Subhashree Ganguly: ‘নানা রূপে মহামায়া’ ভিন্ন লুকে প্রকাশ্যে শুভশ্রী গঙ্গোপাধ্যায়
Subhashree Ganguly: টেলিভিশনে বিভিন্ন চ্যানেলেও মহালয়া অনুষ্ঠিত হয়। কোন চ্যানেলে কোন অভিনেত্রী দুর্গা হবেন, তা নিয়ে আগাম জল্পনা চলতে থাকে। শুধু দুর্গা নন, বাকি দেব-দেবীদের নিয়েও তো জল্পনা তৈরি হয়।
পুজো আসছে। দুর্গাপুজো। কী ভাবে বুঝবেন? একটু একটু করে বদলাবে রোদ্দুরের রং। ভোরের দিকে হালকা ঠাণ্ডার অনুভূতি। কুমোর পাড়ায় বাড়বে ব্যস্ততা। আর ফাইনাল বেল পড়বে মহালয়ার ভোরে। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহালয়া বাঙালির নস্ট্যালজিয়া। রেডিও যেন বাঙালির বাড়িতে ওই একটা দিনই আজও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
তবে মহালয়া শুধুমাত্র রেডিও নস্ট্যালজিয়া নয়। টেলিভিশনে বিভিন্ন চ্যানেলেও মহালয়া অনুষ্ঠিত হয়। কোন চ্যানেলে কোন অভিনেত্রী দুর্গা হবেন, তা নিয়ে আগাম জল্পনা চলতে থাকে। শুধু দুর্গা নন, বাকি দেব-দেবীদের নিয়েও তো জল্পনা তৈরি হয়। তবে দুর্গাকে ঘিরে আলাদা উৎসাহ থাকেই। দুর্গার সাজ-পোশাক নিয়ে জল্পনা চলতেই থাকে। চলতি বছরে কালার্স বাংলায় দুর্গার ভূমিকায় দেখা যাবে কোয়েল মল্লিককে। সদ্য প্রকাশ পেয়েছে জি বাংলার মহালয়ার প্রোমো। ক্যাপশনে লেখা ‘নানা রূপে মহামায়া আসছে’। আর সেখানে রয়েছেন আরও এক নায়িকা। শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
লাল পাড় কোরা শাড়ি। বড় সিঁদুরের টিপ। নাকে নথ। খোলা চুল, চন্দনের সাজে শুভশ্রীকে একেবারেই অন্য রকম দেখতে লাগছে বলে মনে করছেন অনুরাগীরা। সম্ভবত তাঁকেই দেখা যাবে দুর্গার ভূমিকায়। যদিও এ নিয়ে শুভশ্রী এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। সংশ্লিষ্ট চ্যানেলের পক্ষে থেকেও সরাসরি কিছু জানানো হয়নি।
চলতি মাসেই রাজ এবং শুভশ্রীর প্রথম সন্তান ইউভানের প্রথম জন্মদিন। ছেলের প্রথম জন্মদিনের আগে পুরীতে জগন্নাথ দেবের আশীর্বাদ নিতে গিয়েছিলেন দম্পতি। ঈশ্বরে বিশ্বাসী তাঁরা দুজনেই। বিশেষত জগন্নাথ দেবের ভক্ত। চলতি বিধানসভা নির্বাচনের আগেও পুরীতে পুজো দিতে দেখা গিয়েছিল তাঁদের। ছেলের জন্মদিন দম্পতির কাছে অত্যন্ত স্পেশ্যাল। তাই জীবনের বিশেষ দিনের আগে একেবারে পারিবারিক ভ্রমণের সিদ্ধান্ত নেন তাঁরা। ছেলের প্রথম জন্মদিনে রাজ-শুভশ্রী কোনও সেলিব্রেশনের ব্যবস্থা করেন কি না, সেটাই এখন দেখার।
কোভিড পর্বে অনেক ঝড় সামলেছেন শুভশ্রী। শ্বশুরমশাইয়ের মৃত্যু, পরিবারের একাধিক সদস্য কোভিডে আক্রান্ত হওয়া, নিজেও অসুস্থ ছিলেন কিছুদিন। ইউভানকে বড় করে তোলার গুরু দায়িত্ব পালন করছেন। পাশাপাশি কাজেও ফিরেছেন। মা হওয়ার পর মেয়েদের শারীরিক কিছু পরিবর্তন স্বাভাবিক। শুভশ্রীও তার ব্যতিক্রম নন। কিন্তু ক্যামেরার সামনে আসতেই তাঁকে বডি শেমিংয়ের শিকার হতে হয়। সরাসরি কিছু না বললেও পরোক্ষে তার জবাব দিয়েছেন নায়িকা।
একজন ব্যস্ত পরিচালক তথা বিধায়ক। অন্যজন ব্যস্ত অভিনেত্রী। পেশাদার জগতের বাইরে ব্যক্তি জীবনে তাঁরা বাবা-মা। তাঁরা অর্থাৎ রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। হাজার ব্যস্ততার মধ্যে একমাত্র সন্তান ইউভানকে সময় দেন তাঁরা। এখ পুরোদমে কাজও শুরু করে দিয়েছেন দম্পতি। ছবির শুটিং হোক বা রিয়ালিটি শোয়ের মঞ্চ নিজের দায়িত্ব পালন করেন শুভশ্রী। অন্যদিকে রাজ রাজনীতি এবং সিনেমা সামলাচ্ছেন সমান তালে। তবে দুজনের জীবনেই প্রায়োরিটি ইউভান। ছেলের জন্য আলাদা সময় রাখেন তাঁরা।
আরও পড়ুন, বন্ধু কালিকাপ্রসাদের জন্মদিনে স্মৃতিমেদুর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়