AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রেস্তরাঁ তছনছ, প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষতি অভিনেতা কুশল টন্ডনের

২০১৯-এ কুশল যেদিন রেস্তরাঁটি খোলেন শুরুর দিনে হাজির ছিলেন বলিপাড়ার চেনা মুখরা। এঁদের মধ্যে ছিলেন সোহেল খান, ইউলিয়া ভন্তুর, আলভিরা খান, নিয়া শর্মা। এমনকি হার্দিক পান্ড্যকেও উপস্থিত থাকতে দেখা গিয়েছিল সেখানে।

রেস্তরাঁ তছনছ, প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষতি অভিনেতা কুশল টন্ডনের
কুশল টন্ডন
| Edited By: | Updated on: Jul 25, 2021 | 9:18 AM
Share

জলমগ্ন গোটা শহর, জলের তোড়ে একাধিক জায়গায় ভেঙে পড়ছে বাড়ি। দু’দিন আগেও মুম্বইয়ের এই রূপ দেখেছে বিশ্ববাসী। এ বার লাগাতার বৃষ্টির কোপে তছনছ হল টেলি অভিনেতার কুশল টন্ডনের রেস্তরাঁও। যার ফলে বেশ বড় অঙ্কের ক্ষতি হয়েছে তাঁর। এমনটাই জানাচ্ছেন অভিনেতা।

২০১৯ সালে মুম্বইয়ের প্রভাবশালী এলাকায় নিজের রেস্তরাঁ খোলেন অভিনেতা। নাম দেন ‘আরবোর ২৮’। কিন্তু কিছু দিনের বৃষ্টিতে সাধের রেস্তরাঁর অনেকাংশ ভেঙে পড়েছে। সেই ভেঙে যাওয়ার রেস্তরাঁর ছবি শেয়ার করে অভিনেতা লেখেন, “ধন্যবাদ মুম্বই-রেন এ রকম কাজ করার জন্য। কোভিড যথেষ্ট ছিল না! তুমি এমনটাও করে দিলে। যাই হোক, সবাইকে জানিয়ে রাখি কোনও নিরাপত্তারক্ষী বা কর্মী এই ঘটনায় আহত হননি।”

পোস্টে কত টাকার ক্ষতি হতে পারে সে বিষয়ে কিছু লেখেননি কুশল। এক সংবাদমাধ্যমের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে এ ব্যাপারে মুখ খুলেছেন তিনি। তিনি জানিয়েছেন, এ ভাবে সঠিক না বলা গেলেও প্রায় কুড়ি থেকে পঁচিশ লক্ষ টাকার মতো ক্ষতি তো হয়েছেই। তিনি যোগ করেন, “অনেক ভালবাসা দিয়ে বানিয়েছি রেস্তরাঁ টা। বিদেশ থেকে স্পেশ্যাল ক্লোদ মেটেরিয়াল আনিয়েছিলাম। ৬০০০ বর্গক্ষেত্রর উপর আমার এই রেস্তরাঁ। সারানো সহজ হবে না, কিন্তু আমি ফেলে রাখতে চাই না।”

২০১৯-এ কুশল যেদিন রেস্তরাঁটি খোলেন শুরুর দিনে হাজির ছিলেন বলিপাড়ার চেনা মুখরা। এঁদের মধ্যে ছিলেন সোহেল খান, ইউলিয়া ভন্তুর, আলভিরা খান, নিয়া শর্মা। এমনকি হার্দিক পান্ড্যকেও উপস্থিত থাকতে দেখা গিয়েছিল সেখানে।

আরও পড়ুন-হেমন্তদাকে দেখতে যাব, বলেছিলেন উত্তমকাকু, কিন্তু ওঁর আর আসা হল কই: মৌসুমী চট্টোপাধ্যায়