ধারাবাহিক মন ফাগুন, যার প্রতিটা ভাঁজে জড়িয়ে থাকা পিহুল ও ঋষির প্রেম কাহিনি সকলের নজর কাড়ে। এক কথায় বলতে গেলে এই ধারাবাহিকের মূল আকর্ষণই হল পিহুল ও ঋষির সম্পর্কের টানাপোড়েন। প্রথম থেকেই এক অজানা প্রেমকাহিনির হাতছানি, তারপর একে অন্যের কাছে থেকেও তাঁকে চিনতে না পাড়া। এভাবেই গড়ে ওঠে মন ফাগুন ধারাবাহিকের প্লট। শুরুতে এই ধারাবাহিক সকলের নজর কাড়লেও ধীরে ধীরে টিআরপির তালিকায় খানিকটা নিচে নেমে আসে। তবে জনপ্রিয়তান নিরিখে তা বিন্দু মাত্র নিজের অবস্থান নষ্ট করে না।
সেই সূত্রই এই ধারাবাহিক হঠাৎ শেষ হওয়ার খবর সামনে আসতেই বেজায় মন খারাপ ভক্তদের। এক প্রকার প্রায় জোর কেরই শেষ করে দেওয়া হচ্ছে এই ধারাবাহিককে। ১৭ অগস্ট এই ধারাবাহিকের শেষ পর্বের শুটিং শুটিং হবে। আর ২১ অগস্ট এই ধারাবাহিক শেষ হচ্ছে। সেই জায়গাতেই এবার থেকে সম্প্রচার হবে নতুন ধারাবাহিক মাধবীলতা। এই ধারাবাহিকের হাত ধরেই সৃজলা গুহ-র ছোট পর্দায় অভিষেক। অন্য দিকে শনের সঙ্গে তাঁর জুটিকে ঘিরেও বহু চর্চা হয়েছে। বর্তমানে সেই বহুল চর্চিত জুটির সফরে ইতি টানার পালা।
সম্প্রতি পালা বদল ঘটেছিল এই ধারাবাহিকের। পরতে-পরতে জড়িয়ে থাকা এই গল্পের প্রতিটা ভাঁজে যে রোম্যান্স ছিল লুকিয়ে, তা ভক্তরা বেশ উপভোগ করতেন। কয়েকদিন আগেই এই ধারাবাহিকে এক বড় রদ বদল ঘটে। নয়া লুকে ধরা দেয় ঋষি-পিহুল। তবে শেষমেশ গল্পের গতিতে এখানেই ইতি টানার সিদ্ধান্ত। তবে এই দুই স্টার আগামী কোন প্রজেক্টে যুক্ত হচ্ছেন তা নিয়ে এখনও কোনও খবর সামনে আসেনি। শীঘ্রই তাঁরা পর্দায় ফিরুক, এমনটাই দাবি ভক্তদের।