AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শুটিং জট: অনুমতি পেয়েও শুরু হল না শুটিং, এলেন না অধিকাংশ টেকনিশিয়ান

Tollywood Shooting: প্রসঙ্গত, দিন দুয়েক আগে ফেডারেশনের পক্ষ থেকে 'শুট ফ্রম হোম'-এর সময় নিয়মবিধি লঙ্ঘন হয়েছে এই অভিযোগে প্রযোজকদের কাছে কিছু প্রশ্নের উত্তর চাওয়া হয়। সেখানে লেখা হয় ১৫ জুনের মধ্যে ওই সব প্রশ্নের উত্তর না দিলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

শুটিং জট: অনুমতি পেয়েও শুরু হল না শুটিং, এলেন না অধিকাংশ টেকনিশিয়ান
বন্ধ শুটিং। নিজস্ব চিত্র।
| Edited By: | Updated on: Jun 16, 2021 | 1:45 PM
Share

দেবপ্রিয় দত্ত মজুমদার:  কলটাইম ছিল সকাল ১০টা। সেই মতো হাজির হয়েছিলেন শিল্পীরাও।  কিন্তু টালিগঞ্জ চত্বরে শোনা গেল না লাইট, অ্যাকশন, ক্যামেরার শব্দ। হাজিরই হলেন না টেকনিশিয়ানদের একাংশ। কাটল না শুটিং জট।

তবে সব ধারাবাহিকের একই অবস্থা নয়। ‘শুট ফ্রম হোম’ তর্জায় ফেডারেশনের তরফে যে কুড়িটি ধারাবাহিকের প্রযোজকদের কাছে উত্তর চেয়ে পাঠানো হয়েছিল তাদের ক্ষেত্রে দেখা গেল এই চিত্র। ওই কুড়িটি ধারাবাহিকের মধ্যে রয়েছে, ‘কৃষ্ণকলি’, ‘শ্রীময়ী’, ‘মোহর’, ‘অপরাজিতা অপু’, ‘রিমলি’, ‘খড়কুটো’ সহ বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকও।

সোমবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন ইউনিট প্রতি ৫০ জনকে নিয়ে আবারও শুরু করা যাবে সেট থেকে শুটিং। তবে সে ক্ষেত্রে যাঁরা যাঁরা শুটের অংশ হবেন তাঁদের টিকাকরন আবশ্যক।

আরও পড়ুন-ইউনিট প্রতি ৫০ জন কর্মী নিয়ে টলিপাড়ায় শুটিং শুরুর অনুমতি মুখ্যমন্ত্রীর, তবে মানতে হবে কড়া নিয়ম

সেই মতোই বিধিনিষেধের পর প্রথম দিন শুটের প্রস্তুতি দেখতে বুধবার সকালেই শহরের স্টুডিয়োতে হাজির হয়েছিল টিভিনাইন বাংলা। যাওয়া হয়েছিল ১৩ নম্বর স্টুডিয়োতে। ওই স্টুডিয়োতে এই মুহূর্তে কৃষ্ণকলি ধারবাহিকের শুট হয়। বুধবার সকালে গিয়ে দেখা গেল শিল্পী, প্রযোজক এবং পরিচালকরা হাজির হলেও দেখা নেই টেকনিশিয়ানদের। অন্যান্য স্টুডিয়োতেও দেখা গেল একই চিত্র। বন্ধ রাখা হয়েছে শ্রীময়ীর শুটিংও।

shooting

প্রতীকী ছবি।

প্রসঙ্গত, দিন দুয়েক আগে ফেডারেশনের পক্ষ থেকে ‘শুট ফ্রম হোম’-এর সময় নিয়মবিধি লঙ্ঘন হয়েছে এই অভিযোগে প্রযোজকদের কাছে কিছু প্রশ্নের উত্তর চাওয়া হয়। সেখানে লেখা হয় ১৫ জুনের মধ্যে ওই সব প্রশ্নের উত্তর না দিলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। উত্তর দেননি প্রযোজকরা। টিভিনাইন বাংলাকে প্রযোজক সানি ঘোষ রায় বলেছিলেন, “এই মুহূর্তে শুট সুষ্ঠুভাবে চালানোই আমাদের লক্ষ। তাই প্রোডিউসারস গিল্ড ওই বিবৃতির ব্যাপারে আর কিছু বলতে একেবারেই আগ্রহী নয়।”

সেই কারণেই কি আজ শুটিংয়ে অনুপস্থিত টেকনিশিয়ানরা? উঠছে প্রশ্ন। তবে সূত্রের খবর, অন্য উপায়ে এ দিনই শুটিং শুরুর কথা ভাবছেন প্রযোজকরা। চলছে কথাবার্তাও। কিন্তু কখন? উঠেছে সেই প্রশ্নও।

শুটিং শুরুর অনুমতি মিললেও কাটল না শুটিং জট।