Bengali Serial Update: ফিরছে মিঠাই, কী হবে মিঠির ভবিষ্যৎ? অস্বস্তিতে সিরিয়ালের ভক্তরা

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Jayita Chandra

Updated on: Feb 07, 2023 | 6:50 PM

Mithai: মিঠাই ফিরলে মিঠির কী হবে? সোশ্যাল মিডিয়ায় ঘুরছে বর্তমানে সেই প্রশ্নই। 

Bengali Serial Update: ফিরছে মিঠাই, কী হবে মিঠির ভবিষ্যৎ? অস্বস্তিতে সিরিয়ালের ভক্তরা

মিঠাই ধারাবাহিকের জনপ্রিয়তা প্রথম থেকেই তুঙ্গে। একের পর এক পর্বে কেবলই সিদ্ধার্থ ও মিঠাইয়ের রোম্যান্সই দিনের পর দিন হয়ে উঠেছিল ইউএসপি। ঝড়ের গতিতে ভাইরাল হয়ে ওঠা এই জুটির পথচলা যেদিন থেকে থেমেছে, অনেকেই হয়তো অভিমানে মুখ ফিরিয়েছেন ধারাবাহিক থেকে। যদিও খুব একটা অপেক্ষা করতে হয়নি দর্শকদের। কারণ, কয়েকদিনের মধ্যে মিঠি এসে হাজির। না, কেবল মনোহারার দরজায় নন, সিদ্ধার্থের জীবনেও জায়গা করে নেয় মিঠি। ধীরে ধীরে সম্পর্ক যখন স্বাভাবিক হওয়ার পথে, তখনই সামনে এল মিঠাইয়ের ফেরার খবর। তবে এই খবরে এবার যেন খুশি হতে পারল না ভক্তরা। কারণ এতদিনে মিঠি সকলের মনে ধীরে ধীরে জায়গা করে নিয়েছে। মিঠাই ফিরলে মিঠির কী হবে? সোশ্যাল মিডিয়ায় ঘুরছে বর্তমানে সেই প্রশ্নই।

প্রোমো সামনে আসতে একের পর এক কমেন্ট ভাইরাল। কেউ লিখলেন- ”যদি মিঠাই সত্যি ফিরে এসে তাহলে, নাটকটা এলোমেলো হয়ে যাবে।” আবার কেউ লিখলেন, ”যেই না মিঠি সিড একটু কাছাকাছি আসলো, তখনি মিঠায় ফিরে এল৷ এটা সব সিরিয়ালের রোল ৷ আমরা মিঠায় দর্শকরা চেয়েছিলাম মিঠায় ফিরে আসুক তবে সেটা যাতে মিঠিই মিঠায় হয়৷ এখন তো দেখি সব মাথার উপর দিয়ে যাচ্ছে৷ মিঠির কী হবে এখন, নাকি শেষমেষ তাকে ভিলেন চরিত্রে রাখে পরিচালক৷” কেউ আবার ধারাবাহিকের কড়া সমালোচনা করে লিখলেন, ”এরা কি মনে করে দর্শকদের, যা খুশি লিখে দিলেই হয়। কখন কাকে মারছে আবার ইচ্ছা হলে ফিরিয়ে নিয়ে আসছে, যাতা একে বারে।”

এই খবরটিও পড়ুন

মিঠির ভক্তরাও পিছিয়ে থাকলেন না, তাঁরাও লিখলেন, ”এবার একটু ফালতু হয়ে যাচ্ছে।  ঠাই যদি ফিরে আসবে তাহলে মিষ্টির আসার কি দরকার ছিল। সত্যতা কিছুই নেই গল্পে”। তবে মিঠাই ভক্তরা বেশ খুশি তা বোঝাই যাচ্ছে, কারণ মাঝে মধ্যে কমেন্টে বক্সে দেখা দিল, ”মিঠাই ফিরে আচ্ছে দেখে আমার মনটা ভরে গেল।”

Latest News Updates

Follow us on

Related Stories

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla