AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মেয়ের আট বছরের জন্মদিনে আবেগঘন পোস্ট অভিনেতা জিতের

সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বাবা। ইনস্টাগ্রাম স্টোরি থেকে পোস্ট...সব জায়গাতেই মেয়ের জন্মদিনের সেলিব্রেশনের ছবি।

মেয়ের আট বছরের জন্মদিনে আবেগঘন পোস্ট অভিনেতা জিতের
সপরিবারে।
| Updated on: Dec 13, 2020 | 10:28 AM
Share

দেখতে দেখতে আট বছর পূর্ণ করল অভিনেতা জিতের (Jeet) একমাত্র মেয়ে নবন্যা। সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বাবা। ইনস্টাগ্রাম স্টোরি থেকে পোস্ট…সব জায়গাতেই মেয়ের জন্মদিনের সেলিব্রেশনের ছবি।

একটি ভিডিয়ো পোস্ট করেছেন অভিনেতা। তাতে নবন্যার নানা বয়সের টুকরো ছবি-মুহূর্ত। কখনও প্রিন্সেস ড্রেস পরে নবন্যা হাসিতে খিলখিলিয়ে উঠছে আবার কখনও বা বিদেশের রাস্তায় ‘বাবল’ নিয়ে খেলায় মেতেছে সে। অভিনয়েও যে ছোট্ট নবন্যার ভালই ঝোঁক রয়েছে তা ওই ভিডিয়ো দেখেই আন্দাজ করা যায়। কানে ফোন নিয়ে তাকে দেখা যাচ্ছে অ্যাক্টিং করতেও। তবে চোখ আটকে যায় ক্যাপশনে।

জিৎ লিখেছেন, “তোর এই স্পেশাল দিনে… নবি, তুই-ই আমার জীবনের একমাত্র আলো। অনেক ভালবাসা লাভ।” নেটিজেনদের শুভেচ্ছার ঢল নেমেছে ওই পোস্টে। শুধু নেটিজেনরাই কেন, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, ঐন্দ্রিলা সেন…তাঁরাও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন জিতের মেয়েকে। ঐন্দ্রিলা লিখেছেন, “ছোট্ট প্রিন্সেস, ভগবান তোমায় সব সময় আশীর্বাদ করুন।”

View this post on Instagram

A post shared by Jeet (@jeet30)

সেলিব্রেশন কিন্তু এখানেই শেষ নয়। বাড়ি বেলুন দিয়ে সাজিয়ে, কেক কেটে জমিয়ে সেলিব্রেশন যে চলেছে তা জিতের ইনস্টাগ্রাম স্টোরি দেখলেই আন্দাজ করা যায়। দিন কয়েক আগে নবন্যা এবং তাঁর একটি থ্রো-ব্যাক ছবি শেয়ার করে জিৎ লিখেছিলেন, “কত তাড়াতাড়ি ওরা বড় হয়ে যায়। আর কিছু দিনের মধ্যেই আট হবে ওর।” আট হয়ে গেল অবশেষে। ক্রমশ বড় হচ্ছে জিতের একরত্তি নবি।

২০১১ সালের ২৪ জানুয়ারি স্কুলশিক্ষক মোহনা রতলানীর সঙ্গে বিয়ে হয় তাঁর। ভালবাসার বিয়ে নয়। বাড়ি থেকে দেখাশোনা করেই। ২০১২ সালের ১২ ডিসেম্বর জন্ম হয় মেয়ের। বর্তমানে সুখের সংসার তাঁদের। জিৎকে আগামীতে দেখা যাবে ‘বাজি’ ছবিতে। ওই ছবিতে তাঁর বিপরীতে জুটি বেঁধেছেন অভিনেতা-সাংসদ মিমি চক্রবর্তী।