বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ঊষা গাঙ্গুলির স্মৃতিতে তৈরি হতে চলেছে ‘ঊষা গাঙ্গুলি মঞ্চ’
বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ঊষা গাঙ্গুলির স্মৃতিতে তৈরি হতে চলেছে 'ঊষা গাঙ্গুলি মঞ্চ'। শুধুমাত্র থিয়েটার বা অ্যাক্টিং ওয়ার্কশপ না আগামী দিনে দেখা যাবে নাচ, গান, যোগা সবধরণের সাংস্কৃতিক অনুষ্ঠানের মিশেল।
বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ঊষা গাঙ্গুলির স্মৃতিতে তৈরি হতে চলেছে ‘ঊষা গাঙ্গুলি মঞ্চ’। তাঁর স্মৃতি বিজড়িত রঙ্গকর্মী স্টুডিও থিয়েটারে ১৯ ডিসেম্বর বিকেল ৫টায় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হতে চলেছে ‘ঊষা গাঙ্গুলি মঞ্চ’। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বর্তমানে দলের প্রেসিডেন্ট হীরকেন্দু গাঙ্গুলি, ডিরেক্টর তৃপ্তি মিত্র, সেক্রেটারি মিঃঅনিরুদ্ধ সরকার সহ আরও অনেকে।
শুধুমাত্র থিয়েটার বা অ্যাক্টিং ওয়ার্কশপ না আগামী দিনে নাচ, গান, যোগা সবধরণের সাংস্কৃতিক অনুষ্ঠানের মিশেল দেখবে দর্শক। বেশ অনেকটা জায়গা নিয়ে তৈরি হয়েছে পারফর্মিং এরিয়া। গ্যালারিতে বসতে পারবে প্রায় ৭০ এর বেশী মানুষ।প্রোডাকশন আর পারফর্মেন্সে অন্য মাত্রা যোগ করতে দর্শকদের জন্য থাকছে অত্যাধুনিক ব্যবস্থা। লাইব্রেরিতে থাকছে বিভিন্নধরনের বইয়ের সমাহার। মহিলা, পুরুষদের জন্য থাকছে আলাদা আকলাদা ‘ গ্রীণরুম’। এই নতুন প্রয়াসে রঙ্গকর্মী’র সদস্যদের উদ্দেশ্য একটাই , সেইসব মানুষদের পাশে থাকা, বহু প্রতিভা থাকা সত্যেও যারা বঞ্চিত। সেইসব প্রতিভাকে জনসমক্ষে নিয়ে আসার ভাবনা নিয়ে এগোচ্ছে রঙ্গকর্মী।
আরও পড়ুনঃ মেয়ের আট বছরের জন্মদিনে আবেগঘন পোস্ট অভিনেতা জিতের
১৯৭৬ সালে রঙ্গকর্মী গ্রুপ থিয়েটার প্রতিষ্ঠা করেন ঊষা গাঙ্গুলি। কলকাতা শহরে হিন্দি নাটকের জন্য বিশেষভাবে পরিচিতি পান তিনি। প্রস্তুত করেন মহারাজা, রুদালি, কোর্ট মার্শল এর মত বহু নাটক এবং তা দর্শকমহলে পায় বিপুল জনপ্রিয়তা।