Devlina Kumar: ‘জীবন পারফেক্ট নাও হতে পারে, কিন্তু…’ কী বলতে চাইলেন দেবলীনা?

Devlina Kumar: সম্প্রতি একটি ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। পরেছিলেন হট প্যান্ট। সেই ছবিতেই দেখা যায় অভিনেত্রীর বাঁ পায়ে হাঁটুর কাছে কিছুটা অংশে ব্যান্ড-এইড বাঁধা।

Devlina Kumar: ‘জীবন পারফেক্ট নাও হতে পারে, কিন্তু...’ কী বলতে চাইলেন দেবলীনা?
দেবলীনা কুমার। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 17, 2021 | 11:01 PM

নিজের ছন্দে জীবন বাঁচেন অভিনেত্রী তথা নৃত্যশিল্পী দেবলীনা কুমার। ব্যক্তিগত পরিচয়ে বিধায়ক দেবাশিস কুমারের কন্যা এবং অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ের স্ত্রী, তথা উত্তম কুমারের নাত বউ। বিভিন্ন সময় ট্রোলিংয়ের শিকার হয়েছেন। কিন্তু তাতে দমে যাওয়ার পাত্রী নন তিনি। ঠিক যেমন সদ্য নিজের বিকিনি লুকের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন।

দেবলীনা সেই ছবির ক্যাপশনে লিখেছেন, ‘জীবন পারফেক্ট নাও হতে পারে, কিন্তু বিকিনি পারফেক্ট হতেই পারে।’ পোশাক নিয়ে এর আগে ট্রোলিংয়ের শিকার হয়েছেন দেবলীনা। পারিবারিক ঐতিহ্যের কথা মাথায় রেখে তাঁর পোশাক নির্বাচন করা উচিত, এ হেন পরামর্শও সোশ্যাল মিডিয়ায় তাঁকে দিয়েছেন অনেকেই। কিন্তু বরাবরই ফ্যাশনের ক্ষেত্রে কমফর্টকে গুরুত্ব দিয়েছেন তিনি। নিজে যেটা ক্যারি করতে পারছেন, সেই পোশাক পরে ছবি শেয়ার করেন তিনি। এ বারও তার ব্যতিক্রম হল না।

সম্প্রতি একটি ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। পরেছিলেন হট প্যান্ট। সেই ছবিতেই দেখা যায় অভিনেত্রীর বাঁ পায়ে হাঁটুর কাছে কিছুটা অংশে ব্যান্ড-এইড বাঁধা। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী দেবলীনাকে জিজ্ঞাসা করেন তাঁর পায়ে কী হয়েছে? দেবলীনা জানান, তিনি পড়ে গিয়েছেন। এত অবধি ঠিকই ছিল। এক নেটিজেনের নজর যায় দেবলীনার ডান পায়ের দিকে। সেখানে বহু পুরনো এক ক্ষত দেখে তিনি দেবলীনাকে লেখেন, “পায়ে কি দাদ হয়েছে ?এগুলো কিন্তু অবহেলা করবেন না ইমিডিয়েট ট্রিটমেন্ট করেন খুব বাজে জিনিস”। দেবলীনা জানান, বাজিতে পুড়ে গিয়েছিল অনেক বছর আগে। সেখান থেকেই এমনটা হয়েছে তাঁর। এখানেই থামেননি তিনি না জেনে এ হেন মন্তব্য কড়ায় সেই ব্যক্তিকে কড়া ভাষায় দেবলীনা বলেন, “একটু শিক্ষিত মানুষ হওয়ার লক্ষণ দেখান, না হলে আপনার বউ রাগ করবে।”

টলি পাড়ায় নিজস্ব অভিনয়ের কাজ ছাড়াও দেবলীনা এবং গৌরব যে কারণে শিরোনামে থাকেন, তা হল তাঁদের ফিটনেস। দেবলীনা এক কথায় ফুডি। সব রকম খাবার খেতে ভালবাসেন। খাওয়ার সঙ্গে কোনও রকম কম্প্রোমাইজ করেন না তিনি। কিন্তু ফিট থাকাটাও নিজের দায়িত্ব মনে করেন। ক্যামেরার সামনে তাঁর কাজ। তাই নিজেকে মেনটেন করেন নিয়মিত। বিকিনি ক্যারি করার মতো চেহারা ফিট রাখেন তিনি।

তবে দেবলীনা একা নন। তাঁর স্বামী অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ও ফিটনেস নিয়ে অত্যন্ত সচেতন। জিমে দিনের অনেকটা সময় কাটান দম্পতি। লকডাউনে জিম বন্ধ থাকায় সাইকেল নিয়ে দীর্ঘ পথ পাড়ি দেওয়া তাঁদের দৈনন্দিনের রুটিন ছিল। লকডাউন ডায়েরির সে সব ছবিও সোশ্যাল ওয়ালে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তাঁরা। ফলে নিজেরা শুধু নন, বাকিদেরও ফিট থাকতে উৎসাহ দেন তাঁরা। ইদানিং ফের জিমে যাওয়া শুরু করেছেন। পাশাপাশি চলছে সাইকেল চর্চাও।

আরও পড়ুন, গাড়ি দুর্ঘটনায় প্রথম প্রেমিককে হারান শমিতা, শেয়ার করলেন প্রকাশ্যে