Shruti Das: ভিডিয়ো দেখে অনুমান করতে পারেন কোথায় বেড়াতে গিয়েছেন শ্রুতি?
Shruti Das: সোশ্যাল মিডিয়ায় নিজের একটি বেড়ানোর ভিডিয়ো শেয়ার করেছেন শ্রুতি। পাহাড়ি এলাকা তা বোঝা যাচ্ছে। কিন্তু কোথায় গিয়েছেন, তা স্পষ্ট করেননি।
অভিনেত্রী শ্রুতি দাসকে শেষ দেখা গিয়েছিল ‘দেশের মাটি’ ধারাবাহিকে। কিছুদিন আগেই শেষ হয়েছে সেই ধারাবাহিক। আপাতত পুরোদস্তুর ছুটির মেজাজে শ্রুতি। কখনও কাটোয়ার বাড়িতে গিয়ে আত্মীয়, বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছেন। কখনও বা কলকাতাতেই বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছেন। এ বার বেড়াতে গেলেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় নিজের একটি বেড়ানোর ভিডিয়ো শেয়ার করেছেন শ্রুতি। পাহাড়ি এলাকা তা বোঝা যাচ্ছে। কিন্তু কোথায় গিয়েছেন, তা স্পষ্ট করেননি। অনুরাগীদের অনুমান করে নিতে বলেছেন তিনি। ভিডিয়ো দেখে আপনি কি বুঝতে পারছেন, কোথায় গেলেন নায়িকা?
View this post on Instagram
সদ্য শেষ হল ধারাবাহিক ‘দেশের মাটি’। ওই ছবিতেই কেন্দ্রীয় চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। লীনা গঙ্গোপাধ্যায়ের চিত্রনাট্যে জমে উঠেছিল ‘দেশের মাটি’র গল্প। কিন্তু আচমকাই শেষ হয়ে গেল ওই ধারাবাহিক। হঠাৎ ধারাবাহিক শেষ হওয়া নিয়ে প্রশ্নও জমেছিল নানা মহলে। তবে এই ধারাবাহিকে সুযোগ পেয়ে আপ্লুত শ্রুতি। তাঁর উপর বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ জানিয়েছিলেন তিনি। স্বল্প কেরিয়ারেই তিনি যেন টেলিভিশন ইন্ডাস্ট্রির প্রতিবাদী মুখ হয়ে উঠেছেন।
শুধু অভিনয় নয়। ট্রোলিং সামলেও শিরোনামে এসেছেন শ্রুতি। গায়ের রঙের জন্য তাঁকে নেট নাগরিকদের কটাক্ষ শুনতে হয় কেরিয়ারের প্রথম থেকেই। বহু দিন সহ্য করার পর অবশেষে দিন কয়েক আগে তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন। এই প্রতিবাদে সমাজের বহু বিশিষ্ট মানুষকে পাশে পেয়েছেন। শ্রুতিকে ভালবাসার মানুষও কম নেই। তাঁর কাজ, অভিনয় পছন্দ করেন এমন অনুরাগীর সংখ্যাও অগুণতি। তাঁদের কথা ভেবে এবং নিজের ভবিষ্যতের জন্য প্রতিদিন নিজের পারফরম্যান্স আরও উন্নত করার প্রয়াস থাকে অভিনেত্রীর।
আরও পড়ুন, Bengali Movie: ফোনের রিসিভার কানে পরাণ বন্দ্যোপাধ্যায়, কাদের কথা শুনছেন?