AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আরিয়ানের কম বয়সের ‘ভুল’ ভাই আব্রাম? ‘১৫ বছর বয়সেই বিদেশে…’

SRK: আব্রাম খানকে চেনেন? 'মন্নত'-এ রাজত্ব তাঁর। বাবা-মায়ের চোখের মণি সে। বাবা শাহরুখ খান ও মা গৌরী খান তাকে এতটুকুও কাছছাড়া করতে পারেন না। বয়স মাত্র ১১ বছর তাঁর। দিদি সুহানা ও দাদা আরিয়ান খানও প্রতিমুহূর্তে আগলে রাখে তাকে।

| Updated on: Feb 04, 2024 | 5:08 PM
Share
আব্রাম খানকে চেনেন? 'মন্নত'-এ রাজত্ব তাঁর। বাবা-মায়ের চোখের মণি সে। বাবা শাহরুখ খান ও মা গৌরী খান তাকে এতটুকুও কাছছাড়া করতে পারেন না। বয়স মাত্র ১১ বছর তাঁর। দিদি সুহানা ও দাদা আরিয়ান খানও প্রতিমুহূর্তে আগলে রাখে তাকে।

আব্রাম খানকে চেনেন? 'মন্নত'-এ রাজত্ব তাঁর। বাবা-মায়ের চোখের মণি সে। বাবা শাহরুখ খান ও মা গৌরী খান তাকে এতটুকুও কাছছাড়া করতে পারেন না। বয়স মাত্র ১১ বছর তাঁর। দিদি সুহানা ও দাদা আরিয়ান খানও প্রতিমুহূর্তে আগলে রাখে তাকে।

1 / 8
২০১৩ সালের ২৭ মে আচমকাই শাহরুখ খান ও গৌরী খান ঘোষণা করেন তাঁদের কোল আলো করে আগমন হয়েছে পরিবারের সবচেয়ে ছোট সদস্যের। নাম রাখা হয়েছে ইব্রাহিম ও রাম মিশিয়ে আব্রাম। পরিবারের তরফে বলা হয়, সারোগেসির মধ্যে দিয়েই জন্ম হয়েছে আব্রামের।

২০১৩ সালের ২৭ মে আচমকাই শাহরুখ খান ও গৌরী খান ঘোষণা করেন তাঁদের কোল আলো করে আগমন হয়েছে পরিবারের সবচেয়ে ছোট সদস্যের। নাম রাখা হয়েছে ইব্রাহিম ও রাম মিশিয়ে আব্রাম। পরিবারের তরফে বলা হয়, সারোগেসির মধ্যে দিয়েই জন্ম হয়েছে আব্রামের।

2 / 8
সবাই চমকে যায়। সে সময় সুহানা ও আরিয়ান বেশ বড়। আবার কেন সন্তান? ওঠে সেই প্রশ্নও। তবে যে প্রশ্নে চারিদিক উত্তাল হয় তা হল আব্রামের পিতৃপরিচয় কী?  হ্যাঁ, ঠিকই শুনছেন সে সময় সামাজিক মাধ্যমের বাড়াবাড়ি সে সময় এতটা না থাকলেও রটেছিল মারাত্মক এক রটনা।

সবাই চমকে যায়। সে সময় সুহানা ও আরিয়ান বেশ বড়। আবার কেন সন্তান? ওঠে সেই প্রশ্নও। তবে যে প্রশ্নে চারিদিক উত্তাল হয় তা হল আব্রামের পিতৃপরিচয় কী? হ্যাঁ, ঠিকই শুনছেন সে সময় সামাজিক মাধ্যমের বাড়াবাড়ি সে সময় এতটা না থাকলেও রটেছিল মারাত্মক এক রটনা।

3 / 8
'একই চোখ, একই ধরনের হাসি'-- রটেছিল ছোট্ট আব্রাম নাকি মোটেও শাহরুখের সন্তান নয়। দাদা আরিয়ান খান নাকি আদপে তার দাদা নয়! বাবা। শোনা যায়, এক রোমানিয়ার মেয়ের সঙ্গে সম্পর্কের ফলেই নাকি 'লাভ চাইল্ড'-এর বাবা হয়েছেন ১৫ বছরের আরিয়ান (সে সময় তাঁর বয়স ছিল ১৫ বছর)।

'একই চোখ, একই ধরনের হাসি'-- রটেছিল ছোট্ট আব্রাম নাকি মোটেও শাহরুখের সন্তান নয়। দাদা আরিয়ান খান নাকি আদপে তার দাদা নয়! বাবা। শোনা যায়, এক রোমানিয়ার মেয়ের সঙ্গে সম্পর্কের ফলেই নাকি 'লাভ চাইল্ড'-এর বাবা হয়েছেন ১৫ বছরের আরিয়ান (সে সময় তাঁর বয়স ছিল ১৫ বছর)।

4 / 8
গুঞ্জন যখন চরমে তখন তা নিয়ে মুখ খুলতে এক প্রকার বাধ্য হয়েছিলেন শাহরুখ খান। তিনি বলেছিলেন, "আমি ও আমার স্ত্রী গৌরী মিলে ঠিক করি আরও এক সন্তান নেব। অনেকেই বলে বেড়ান আব্রাম নাকি আমার প্রথম সন্তান আরিয়ানের সন্তান। এও রটে রোমানিয়াতে গাড়ি চালানোর সময় নাকি ওর মধ্যে আদিম প্রবৃত্তি জেগে ওঠে আর তার ফলেই..."

গুঞ্জন যখন চরমে তখন তা নিয়ে মুখ খুলতে এক প্রকার বাধ্য হয়েছিলেন শাহরুখ খান। তিনি বলেছিলেন, "আমি ও আমার স্ত্রী গৌরী মিলে ঠিক করি আরও এক সন্তান নেব। অনেকেই বলে বেড়ান আব্রাম নাকি আমার প্রথম সন্তান আরিয়ানের সন্তান। এও রটে রোমানিয়াতে গাড়ি চালানোর সময় নাকি ওর মধ্যে আদিম প্রবৃত্তি জেগে ওঠে আর তার ফলেই..."

5 / 8
 এখানেই না থেমে তিনি আরও যোগ করেন, "তবে সবাইকে বলে রাখা ভাল ওর ইউরোপিয়ান লাইসেন্সই তো নেই। এই নতুন পৃথিবীতে ভার্চুয়াল রিয়ালিটি আর রিয়ালিটি ভার্চুয়ালের পরিণত হচ্ছে।"

এখানেই না থেমে তিনি আরও যোগ করেন, "তবে সবাইকে বলে রাখা ভাল ওর ইউরোপিয়ান লাইসেন্সই তো নেই। এই নতুন পৃথিবীতে ভার্চুয়াল রিয়ালিটি আর রিয়ালিটি ভার্চুয়ালের পরিণত হচ্ছে।"

6 / 8
এই ঘটনা যে আদপে রটনা তা স্পষ্ট ভাবেই জানান এসআরকে। কিন্তু গুঞ্জন তাও চলেছিল বেশ কিছু বছর ধরেও। সময়ের সঙ্গে সঙ্গে তা অবশ্য আজ ফিকে।

এই ঘটনা যে আদপে রটনা তা স্পষ্ট ভাবেই জানান এসআরকে। কিন্তু গুঞ্জন তাও চলেছিল বেশ কিছু বছর ধরেও। সময়ের সঙ্গে সঙ্গে তা অবশ্য আজ ফিকে।

7 / 8
ধিরুভাই অম্বানি স্কুলের ছাত্র আব্রাম। খান পরিবারের আদরের মণি সে। ছোট থেকেই অভিনয়ের প্রতি ছিল বিশেষ অনুরাগ।

ধিরুভাই অম্বানি স্কুলের ছাত্র আব্রাম। খান পরিবারের আদরের মণি সে। ছোট থেকেই অভিনয়ের প্রতি ছিল বিশেষ অনুরাগ।

8 / 8