Shruti Das: ৪০ বছর পূর্ণ করলেন স্বর্ণেন্দু, প্রেমিকের জন্মদিনে পঞ্চব্যঞ্জন সাজিয়ে দিলেন শ্রুতি

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Sep 12, 2022 | 6:32 PM

Shruti Das: গত বছর 'দেশের মাটি' ধারাবাহিকটিতে অভিনয় করেছিলেন শ্রুতি। এরপর থেকে তাঁর কাছে নেই মন মতো কাজের অফার।

Shruti Das: ৪০ বছর পূর্ণ করলেন স্বর্ণেন্দু, প্রেমিকের জন্মদিনে পঞ্চব্যঞ্জন সাজিয়ে দিলেন শ্রুতি
প্রেমিকের জন্মদিনে পঞ্চব্যঞ্জন সাজিয়ে দিলেন শ্রুতি

Follow Us

বয়স নিয়ে কোনওদিন লুকোছাপা করেননি শ্রুতি দাস ও স্বর্ণেন্দু সমাদ্দার। স্বর্ণেন্দু যে শ্রুতির থেকে বয়সে অনেকটাই বড় সে কথা অকপটেই স্বীকার করে নিয়েছেন দুজনেই। ৪০ বছর পূর্ণ করলেন স্বর্ণেন্দু। প্রেমিকের জন্মদিন বলে কথা। শ্রুতি দাসও বিশেষ দিনটিকে পালন করলেন বিশেষ ভাবেই। সাজালেন তাঁর ‘বাবি’র জন্য পঞ্চব্যঞ্জন। পদে ছিল, পাঁচ রকমের ভাজা, ভাত, পাঁঠার মাংস, চাটনি, পায়েস। উপরে লেখা, “বাবি চলুক চল্লিশ”। তবে এই কোনও খাবারই আদপে ‘রান্না’ নয়। প্রত্যেক কয়টিই আদপে কেক। দেখে বিভিন্ন পদের সমাহার মনে হলেও কেককেই বিভিন্ন আকারে পরিবেশনা করা হয়েছে ‘থালি’ হিসেবে। সেলিব্রেশনের কিন্তু এখানেই শেষ নয়। দক্ষিণ কলকাতার এক রেস্তরাঁতেও হয়েছে খাওয়া দাওয়া। সব মিলিয়ে ৪০-এর জন্মদিন যে ভাল ভাবেই পালিত হয়েছে পরিচালকের তা না বললেই নয়।

প্রসঙ্গত, স্বর্ণেন্দুর পরিচালনাতেই শ্রুতির অভিনয় জগতে প্রবেশ। সিনেমার নাম ছিল ‘ত্রিনয়নী’। ছবিতে শ্রুতিকে দেখা গিয়েছিল মুখ্য চরিত্রে। টিআরপি তালিকাতেও ওই ধারাবাহিক ছিল বেশ এগিয়ে। ওই ধারাবাহিকে অভিনয় করতে গিয়েই স্বর্ণেন্দুর প্রেমে পড়েন শ্রুতি। বয়সের বিশাল ফারাক থাকায় প্রথম দিকে মানতে চাননি মা। কথাও বন্ধ ছিল দুজনের। যদিও পরবর্তীতে সব মিটমাট হয়ে যায়। এখন স্বর্ণেন্দুকে চোখে হারান শ্রুতির মা। দুই বাড়িতেও তাঁদের অনায়াস যাতায়াত। একসঙ্গে ঘোরা থেকে শুরু করে সময় কাটানো — চলতে থাকে সবই।

গত বছর ‘দেশের মাটি’ ধারাবাহিকটিতে অভিনয় করেছিলেন শ্রুতি। এরপর থেকে তাঁর কাছে নেই মন মতো কাজের অফার। শ্রুতি এর আগে বলেছিলেন, শেষ মুহূর্তে নাকি বাতিল হয়ে যাচ্ছে তাঁকে কাস্টিং। অনেকেই আবার স্বর্ণেন্দু প্রেমিকা বলেও কাজ দিতে চাইছেন না বা ভাবছেন কেন তিনি স্বর্ণেন্দুর প্রযোজনায় অভিনয় করছেন না! শ্রুতি চান নিজের পরিচয় নিজেই বানাতে। কাটোয়া থেকে কলকাতায় এসেছিলেন স্বপ্ন নিয়ে। সেই স্বপ্নেরই বাস্তব রূপ দিতে আজও প্রতিনিয়ত লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি।

 

 

Next Article