AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দেবলীনার জীবনের চরমতম ক্ষতি, সাংঘাতিক নিষ্ঠুরতার সম্মুখীন হয়েছিলেন অভিনেত্রী

Debleena Dutta: খুবই করুণ কাহিনি জানেন। এমনটা যেন কারও জীবনে না ঘটে। অভিনেতা এবং পরিচালক তথাগত মুখোপাধ্য়ায়কে বিয়ে করার অনেক-অনেক আগে আরও এক ব্যক্তিকে ভালবেসে বিয়ে করতে বসেছিলেন অভিনেত্রী দেবলীনা দত্ত। পুরোহিত তৈরি ছিলেন। বিয়েবাড়িও ছিল সরগরম। কিন্তু জানলে তাজ্জব হবেন, সেই ব্যক্তি বিয়েটাই করতে আসেননি অভিনেত্রীকে। আজব তাই না!

| Updated on: May 09, 2024 | 2:54 PM
Share
খুবই করুণ কাহিনি জানেন। এমনটা যেন কারও জীবনে না ঘটে। অভিনেতা এবং পরিচালক তথাগত মুখোপাধ্য়ায়কে বিয়ে করার অনেক-অনেক আগে আরও এক ব্যক্তিকে ভালবেসে বিয়ে করতে বসেছিলেন অভিনেত্রী দেবলীনা দত্ত। পুরোহিত তৈরি ছিলেন। বিয়েবাড়িও ছিল সরগরম। কিন্তু জানলে তাজ্জব হবেন, সেই ব্যক্তি বিয়েটাই করতে আসেননি অভিনেত্রীকে। আজব তাই না!

খুবই করুণ কাহিনি জানেন। এমনটা যেন কারও জীবনে না ঘটে। অভিনেতা এবং পরিচালক তথাগত মুখোপাধ্য়ায়কে বিয়ে করার অনেক-অনেক আগে আরও এক ব্যক্তিকে ভালবেসে বিয়ে করতে বসেছিলেন অভিনেত্রী দেবলীনা দত্ত। পুরোহিত তৈরি ছিলেন। বিয়েবাড়িও ছিল সরগরম। কিন্তু জানলে তাজ্জব হবেন, সেই ব্যক্তি বিয়েটাই করতে আসেননি অভিনেত্রীকে। আজব তাই না!

1 / 8
এমন এক ঘটনা ঘটে সিনেমা কিংবা সিরিয়ালের চিত্রনাট্যেই। স্ক্রিনের নায়িকার সঙ্গেও বাস্তবে ঘটে এমনই এক দুঃখজনক ঘটনা। বিষয়টিকে 'ক্রাইম', অর্থাৎ অপরাধের পর্যায় ফেলে দিয়েছেন দেবলীনা। তাঁকে জীবনেও ক্ষমা করতে পারবেন না বলেই দিয়েছেন। একরাশ গ্লানি নিয়ে কিছু কথা খোলাখুলি কেবলমাত্র TV9 বাংলার সঙ্গেই শেয়ার করে নিয়েছেন দেবলীনা।

এমন এক ঘটনা ঘটে সিনেমা কিংবা সিরিয়ালের চিত্রনাট্যেই। স্ক্রিনের নায়িকার সঙ্গেও বাস্তবে ঘটে এমনই এক দুঃখজনক ঘটনা। বিষয়টিকে 'ক্রাইম', অর্থাৎ অপরাধের পর্যায় ফেলে দিয়েছেন দেবলীনা। তাঁকে জীবনেও ক্ষমা করতে পারবেন না বলেই দিয়েছেন। একরাশ গ্লানি নিয়ে কিছু কথা খোলাখুলি কেবলমাত্র TV9 বাংলার সঙ্গেই শেয়ার করে নিয়েছেন দেবলীনা।

2 / 8
একটি জনপ্রিয় টক শোতে এসে দেবলীনা জানিয়েছিলেন, তিনি কনের সাজে বসেছিলেন। বিয়েবাড়িতে লোকজন এসে খাওয়া-দাওয়া করতে শুরু করেছিলেন। উপহার পেতে শুরু করেছিলেন দেবলীনা। আর পাঁচটা বিয়ে বাড়িতে যা ঘটে থাকে আরকী।

একটি জনপ্রিয় টক শোতে এসে দেবলীনা জানিয়েছিলেন, তিনি কনের সাজে বসেছিলেন। বিয়েবাড়িতে লোকজন এসে খাওয়া-দাওয়া করতে শুরু করেছিলেন। উপহার পেতে শুরু করেছিলেন দেবলীনা। আর পাঁচটা বিয়ে বাড়িতে যা ঘটে থাকে আরকী।

3 / 8
কিন্তু দেবলীনার ক্ষেত্রে বিষয়টা সিরিয়ালের চিত্রনাট্যকেও হার মানাল। বর এলোই না বিয়ে করতে। নিদেনপক্ষে একটা খবরও দিল না অভিনেত্রীর বাড়ির লোকজনকে। এই অপমান আজীবন বহন করে নিয়ে বেড়াচ্ছেন দেবলীনা।

কিন্তু দেবলীনার ক্ষেত্রে বিষয়টা সিরিয়ালের চিত্রনাট্যকেও হার মানাল। বর এলোই না বিয়ে করতে। নিদেনপক্ষে একটা খবরও দিল না অভিনেত্রীর বাড়ির লোকজনকে। এই অপমান আজীবন বহন করে নিয়ে বেড়াচ্ছেন দেবলীনা।

4 / 8
দেবলীনা জানিয়েছিলেন, সেই প্রেমিককে তিনি কোনওদিনও ক্ষমা করবেন না, যিনি কথা দিয়েও বিয়ে করতে আসেননি। বলেছিলেন, "আমি ওর নামটা আপনাদের জানাব না। কারণ জানালেই ও লাইমলাইটে আসবে। আমি চাই না ও কোনও ধরনের ফুটএজ পাক।" দেবলীনার বক্তব্য ছিল তাঁর মায়ের হার্টের অসুখ। তা জানা সত্ত্বেও তাঁর প্রেমিক এমন অপরাধমূলক কাজ করেছিলেন।

দেবলীনা জানিয়েছিলেন, সেই প্রেমিককে তিনি কোনওদিনও ক্ষমা করবেন না, যিনি কথা দিয়েও বিয়ে করতে আসেননি। বলেছিলেন, "আমি ওর নামটা আপনাদের জানাব না। কারণ জানালেই ও লাইমলাইটে আসবে। আমি চাই না ও কোনও ধরনের ফুটএজ পাক।" দেবলীনার বক্তব্য ছিল তাঁর মায়ের হার্টের অসুখ। তা জানা সত্ত্বেও তাঁর প্রেমিক এমন অপরাধমূলক কাজ করেছিলেন।

5 / 8
তারপর দেবলীনা এমন তথ্য জানিয়েছিলেন, যা তিনি আগে কাউকে বলেননি। অভিনেত্রীর যন্ত্রণা, তাঁকে নিয়ে সোনার দোকানে গিয়েছিলেন সেই প্রেমিক। দেবলীনার বিয়ের আংটি কেনার সময় বলেছিলেন কার্ড কাজ করছে না। দেবলীনা বলেন, "বিয়ের দু’দিন আগে আমরা একটা সোনার দোকানে বিয়ের আংটি কিনতে গিয়েছিলাম। দুটো আংটি কেনার কথা ছিল।"

তারপর দেবলীনা এমন তথ্য জানিয়েছিলেন, যা তিনি আগে কাউকে বলেননি। অভিনেত্রীর যন্ত্রণা, তাঁকে নিয়ে সোনার দোকানে গিয়েছিলেন সেই প্রেমিক। দেবলীনার বিয়ের আংটি কেনার সময় বলেছিলেন কার্ড কাজ করছে না। দেবলীনা বলেন, "বিয়ের দু’দিন আগে আমরা একটা সোনার দোকানে বিয়ের আংটি কিনতে গিয়েছিলাম। দুটো আংটি কেনার কথা ছিল।"

6 / 8
দেবলীনা আরও বলেন, "আমার আংটিটা তো ওই মানুষটারই কেনার কথা। ৫৪ হাজার টাকা দাম ছিল। কার্ড সোয়াইপ করতে গিয়ে দু’বার ফের করল। শেষে আমি নিজের বিয়ের আংটি নিজেই কিনলাম। তখনও বলল না, দু’দিন পর বিয়ে করতে আসবে না। এখন বুঝি কেন ওর দুটো কার্ড সোয়াইপ করেও ফেল দেখাচ্ছিল।”

দেবলীনা আরও বলেন, "আমার আংটিটা তো ওই মানুষটারই কেনার কথা। ৫৪ হাজার টাকা দাম ছিল। কার্ড সোয়াইপ করতে গিয়ে দু’বার ফের করল। শেষে আমি নিজের বিয়ের আংটি নিজেই কিনলাম। তখনও বলল না, দু’দিন পর বিয়ে করতে আসবে না। এখন বুঝি কেন ওর দুটো কার্ড সোয়াইপ করেও ফেল দেখাচ্ছিল।”

7 / 8
তীব্র ঘৃণা বুকে চেপে দেবলীনা বলেছিলেন, "আমাকে যদি সরল মনে বলতেন তিনি বিয়ে করতে পারবেন না। আমি সত্যি মেনে নিতাম। তাঁকে ক্ষমাও করে দিতাম। কিন্তু তিনি যে নোংরামিটা করেছিলেন, এককথায় নিন্দনীয়। এত বড় অপমান কেই কাউকে করতে পারে না।"

তীব্র ঘৃণা বুকে চেপে দেবলীনা বলেছিলেন, "আমাকে যদি সরল মনে বলতেন তিনি বিয়ে করতে পারবেন না। আমি সত্যি মেনে নিতাম। তাঁকে ক্ষমাও করে দিতাম। কিন্তু তিনি যে নোংরামিটা করেছিলেন, এককথায় নিন্দনীয়। এত বড় অপমান কেই কাউকে করতে পারে না।"

8 / 8