AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সন্ত্রাসবাদীর হুমকি পেতে পারেন অমিতাভ বচ্চন! বিগ বির নিরাপত্তা নিয়ে কী জানাল কেন্দ্রীয় সংস্থা?

গোটা ব্যাপারটা শুরু হয় কৌন বনেগা ক্রোড়পতিতে পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্ঝ অংশ নেওয়ায়। তবে শুধু অংশই নয়, অমিতাভের পা ধরে প্রণাম করায় সন্ত্রাসবাদী সংগঠন ‘শিখ্‌স ফর জাস্টিস’ করায় আপত্তি জানিয়েছে। আর এই ঘটনার পর থেকেই অমিতাভকে বাঁকা চোখে দেখছে এই সন্ত্রাসবাদী সংগঠন।

সন্ত্রাসবাদীর হুমকি পেতে পারেন অমিতাভ বচ্চন! বিগ বির নিরাপত্তা নিয়ে কী জানাল কেন্দ্রীয় সংস্থা?
| Updated on: Oct 31, 2025 | 3:19 PM
Share

সন্ত্রাসবাদীর হুমকি পেতে পারেন অমিতাভ বচ্চন! বিগ বির নিরাপত্তা নিয়ে কী জানাল কেন্দ্রীয় সংস্থা?

সন্ত্রাসবাদীদের থেকে হুমকি পেতে পারেন অমিতাভ বচ্চন। হ্যাঁ, এমনই আশঙ্কা করছেন কেন্দ্রীয় সংস্থা। সংস্থার কর্মীদের তরফ থেকে জানানো হয়েছে, অমিতাভের নিরাপত্তা কঠোর কড়া উচিত। কেননা, বিগ বির উপর আক্রমণ হতে পারে।

হঠাৎ বিগ বি কেন হুমকি পাবেন?

গোটা ব্যাপারটা শুরু হয় কৌন বনেগা ক্রোড়পতিতে পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্ঝ অংশ নেওয়ায়। তবে শুধু অংশই নয়, অমিতাভের পা ধরে প্রণাম করায় সন্ত্রাসবাদী সংগঠন ‘শিখ্‌স ফর জাস্টিস’ করায় আপত্তি জানিয়েছে। আর এই ঘটনার পর থেকেই অমিতাভকে বাঁকা চোখে দেখছে এই সন্ত্রাসবাদী সংগঠন।

তবে অমিতাভকে ঘিরে বিতর্কের শুরু সেই ১৯৮৪ সাল থেকে। ১৯৮৪ সালে অমিতাভ ‘রক্তের বদলে রক্ত’ নিয়ে সরব হয়েছিলেন। এই সস্ত্রাসবাদী সংগঠনের প্রধান সম্প্রতি এক বিবৃতিতে বলেছেন, ”অমিতাভের এমন মন্তব্যের প্রভাবে সেই সময়ে ৩০ হাজার শিখের মৃত্যু হয়েছিল গোটা ভারতে। গণহত্যায় প্ররোচনা দিয়েছিলেন বচ্চন। তাঁরই পা ছুঁয়ে দিলজিৎ দোসাঞ্জ ১৯৮৪ সালে নিহত মানুষ, বিধবা ও অনাথ শিশুদের অসম্মান করেছেন।”

অমিতাভের পা ছোঁয়া প্রসঙ্গে দিলজিৎ বলেন, ”আমাকে নিয়ে যে যা খুশি বলুক, আমি কেবল ভালবাসা দিয়ে যাব সবাইকে। কেউ যদি আমাকে কটাক্ষ করে, সমালোচনা করে, আমি তার বদলে ভালবাসাই দিয়ে যাব।”