অনস্ক্রিনে বন্ধুত্ব নেই, কিন্তু জন্মদিনে সৌমিতৃষার থেকে কী উপহার পেলেন তন্বী?
Tonni Laha Roy: সৌমিতৃষা এবং তন্বীর অনস্ক্রিন সম্পর্ক দেখে অফস্ক্রিনের বন্ধুত্বের খবর পাওয়া মুশকিল। কিন্তু বন্ধুতে ইনস্টাগ্রামে সুন্দর ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সৌমিতৃষা।
জন্মদিন। অনেকের মতোই অভিনেত্রী তন্বী লাহা রায়ের কাছেও স্পেশ্যাল। আজ তিনি বার্থডে গার্ল। সকাল সাতটায় কলটাইম ছিল। ঠিক সময়ে ফ্লোরে চলে গিয়েছেন। আজ দিনভর জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’-এর শুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী।
জন্মদিনের বিশেষ কী প্ল্যান? সেট থেকে TV9 বাংলাকে তন্বী বললেন, “মা সকালে উঠে পোলাও, মটন করে দিয়েছে। শুটিং করব সারা দিন। রাতে কোথাও ডিনারে যেতে পারি। তবে এখন তো সব আটটার মধ্যে বন্ধ। দেখা যাক কী হয়। তবে ফ্যামিলির সঙ্গেই থাকব।”
View this post on Instagram
শুটিংয়ে সহকর্মীরা নাকি তন্বীকে সেলিব্রেশনের প্ল্যান কী, এখনও জানাননি। সবটাই সারপ্রাইজ রেখেছেন। তবে ‘মিঠাই’-এর সৌমিতৃষা কুণ্ডুর সঙ্গে তন্বীর অফস্ক্রিন বন্ধুত্বের সম্পর্ক। তাই গতকাল রাত বারোটাতে নাকি সারপ্রাইজ সেলিব্রেশন হয়েছে। তন্বী বললেন, “গতকাল রাস্তাতেই কেক কাটালাম। সৌমিতৃষা, কৌশাম্বী আর আমি। অনেকেই সারপ্রাইজ দেয়। বন্ধুরা থাকে। শুটিংয়ে কিছু হবে কি না, এখনও জানি না।”
সৌমিতৃষা এবং তন্বীর অনস্ক্রিন সম্পর্ক দেখে অফস্ক্রিনের বন্ধুত্বের খবর পাওয়া মুশকিল। কিন্তু বন্ধুতে ইনস্টাগ্রামে সুন্দর ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সৌমিতৃষা। তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন, আমার জীবনের মূল্যবান মানুষ। আমরা দেখা করি, ছবি তুলি, মনে হয় সত্যিই আমরা একে অপরের সঙ্গে যুক্ত। তোমার সঙ্গে যে কোনও দিন কাটানোই আমার পছন্দের। ঈশ্বর তোমার মঙ্গল করুন। সব আনন্দ এবং খুশি যেন তুমি পাও, সেই কামনা করি।’
আরও পড়ুন, আয়ুষ্মান, জ্যাকির অর্থ সাহায্য, হাসপাতালের বিল মিটিয়ে বাড়ি ফিরলেন সবিতা