Kanyakumari Mukherjee: মেয়ে বড্ড কথা বলে, কন্যাকুমারীকে নিয়ে আর কী বললেন তাঁর মা
Secret: তবে কন্যাকুমারীকে নিয়ে এ কী বললেন তাঁর মা? ছোট থেকে মেয়ে কেমন? চঞ্চল? রচনার প্রশ্নের উত্তরে গর্ব করে কন্যাকুমারীর মা জানান...।
কন্যাকুমারী মুখোপাধ্যায়। টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। অভিনয়ে পা রাখার পর থেকেই যিনি সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছিলেন। মিষ্টি লুকের এই মেয়েটি ছোট থেকেই বেশ নজরকাড়া। স্পষ্ট উচ্চারণ করে কথা বলতে পারে। একবার অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়কে এমনটাই জানিয়েছিলেন কন্যাকুমারীর মা। এক বিশেষ পর্বে সেলেবদের সঙ্গে তাঁদের মাকে উপস্থিত হতে দেখা যায়। দিদি নম্বর ওয়ানের সেটে এই দৃশ্য নতুন নয়। তবে কন্যাকুমারীকে নিয়ে এ কী বললেন তাঁর মা? ছোট থেকে মেয়ে কেমন? চঞ্চল? রচনার প্রশ্নের উত্তরে গর্ব করে কন্যাকুমারীর মা জানান, তাঁর মেয়ে ছোট থেকেই খুব সুন্দর করে কথা বলেন।
সেটাই কন্যাকুমারীর ভাগ্য ফেরায়। কোনওদিন অস্পষ্ট উচ্চারণ করেননি কন্যাকুমারী। ছোট থেকেই ভালভাবে কথা বলে থাকেন। স্কুল থেকে কলেজ, বিশ্ববিদ্যালয়, সকলের মধ্যে তিনি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছিলেন। এরপরই আসে অভিনয়ের সুযোগ। যদিও ব্যক্তিজীবনে কন্যাকুমারী বেশ সমস্যার সম্মুখীন হয়েছিলেন। সম্পর্কে জেরবার হওয়া এই সেলেব এখন দিব্যি রয়েছেন। বেশ কয়েকটি ধারাবাহিকে কাজ করলেও এখন আর সেই দাপটের সঙ্গে তাঁর উপস্থিতি ভক্তরা বেজায় মিস করছেন।
তবে এই পর্বে মা, মেয়ের নামে প্রশংসা করলেও, মেয়ে মোটেও মায়ের নামে প্রশ্ন করতে পারলেন না। সাফ জানিয়েদিলেন কন্যাকুমারী, তাঁর মা ভীষণ টেক্টস্যাভি। ফোনে এক দীর্ঘ ম্যাসেজ লিখে আবার ফোন করে বলেন, কিরে, পড়লি? মায়ের এই কাণ্ডের কথা শেয়ার করেই হেসে ফেলেন কন্যাকুমারী। হেসে লুটোপুটি, সেটে উপস্থিত থাকা কম বেশি সকলেই। কন্যাকুমারী একটা সময় সবকিছুর থেকে নিজেকে সরিয়ে নিতে চেয়েছিলেন। তবে বর্তমানে ভাল কাজ, ভাল প্রস্তাবের অপেক্ষায় রয়েছেন তিনি। অভিষেক চট্টোপাধ্যায়ের শেষ ধারাবাহিক খড়কুটো-তে ছিলেন কন্যাকুমারী, করেছেন ত্রিনয়নী-তেও অভিনয়।