Tolly Gossip: অহনার মা হিসেবে আর নিজেকে পরিচয় দিতে চান না চাঁদনী!
Tolly Gossip: চাঁদনী গঙ্গোপাধ্যায় কে চেনেন? এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ জনপ্রিয়। তাঁর পরিচয় তিনি নৃত্যশিল্পী। তবে এরই পাশাপাশি তাঁর আরও এক পরিচয় রয়েছে তিনি অহনা দত্ত ওরফে অনুরাগের ছোঁয়ার মিশকার নিজের মা। তবে এই সম্পর্কটাই এখন আর মনে রাখতে চান না চাঁদনী। নেপথ্যে রয়েছে এক লম্বা কাহিনী! যদিও সে কাহিনী কারো অজানা নয়। চাঁদনী সিঙ্গল মাদার, ছোট থেকে একা হাতে বড় করেছেন মেয়ে অহনাকে। মেয়ের বয়স এখন ২১ বছর।
চাঁদনী গঙ্গোপাধ্যায় কে চেনেন? এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ জনপ্রিয়। তাঁর পরিচয় তিনি নৃত্যশিল্পী। তবে এরই পাশাপাশি তাঁর আরও এক পরিচয় রয়েছে তিনি অহনা দত্ত ওরফে অনুরাগের ছোঁয়ার মিশকার নিজের মা। তবে এই সম্পর্কটাই এখন আর মনে রাখতে চান না চাঁদনী। নেপথ্যে রয়েছে এক লম্বা কাহিনী! যদিও সে কাহিনী কারো অজানা নয়। চাঁদনী সিঙ্গল মাদার, ছোট থেকে একা হাতে বড় করেছেন মেয়ে অহনাকে। মেয়ের বয়স এখন ২১ বছর। প্রথম সিরিয়ালেই বেশ জনপ্রিয়তা পেয়েছে সে। তবে ওই প্রথম ধারাবাহিক করতে গিয়েই অহনা প্রেমে পড়েন ওই ধারাবাহিকেরই মেকআপ আর্টিস্ট দীপঙ্করের। শুরু হয় তাঁদের সম্পর্ক যে সম্পর্ক মেনে নিতে পারেননি চাঁদনী। তাঁর যুক্তি ছিল দীপঙ্কর পূর্ববিবাহিত এবং অহনা এখনও ছোট।
যদিও মায়ের কথায় কর্ণপাত না করে এই মুহূর্তে প্রেমিকের সঙ্গেই আলাদা থাকেন অহনা। মায়ের সঙ্গে মেয়ের সম্পর্ক আজ তলানিতে। এবার তাঁকে নিয়ে খবর বের হওয়ায় রীতিমতো বিরক্ত চাঁদনী। সংবাদমাধ্যমের কাছে তাঁর অনুরোধ তাঁর ছবি যেন ব্যবহৃত না হয়। একই সঙ্গে মেয়ের উদ্দেশ্যে তাঁর বক্তব্য, “এরকম নির্লজ্জ মানুষের মা হিসেবে নিজেকে আর দাবি করি না”।
প্রসঙ্গত কিছুদিন আগেই প্রেমিকের জন্মদিন উপলক্ষে দারিংবাড়ি বেড়াতে গিয়েছিলেন অহনা। সেখানে হট প্যান্ট পরে জাতীয় পতাকার সঙ্গে ছবি তোলায় তাঁকে নিয়ে হয়েছিল নানা সমালোচনা। সেই সময়ও কিন্তু মেয়ের পাশে দাঁড়াননি চাঁদনী বরং সমালোচনায় শামিল হয়েছিলেন তিনিও এ নিয়ে টিভি নাইন বাংলার কাছে মুখ খুলে ছিলেন অহনা। তাঁর খারাপ লাগা। মায়ের সঙ্গে দূরত্ব এবং একই সঙ্গে প্রেমিকের সঙ্গে ভালো থাকার কথা ও জানিয়েছিলেন তিনি। জানিয়েছিলেন মা সম্পর্ক মেনে না নেওয়ায় মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে। বারংবার মায়ের সঙ্গে যোগাযোগ করতে চেয়েছেন কিন্তু মা বেছে নিতে বলেছেন যে কোনও একজনকে। সে যাই হোক, ব্যক্তিগত কথা আর ব্যক্তিগত নেই ওঁদের। তা নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নানান মাধ্যমে চর্চা চলে অবিরাম। চাঁদনী চাননা অহনা তাঁর সঙ্গে যোগাযোগ রাখুক। ওদিকে অহনাও ব্যস্ত তাঁর কাজ নিয়ে, মা মেয়ের এই বিভেদ কবে মিটবে? এই প্রশ্নই এখন অহনার অনুরাগীদের মুখে।