সোশ্যাল মিডিয়ায় তারকা-প্রার্থীদের ফোন নম্বর ফাঁস, কারা নিলেন নতুন নম্বর আর কারা রেখে দিলেন আগের নম্বর?
টলি-পাড়ার বহু তারকাই এবার রাজনীতিতে যোগ গিয়েছেন। ভোট-যুদ্ধে প্রার্থী হয়েছেন। করোনাকালে সাধারণ মানুষের 'সুবিধার্থে' কেউ বা কারা সোশ্যাল মিডিয়ায় তারকা-প্রার্থীদের ফোন নম্বর ফাঁস করে দেয়। ফোনে ফোনে জর্জরিত হয়ে যান তারকারা। এঁদের মধ্যে অনেকেই বাধ্য হয়ে নতুন নম্বর নিয়েছেন, আবার কেউ কেউ আগের নম্বরই রেখে দিয়েছেন। এক ঝলকে চোখ বুলিয়ে নিন।
Most Read Stories