Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durga Puja 2021: কী ভাবে তৈরি হচ্ছে বাড়ির ঠাকুর? দেখুন সুদীপার শেয়ার করা ভিডিয়ো

Durga Puja 2021: সুদীপার বাড়ির পুজো। তারই ঠাকুর তৈরির কিছু অংশ ভিডিয়োর মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন তিনি।

Durga Puja 2021: কী ভাবে তৈরি হচ্ছে বাড়ির ঠাকুর? দেখুন সুদীপার শেয়ার করা ভিডিয়ো
সুদীপা চট্টোপাধ্যায়। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 07, 2021 | 6:54 AM

দুর্গাপুজো আসছে। মা আসছেন। বাঙালির শ্রেষ্ঠ উৎসবের আর বেশি দেরি নেই। করোনা আতঙ্ক এবং লকডাউনের জেরে গত বছরের মতো এ বছরের পরিস্থিতিও বিশেষ ভাল নয়। তবে তার মধ্যেই নিয়ম নীতি মেনে পুজোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন সুদীপা চট্টোপাধ্যায়।

কখনও শ্যাম্পু, ব্লো ডাই করে নিজে সাজছেন। কখনও বা তসর রঙা শাড়িতে চওড়া পাড়ের পিঙ্ক কম্বিনেশনে একেবারে পুজোর সাজে সেজে শুটিং করছেন। খোলা চুল। এক গা গয়না, বড় টিপ পরে পুজোর দিনের জন্য একেবারে তৈরি সুদীপা। হাতে পদ্ম নিয়ে ফোটোশুটের ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

সুদীপার বাড়ির পুজো। তারই ঠাকুর তৈরির কিছু অংশ ভিডিয়োর মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন তিনি। মহালয়ার দিন পোস্ট করেছেন এই ভিডিয়ো। সেখানে রয়েছে সুদীপার একমাত্র পুত্র আদিদেব চট্টোপাধ্যায়ও। ধীরে ধীরে মৃন্ময়ী মা চিন্ময়ী রূপ নিচ্ছে। জন্ম থেকেই বাড়ির পুজো দেখে অভ্যস্ত আদি। তাই একেবারে অন্য রকম ভাবে পুজোর কয়েকটা দিন আনন্দে কাটে এই স্টার কিডের। এখনই তার চোখে মুখে আনন্দের ছাপ। সেই খুশির মুহূর্ত শেয়ার করে নিয়েছেন সুদীপা।

পরিচালক তথা প্রযোজক অগ্নিদেব চট্টোপাধ্যায় এবং সঞ্চালিকা তথা চিত্রনাট্যকার সুদীপা চট্টোপাধ্যায়ের বাড়ির পুজো বেশ বিখ্যাত। বহু নামজাদা ব্যক্তিত্ব পুজোর কোনও একটা দিন চট্টোপাধ্যায় বাড়ির পুজোতে হাজির হন। গত বছর যদিও ছবিটা আলাদা ছিল। এ বছরও সাধারণের জন্য ব্যবস্থা করা হয়তো সম্ভব হবে না। রথের দিন এই পারিবারিক পুজোর কাঠামো পুজো হয়। শিল্পীর স্টুডিওতে গিয়ে সেই কাঠামো পুজো সেরে ফেলেছিলেন দম্পতি। সঙ্গে ছিল দম্পতির একমাত্র পুত্র আদিদেব চট্টোপাধ্যায়।

সোশ্যাল মিডিয়ায় কাঠামো পুজোর কিছু ছবি শেয়ার করে সুদীপা লিখেছিলেন, ‘দুগ্গা দুগ্গা বলে, শুরু হয়ে গেল বাঙালির সবচেয়ে বড় উৎসবের সূচনা। দুর্গাপুজার কাঠামো পুজো হয়ে গেল- কুমারটুলিতে, পশুপতি রুদ্র পালের ওয়ার্কশপে।’ সুদীপা, অগ্নিদেব এবং আদিদেবের পোশাকে ছিল সাদা, লালের ছোঁয়া। এই কম্বিনেশনে পোশাক পরেছিলেন সকলে।

মা হওয়া যে কোনও মেয়ের কাছেই নিঃসন্দেহে অন্য রকম অনুভূতি। মাতৃত্বের পরিচয় যেন যে কোনও পরিচয়ের থেকেই বড় হয়ে ওঠে। মা হওয়ার স্বাদ পেয়েছেন সুদীপাও। টেলিভিশনে বিভিন্ন রকম কাজের সঙ্গে জড়িত তিনি। কখনও রান্নার শো-এর জনপ্রিয় অ্যাঙ্কর। কখনও বা স্ক্রিপ্ট লিখছেন। কখনও আবার তিনি পরিচালকের আসনে। সদ্য নিজের বুটিক শুরু করেছেন। পেশাদার জগতে বিভিন্ন রকম পরিচয় রয়েছে তাঁর। আবার ব্যক্তি জীবনেও কখনও তিনি স্ত্রী, কখনও বা মেয়ে। তবে সব পরিচয় ছাপিয়ে মায়ের পরিচয়টাই যেন এখন তাঁর জীবনের অন্যতম সম্পদ।

সুদীপার ছেলে আদিদেভ চট্টোপাধ্যায় জন্মের পর থেকেই সোশ্যাল মিডিয়ার সেনসেশন। আদিদেভকে পছন্দ করেন সোশ্যাল অডিয়েন্সের বড় অংশ। ফেসবুক বা ইনস্টাগ্রামে আদিদেভের নানা কর্মকাণ্ডের ছবি শেয়ার করেন সুদীপাও। বেশ কয়েক মাস আগে ছেলের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে লিখেছিলেন, ‘মা হওয়াটা আমার অস্তিত্বের জন্য এখন যথেষ্ট…অভিভাবক হওয়ার কোনও নির্দিষ্ট নিয়ম নেই। কিন্তু আপনাকে খুব দ্রুত শিখতে হবে। শিখতে হবে প্রথম পদক্ষেপ নেওয়ার আগেই।’

সুদীপার স্বামী অগ্নিদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ের বেশ কয়েক বছর পর আদিদেভের জন্ম। ফলে প্রথম সন্তানের জন্য বেশ সময় নিয়ে পরিকল্পনা করেছিলেন দম্পতি। মা হতে গেলে শরীরে এবং মনে যে প্রস্তুতি নেওয়া প্রয়োজন, তা পুরোদস্তুর নেওয়ার পরই সন্তানের সিদ্ধান্ত নেন সুদীপা। আদিদেভের জন্মের পর ছেলের প্রতিটি কাজ নিজে হাতে করেছেন। দীর্ঘদিন কর্মবিরতির পর কাজে ফিরেছিলেন সুদীপা। আসলে ছেলের বড় হওয়ার কোনও মুহূর্ত মিস করতে চাননি তিনি। অভিভাবকত্বের পাঠ নিয়েছেন সন্তান আগমনের আগে থেকেই। সেই পাঠ নিতেই তিনি অনুরোধ জানিয়েছিলেন অনুরাগীদের।

আরও পড়ুন, Durga Puja 2021: বাড়ির সবাই এক জায়গায় হলেই হইহই করে পুজো কেটে যায়: পূজারিনি ঘোষ