Tarak Meheta Controversy: জনপ্রিয় ধারাবাহিক ছাড়তে কেন বাধ্য হয়েছিলেন তারক মেহেতা শৈশেল
Hindi Serial Controversy: শো ছাড়ার আগে ১৭ ফেব্রুয়ারি ২০২২ একটি মেইল করেছিলেন তিনি প্রযোজককে। জানিয়েছিলেন তিনি শো ছাড়তে চান। তারপর তাঁর কাছে আসে এই ধারাবাহিকে থেকে যেমন নানা রকম প্রস্তাব। কিন্তু যে সুরে তখন তাঁর সঙ্গে কথা বলা হয়েছিল তাঁর মোটেই তা ভাল লাগেনি।
‘তারাক মেহতা কা উল্টা চশমা’, দীর্ঘদিন ধরে এই ধারাবাহিক দর্শক মনে জায়গা করে রেখেছে। একাধিক পুরস্কার রয়েছে এই মেগা ধারাবাহিকের ঝুলিতে। নেই কোনও সাংসারিক ঘোরপ্যাচ, নেই কোনও কুট কাচালি। এ ধারাবাহিকের কেবলই সহজ সরল কিছু মানুষের হাসি-ঠার টাই সম্বল। আর সেই সহজ সরল চিত্রনাট্যের যাঁরা অবিচ্ছিত অংশ হয়ে উঠেছেন তাঁদেরকে ছাড়া এ ধারাবাহিক যেন অচল। দীর্ঘদিন ধরে চলা এই ধারাবাহিকের প্রতিটা চরিত্রই যেন দর্শকের কাছে ভীষণ কাছে হয়ে উঠেছে। তাই কোনও একজন যদি এই ধারাবাহিক থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন, তখনই ঘটে বিপত্তি। প্রযোজনা সংস্থা মোটেও চান না এমন কিছু ঘটুক কিন্তু তবে বারবার এমনটাই ঘটতে দেখা গিয়েছে। কেন?
সূত্রের খবর ধারাবাহিকের প্রযোজক অসিত কুমার মোদি নাকি খুব একটা সহজ মানুষ নয়। তাঁর ব্যবহারে সমস্যার মুখোমুখি হতে হয় শুটিং সেটের অনেকেই। আর এবার ধারাবাহিকের তারক মেহেতা অর্থাৎ শৈলেশ লোধা জানিয়ে দিলেন এই অসিত কুমারের জন্যই তিনি ধারাবাহিক ছাড়া সিদ্ধান্ত নিয়েছিলেন। কখনও-ই অসিত কুমার তাঁর সঙ্গে ভালভাবে কথা বলতেন না। অভিনেতার কথায় যে কোনও একটি কাজ সমষ্টিগতভাবে ভাল কিংবা মন্দ হয়ে থাকে একজনের উপর নির্ভর করে কখনও একটি কাজ চলতে পারে না। সেক্ষেত্রে অসিত কুমারের এই দুর্ব্যবহার সেটে অনেকেই নাকি সহ্য করতে পারতেন না তিনিও পারেননি।
তাই শো ছাড়ার আগে ১৭ ফেব্রুয়ারি ২০২২ একটি মেইল করেছিলেন তিনি প্রযোজককে। জানিয়েছিলেন তিনি শো ছাড়তে চান। তারপর তাঁর কাছে আসে এই ধারাবাহিকে থেকে যেমন নানা রকম প্রস্তাব। কিন্তু যে সুরে তখন তাঁর সঙ্গে কথা বলা হয়েছিল তাঁর মোটেই তা ভাল লাগেনি। শৈলাশের কথায় টাকাটা বিষয় নয় একটা কাজ যখন ঘটছে তখন সেখানে প্রতিটা মানুষের আবেগেরও দাম রয়েছে। রীতিমতো এই ধারাবাহিকে থাকাকালীন কিংবা ধারাবাহিক ছাড়ার পর তাঁকে নির্দেশ দেওয়া হয়েছিল, তিনি যেন সংবাদমাধ্যমের সামনে মুখ না খোলেন।
পাশাপাশি তিনি যেন সোশ্যাল মিডিয়াতেও এই বিষয়ে কিছু না লিখেন। শৈলেশের কথায় তিনি কেন এমনটা করবেন! এটা তো তাঁর ব্যক্তি স্বাধীনতা হস্তক্ষেপ করা। এ সকল শর্ত মেনে এই শুয়ে থাকা তাঁর পক্ষে সম্ভবপর হয়নি বলেই তিনি ছেড়েছিলেন। যদি প্রাথমিকভাবে এই শক্তি সামনে আনতে চাননি তিনি জানিয়েছিলেন একই প্রেক্ষাপট একই গল্প নতুন করে তারক মেহতা চরিত্রটাকে নিয়ে আর কিছু করার ছিল না। তাই তাঁর বড্ড বেশি একঘেয়ে লাগছিল শেষটায়। আর সেই কারণেই তিনি এই শো ছাড়া সিদ্ধান্ত নিয়েছেন। যদি বর্তমান স্পষ্ট হয়ে গেল তিনি যা বলেছিলেন তা সত্য নয় এর পেছনে ছিল অন্য কারণ।