Tolly Gossip: অন্য পুরুষে মজেছে স্ত্রী তৃণার মন! কেঁদে ফেললেন নীল 

Neel-Trina: টেলিভিশনের পাওয়ার কাপল নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। ছোটবেলার প্রেম তাঁদের। বছর কয়েক আগেই সেই প্রেম গড়িয়েছে বিয়েতে। কিন্তু দু'বছর যেতেই প্রেম-টেম সব ফিকে! স্বামীর নাম জিজ্ঞাসা করতেই যা কাণ্ড ঘটিয়ে ফেললেন তৃণা, তা দেখে কেঁদে কেটে অস্থির তাঁর রিয়েল লাইফ স্বামী নীল ভট্টাচার্য।

Tolly Gossip: অন্য পুরুষে মজেছে স্ত্রী তৃণার মন! কেঁদে ফেললেন নীল 
তৃণা-নীল।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 06, 2023 | 4:22 PM

টেলিভিশনের পাওয়ার কাপল নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। ছোটবেলার প্রেম তাঁদের। বছর কয়েক আগেই সেই প্রেম গড়িয়েছে বিয়েতে। কিন্তু দু’বছর যেতেই প্রেম-টেম সব ফিকে! স্বামীর নাম জিজ্ঞাসা করতেই যা কাণ্ড ঘটিয়ে ফেললেন তৃণা, তা দেখে কেঁদে কেটে অস্থির তাঁর রিয়েল লাইফ স্বামী নীল ভট্টাচার্য। কী, সব তালগোল পাকিয়ে যাচ্ছে তো? ভাবছেন তো, এত সুন্দর সংসারে কোনও তৃতীয় ব্যক্তির আগমন হয়েছে নাকি? গতকাল অর্থাৎ রবিবার খেলা দেখতে গিয়েছিলেন দু’জনে। শুধু খেলা দেখতে গিয়েছিলেন এমনটা নয় আইসিসির পক্ষ থেকে তাঁদের ব্যাকস্টেজ অ্যাঙ্কারিংয়ের জন্যও বলা হয়ে থাকে। সেখানেই স্ত্রীকে পছন্দের ক্রিকেটার, বোলার, ফিল্ডার সকলের নাম জিজ্ঞাসা করতে থাকেন স্বামী নীল। আর প্রতিবারই একটাই উত্তর দিতে থাকেন তৃণা। তা হল, ‘বিরাট কোহলি’।

এই পর্যায়ে নীল তৃণাকে জিজ্ঞাসা করেন, ‘তোমার স্বামীর নাম কী”? মজার কাণ্ড জানেন? এই সময়ও নীলের নাম নিতে গিয়ে ভুল করে বিরাটের নাম নিয়ে ফেলেন তৃণা। যদিও নিজের ভুল বুঝতেও পারেন তক্ষুণি। কিন্তু নীলের কি আর মন ভাল থাকে। কার্যত কেঁদে ফেলার মতো উপক্রিম হয় তাঁর। এই পুরোটাই কিন্তু হয়েছে মজার ছলে। তবে নিঃসন্দেহে নীল ও তৃণার প্রিয় খেলোয়াড়দের তালিকায় অবশ্যই রয়েছে বিরাট। গতকাল অর্থাৎ রবিবার বিরাটের জন্মদিন ছিল। জন্মদিনে নিজেই নিজেকে উপহার দেন বিরাট। ইডেনের মাঠে করেন শতরান। অন্যদিকে এই গোটা ম্যাচও দারুণ উপভোগ করেছেন টেলিপাড়ার এই স্বামী-স্ত্রী। তাঁদের ইডেনের ছবি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।