অভিনেত্রী সুমনা চক্রবর্তীকে টেলিভিশনের দর্শক ভাল ভাবেই চেনেন। ‘দ্য কপিল শর্মা শো’-এ অংশ নেওয়ার পর তাঁর জনপ্রিয়তা আরও বেড়ে গিয়েছিল।
এ হেন সুমনা সোশ্যাল মিডিয়ায় আপডেটেড থাকেন। এই মুহূর্তে তিনি আন্দামানে ছুটি কাটাচ্ছেন। তবে তাঁর বেড়ানোর সঙ্গী কে?
আন্দামানে সুমনাকে যিনি সঙ্গ দিচ্ছেন, তাঁর ছবিও সোশ্যাল ওয়ালে শেয়ার করেছেন অভিনেত্রী। কিন্তু তাঁর সঙ্গে সুমনার সম্পর্ক কী, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
জানা গিয়েছে, সুমনা যাঁর সঙ্গে ছবি শেয়া করেছেন, তিনি ওঁর বন্ধু। নাম মোহিত মিদ্যা।
মোহিতের সঙ্গে নাকি সুমনার আগে থেকে কোনও বন্ধুত্ব ছিল না। বেড়াতে গিয়েই তাঁদের আলাপ হয়।
পেশাগত দায়িত্বের বাইরে সুমনার শখ বেড়ানো। সময় পেলেই তিনি বেরিয়ে পড়েন।
করোনার চোখরাঙানিকে উপেক্ষা করেই বহু তারকা বেড়ানোর পরিকল্পনা করেছেন। সুমনাও তার মধ্যে অন্যতম।
আন্দামানের প্রতিটি মুহূর্ত যে সুমনা এনজয় করছেন, তার প্রমাণ রয়েছে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিতেই।