৃত্যুর কোলে ঢোলে পড়েন মাধবী।
হিন্দি ভাষার ধারাবাহিক ‘অনুপমা’তে তিনি অভিনয় করতেন অনুপমা, অর্থাৎ অভিনেত্রী রুপালী গঙ্গোপাধ্যায়ের মায়ের চরিত্রে। অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় হয়েছিলেন মাধবী। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইন্ডাস্ট্রির সকলে।
অন-স্ক্রিন মাকে হারিয়ে ভেঙে পড়েছেন রুপালী। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, “কত কিছু বলার ছিল। কত কিছু না বলাই থেকে গেল।”
অভিনেত্রী নিলু কোহলি লিখেছেন, “মাধবী গোগাটে, আমার প্রিয় বন্ধু। আমি বিশ্বাসই করতে পারছি না তুমি আর আমাদের মধ্যে নেই। আমার মন ভেঙে গেছে। অনেক অল্প বয়সেই তুমি আমাদের ছেড়ে এভাবে চলে গেলে। করোনা কী নিষ্ঠুর। আমার খালি মনে হচ্ছে তোমার মেসেজের উত্তর না পেয়ে কেন তোমাকে ফোন করলাম না তখন। আমার এখন দুঃখ করা ছাড়া কিচ্ছু করার নেই।”
কেবল ‘অনুপমা’ ধারাবাহিকে নয়, মাধবী অভিনয় করেছিলেন ‘কই আপনা সা’, ‘কহি তো হোগা’র মতো হিন্দি ধারাবাহিকেও। হিন্দি ছাড়াও মারাঠি ইন্ডাস্ট্রিতে চুটিয়ে অভিনয় করেছেন। অশোক সারাফের ‘ঘনচক্কর’-এ কাজ করেছিলেন মাধবী। মঞ্চে নিয়মিত অভিনয় করতেন। উল্লেখযোগ্য ‘গেলা মাধব কুনিকাদে’। সেখানে প্রশান্ত দামলের স্ত্রীর চরিত্রে অভিনয় করতেন মাধবী। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে মারাঠি শো ‘তুঝা মাজ়া জামতায়’।
আরও পড়ুন: Kamal Hassan: করোনা আক্রান্ত কমল হাসান; ভর্তি আছেন হাসপাতালে