Mithai: ভাঙা পড়ল মিঠাই সেট, ‘এভাবেই হয়তো জায়গা করে দিতে হয়’, আবেগঘন সৌমিতৃষা

Bengali Serial: শুটিং শেষ হচ্ছে না, তবে তাঁরা শুটিং সেট থেকে সরে যাচ্ছেন ডিসেম্বর ২০২০-তে শুরু হওয়া কাজ বর্তমানে অতীত। মনোহরা সেট পড়ল ভাঙা।

Mithai: ভাঙা পড়ল মিঠাই সেট, 'এভাবেই হয়তো জায়গা করে দিতে হয়', আবেগঘন সৌমিতৃষা
Follow Us:
| Edited By: | Updated on: May 10, 2023 | 10:36 AM

বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় বারবার চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছে মিঠাই ধারাবাহিক। ঝড়ের গতিতে ভাইরাল হয় বন্ধ হয়ে যাচ্ছে ধারাবাহিক। তবে বাস্তবে এখনও তেমন কোনও খবর মেলেনি। ধারাবাহিক বন্ধের খবর গত এপ্রিল মাস থেকেই ছিল তুঙ্গে। তবে দর্শকেরা এই সত্যি মেনে নিতে নারাজ। পাশাপাশি ধারাবাহিকের স্টাররাও এমনভাবে মনোহরা অর্থাৎ ধারাবাহিকের সেটের সঙ্গে আবেগে জড়িয়ে পড়েছেন, তাঁরাও যেন এই বাস্তবের মুখোমুখি হতে বেজায় কষ্ট পাচ্ছেন। তবে না, এমন কোনও তথ্যই এখনও চ্যানেলের পক্ষ থেকে জানানো হয়নি। তবে মনোহরা ছেড়ে টিমকে বেরিয়ে যেতে হচ্ছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এমনটাই জানিয়েছেন অভিনেতা আদৃত রায়।

জানিয়েছিলেন, শুটিং শেষ হচ্ছে না, তবে তাঁরা শুটিং সেট থেকে সরে যাচ্ছেন ডিসেম্বর ২০২০-তে শুরু হওয়া কাজ বর্তমানে অতীত। মনোহরা সেট পড়ল ভাঙা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ধারাবাহিকের পরিচালক রাজেন্দ্র প্রসাদ। সেই ছবি দেখা মাত্রই সকলের মন এক কথায় কেঁদে ওঠে। ভাঙা পড়ে রয়েছে মনোহরা। তা দেখে সৌমিতৃষাও চুপ থাকতে পারলেন না, তিনিও বলে বসলেন, নতুনকে এভাবেই হয়তো জায়গা করে দিতে হয়। রাজেন্দ্র প্রসাদ লেখেন, ভাঙা গড়ার খেলা। এই সেদিন তৈরি হল মনোহরার সেট, আজ ভাঙা হচ্ছে। মিঠাই ধারাবাহিকের শুট ভারতলক্ষ্মী স্টুডিওতেই অন্য ফ্লোরে হবে। শোনা যাচ্ছে এখানে নতুন ধারাবাহিক নিমকির কাজ শুরু হবে।

ধারাবাহিকের শ্রীতমা অর্থাৎ দিয়াও সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে লেখেন, ‘জানতাম শনিবার এই ফ্লোরে শেষ শুট, মনটা একটু খারাপ হয়েছিল তবে কাল আমার শুটিং না থাকায় চোখের সামনে ফ্লোরটাকে শেষ বিদায় না জানাতে পারায় দুঃখটা অন্য কোথাও লুকিয়ে ছিল। আজ সবার পোস্ট দেখে কষ্টটা বেরিয়ে আসছে।। যার শুরু হয় তার শেষ তো হবেই, না না শো শেষ হয়নি এখনও, শুধু সেট পরিবর্তন হচ্ছে। নতুনদের জায়গা ছেড়ে দিতে হয়। তাই বোধহয়। ভাল থেকো মনোহরা।’