AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

এই দেশে ঐশ্বর্যর নামে আছে ফুল, বলুন তো কোথায়?

Aishwarya Rai Bachchan: ঐশ্বর্যর বিপুল সংখ্যক অনুরাগী রয়েছেন নেদারল্যান্ডসে। সেখানকার মানুষ তাঁর সিনেমার মগ্ন দর্শক। ঐশ্বর্যর রূপের তারিফ করেন তাঁরা। কেবল তাই নয়, ঐশ্বর্যকে দেখে ভারতীয় নারী সম্পর্কে তাঁদের ধারণা উচ্চ। ফলে নেদারল্যান্ডসবাসীদের কাছে ভারতীয়দের যথার্থ প্রতিনিধিত্ব করেছেন ঐশ্বর্য। সেখানকার সরকারও ঐশ্বর্যকে সম্মান জানিয়েছেন অনন্য কায়দায়।

এই দেশে ঐশ্বর্যর নামে আছে ফুল, বলুন তো কোথায়?
ঐশ্বর্য রাই বচ্চন।
| Updated on: Jul 02, 2024 | 9:34 AM
Share

১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বিজেতা হয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। প্রথম ভারতীয় হিসাবে এই অনন্য কৃতিত্বের অধিকারিণী হয়েছিলেন তিনি। তবে কেবল রূপে বাজিমাত করেননি ঐশ্বর্য। তাঁর বুদ্ধিও তারিফ কুড়িয়েছে বারংবার। ঐশ্বর্য রাই বচ্চনের খ্যাতি সীমাবদ্ধ থাকেনি ভারতের গণ্ডিতেও। তা ছড়িয়ে পড়েছে বিশ্বের নানা প্রান্তে। তাঁকে নিয়ে মাতামাতি করেছেন বহু অনুরাগী। ঐশ্বর্য রাই বচ্চনকে এক মিষ্টি উপহার দিয়েছেন নেদারল্যান্ডসবাসীরা। তাঁদের দেশের একটি ফুলের নামকরণ করেছেন ঐশ্বর্যর নামেই। কী সেই ফুল? কেমন দেখতে সেই ফুলকে?

ঐশ্বর্যর বিপুল সংখ্যক অনুরাগী রয়েছেন নেদারল্যান্ডসে। সেখানকার মানুষ তাঁর সিনেমার মগ্ন দর্শক। ঐশ্বর্যর রূপের তারিফ করেন তাঁরা। কেবল তাই নয়, ঐশ্বর্যকে দেখে ভারতীয় নারী সম্পর্কে তাঁদের ধারণা উচ্চ। ফলে নেদারল্যান্ডসবাসীদের কাছে ভারতীয়দের যথার্থ প্রতিনিধিত্ব করেছেন ঐশ্বর্য। সেখানকার সরকারও ঐশ্বর্যকে সম্মান জানিয়েছেন অনন্য কায়দায়। নেদারল্যান্ডসে উপস্থিত কেউকেনহফ গার্ডেনে রয়েছে অসংখ্য প্রজাতির টিউলিপ ফুল। সেই ফুলগুলির নামকরণ হয়েছে ঐশ্বর্যর নামেই।

ঐশ্বর্য রাই বচ্চনের বেড়ে ওঠা খুব সাধারণ। শিক্ষিত পরিবারের কন্যা তিনি। বাবা কৃষ্ণরাজ রাই ছিলেন বিখ্যাত বায়োলজিস্ট। দাদা মেরিন ইঞ্জিনিয়ার। ছোটবেলায় প্রত্যেক পরীক্ষায় প্রথম হতেন ঐশ্বর্য। প্রথমে হতে চেয়েছিলেন ডাক্তার। কিন্তু পরবর্তীকালে তিনি আর্কিটেকচার নিয়ে ভর্তি হয়েছিলেন কলেজে। আর্কিটেক্ট হওয়া হয়নি ঐশ্বর্যর। তার আগেই মডেলিং দুনিয়ার পা রাখেন তিনি। বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পর লেখাপড়া আর শেষ করেননি রাই সুন্দরী।