AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

টুংটুং নেই! সুমিতের কণ্ঠে চাপা কান্না, বললেন, ‘লোকটা কাউকেই পেল না, আত্মারামের হৃদয় ছিল ফাঁকা…’

Udayshankar Pal Death : 'ভূতের ভবিষ্যৎ'-এ অভিনেতা সুমিত সমাদ্দার অভিনীত ভূতনাথ ভাদুড়ী চরিত্রটির সঙ্গে বেশকিছু আইকনিক দৃশ্য ছিল আত্মারামের। অভিনেতার মৃত্যুতে গলা ধরে এসেছে সুমিতের। হয়তো তাঁর মতো আরও অনেকেরই। TV9 বাংলার সঙ্গে মঙ্গলবার মন খুলে কথা বলেছেন সুমিত। খানিকটা হালকা করেছেন হৃদয়।

টুংটুং নেই! সুমিতের কণ্ঠে চাপা কান্না, বললেন, 'লোকটা কাউকেই পেল না, আত্মারামের হৃদয় ছিল ফাঁকা...'
'ভূতের ভবিষ্যৎ'-এর সেই আইকনিক দৃশ্য।
| Updated on: May 21, 2024 | 5:25 PM
Share

‘চলো টুংটুং’, বলেছিল হাতকাটা কার্তিক। সেই টুংটুং আজ আর নেই। সোমবার (২০ মে, ২০২৪) পঞ্চভূতে বিলীন হয়ে গিয়েছে টুংটুংয়ের নশ্বর দেহ। এটাই ছিল টুংটুংয়ের ভবিষ্যৎ। পরিচালক অনীক দত্তর প্রথম পরিচালিত ছবি ‘ভূতের ভবিষ্যৎ’-এ আত্মারামের চরিত্রে অভিনয় করেছিলেন উদয়শঙ্কর পাল। যাঁকে পর্দায় টুংটুং বলে ডেকেছিল হাতকাটা কার্তিক (অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়)। ফুসফুসে ক্যানসার রোগ বাসা বেঁধেছিল অভিনেতার। তৃতীয় স্টেজ। কাউকে জানতে দিতেন না কষ্টটা। ডাক্তার জবাব দিয়ে দিল একদিন। তারপর সব শেষ। ‘ভূতের ভবিষ্যৎ’-এ অভিনেতা সুমিত সমাদ্দার অভিনীত ভূতনাথ ভাদুড়ী চরিত্রটির সঙ্গে বেশকিছু আইকনিক দৃশ্য ছিল আত্মারামের। অভিনেতার মৃত্যুতে গলা ধরে এসেছে সুমিতের। হয়তো তাঁর মতো আরও অনেকেরই।

TV9 বাংলার সঙ্গে মঙ্গলবার মন খুলে কথা বলেছেন সুমিত। খানিকটা হালকা করেছেন হৃদয়। বলেছেন, “উদয়দাকে কতজন মনে রাখবেন জানি না। কিন্তু যতদিন বাংলা সিনেমা থাকবে, আত্মারামও থাকবে। এই প্রাপ্তিটা মুছে ফেলার নয়।” তারপর হাউ-হাউ করে কেঁদে ফেলেন পর্দার ভূতনাথ। তাঁর উক্তি, “লোকটা নিজের কষ্টের কথা কাউকে বলেননি। নিজের বলতে কেউ ছিল না। দাদার সংসারে থাকতেন। বিয়ে করেননি। বাড়ির ছোট ছেলে তিনি। ৭৬ বছর বয়স।”

সুমিত দুঃখপ্রকাশ করে বলেছিলেন, “লোকটার সঙ্গে আমার মঞ্চে অভিনয় করা হয়নি। তিনি দারুণ মঞ্চাভিনেতা। জীবিত অবস্থায় তাঁকে নিয়ে আলোচনাই হল না। হয়তো এবার হবে। আমার বড় দাদার মতো ছিলেন তিনি। তাঁর মৃত্যু মানে আমার স্বজন হারানো।” উদয়শঙ্করের একটি অজানা দিকের কথা বলেছেন সুমিত। জানিয়েছেন, উদয় নাকি অসম্ভব ভাল গল্প লিখতেন। তিনি লেখক। কান্না থামছিলই না সুমিতের। শেষে বললেন, “বাংলা ছবির জগৎ এক রত্নকে হারাল… টুংটুংকে বড্ড মিস করব।”