AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mithai Serial Update: লক্ষ্মী পুজোর দিন মিঠাই দিদি নম্বর ১ থেকে এ কোন উপহার পেল, চিন্তায় ঠাম্মী

Serial Update: সকলে মিলে এদিন উৎসবে মেতে উঠে। তবে আবারও কি কোনও বিপদ অপেক্ষায় রয়েছে... !

Mithai Serial Update: লক্ষ্মী পুজোর দিন মিঠাই দিদি নম্বর ১ থেকে এ কোন উপহার পেল, চিন্তায় ঠাম্মী
| Edited By: | Updated on: Oct 10, 2022 | 1:55 PM
Share

মিঠাই ধারাবাহিকের ( Mithai Serial) স্টারেরা পৌঁছে গিয়েছিল দিদি নম্বর ১ এর সেটে। লক্ষ্মী পুজোর (Laxmi Puja Specials)  দিন হইহই করে বাড়িতে ফেরে শ্রীতমা মিঠাইরা। সকলে মিলেই এদিন আনন্দ উল্লাসে মেতে ওঠেন। মোদক পরিবারের সকলেই গোপাল ভক্ত, আর সেই গোপালের মূল পুজারীর হাতে রয়েছে এবার লক্ষ্মী প্রতিমা। দিদি নম্বর ১ (Didi No 1) সেট থেকে সেটি জিতে এসেছে মিঠাই রানী। সকলেই দেখে এক কথায় গর্ব বোধ করেন। দাদু থেকে ঠাম্মী, আনন্দের সঙ্গে নিজের নাতী-নাতনিদের নিয়ে গর্ব করতে থাকে। মিঠাই জানায় শ্রীতমা দিদির দারুণ খেলার কথা। সকলে মিলে যখন আনন্দে মেতে ওঠে ঠিক সেই সময়ই চিন্তায় পড়েন ঠাকুমা। লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী এল ঘরে। তবে কি মাকে পুজো না করে রেখে দেওয়া হবে?

লক্ষ্মী প্রতিমা রাখা হবে মিঠাইয়ের কাছেই। তবে পুজো নিয়ে শুরু হয় বিবাদ। বাড়িতে কোনওদিন লক্ষ্মী পুজো হয়নি। কালি পুজোর দিনই হয়ে থাকে অলক্ষ্মী বিদায়। ফলে লক্ষ্মী পুজোয় মন থেকে সায় নেই ঠাকুমার। উপায় বাতলায় বড় জামাই। তাঁর কথায়, লক্ষ্মী পুজো হোক বাড়িতেই। পাঁচালি পড়ে ঠাকুমাই পুজো দিক বলে তিনি জানান। অন্য দিকে বাড়িতে থাকা ছোট্ট বাচ্ছাটিও বেজায় খুশি ঠাকুরকে দেখে। সদ্য দূর্গাপ্রতিমা বিজয়া হয়েছে। তারই মাঝে এবার মিঠাই পরিবারে লক্ষ্মী পুজোর পালা।

সকলে মিলে এদিন উৎসবে মেতে উঠবে। তবে আবারও কি কোনও বিপদ অপেক্ষায় রয়েছে, সেই দিকে নজর দিয়েই এবার পরিবারের ছন্দে ফেরার পালা। একের পর এক বিপদের মুখ থেকে রক্ষা পেয়েছে পরিবার। তবে ছোট্ট বাচ্চাটির কী পরিচয়, কী লুকিয়ে আছে অতীতে, এবার তার সত্যির খোঁজ করতে মোদক পরিবারের সকলেই ব্যস্ত হয়ে পড়বেন। সেখান থেকেই কী নতুন বিপদে জড়িয়ে পড়বে সিদ্ধার্থ ও মিঠাই। কী রয়েছে মিঠাইয়ের আগামী পর্বে লুকিয়ে! জি বাংলার এই জনপ্রিয় ধারাবাহিকে এখন এমনই সিক্যুয়েন্সে টানটান উত্তেজনা।