প্রেমের ফাঁদ! ডেটিং অ্যাপে ভুয়ো অ্যাকাউন্ট, আইনি পথে টলিপাড়ার নায়ক

TV9 Bangla Digital | Edited By: উত্‍সা হাজরা

Nov 16, 2024 | 5:18 PM

Tollywood Gossip: ইদানীং ডেটিং অ্যাপের বাড়বাড়ন্ত চারিদিকে। নতুন প্রজন্মের অনেকেই এই মাধ্যমে নিজেদের বন্ধু, প্রেমিক, প্রেমিকা খুঁজে পান। মূলত সঙ্গী পাওয়ার উদ্দেশ্যেই যে কোনও ডেটিং অ্যাপে নিজেদের নাম নথিভুক্ত করেন অনেকে। তবে সব সময় যে এই অ্যাপের মাধ্যমে সঠিক মানুষ পাওয়া যায় এমনটা নয়।

প্রেমের ফাঁদ! ডেটিং অ্যাপে ভুয়ো অ্যাকাউন্ট, আইনি পথে টলিপাড়ার নায়ক

Follow Us

ইদানীং ডেটিং অ্যাপের বাড়বাড়ন্ত চারিদিকে। নতুন প্রজন্মের অনেকেই এই মাধ্যমে নিজেদের বন্ধু, প্রেমিক, প্রেমিকা খুঁজে পান। মূলত সঙ্গী পাওয়ার উদ্দেশ্যেই যে কোনও ডেটিং অ্যাপে নিজেদের নাম নথিভুক্ত করেন অনেকে। তবে সব সময় যে এই অ্যাপের মাধ্যমে সঠিক মানুষ পাওয়া যায় এমনটা নয়। অনেক সময় সমস্যাও পড়তে হয়। কারণ মানুষ দেখা আর চেনার মধ্যে তো ঢের পার্থক্য। এমনই এক ডেটিং অ্যাপে নিজের নাম, ছবি দেখে রীতিমতো চমকে উঠলেন অভিনেতা প্রীতম দাস। তাঁকে বিভিন্ন সিরিয়ালে দেখেছেন দর্শক। ডেটিং অ্যাপে নিজের ভুয়ো প্রোফাইল দেখে রীতিমতো চমকে গিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে জানিয়ে দিয়েছেন পুরোটাই ভুয়ো।

ইনস্টাগ্রামে ডেটিং অ্যাপে তাঁর প্রোফাইলের স্ক্রিনশট তুলে পোস্ট করলেন তিনি। দিয়ে লেখেন, “এটা সম্পূর্ণ ভুয়ো আইডি। আইনি পদক্ষেপ করেছি। ভুলেও ফাঁদে পা দেবেন না।” এ প্রসঙ্গে বিস্তারিত জানতে TV9 বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল প্রীতমের সঙ্গে। তিনি বলেন, “সম্পূর্ণ মিথ্যে কথা। আমার কোনও প্রোফাইল নেই কোনও ডেটিং অ্যাপে। প্রেম করতে হলে অ্যাপের মাধ্য়মে প্রেম করব না । সুস্থ স্বাভাবিক ভাবেই প্রেম করব আমি।” উল্লেখ্য, এই মুহূর্তে তাঁকে কোনও সিরিয়ালে দেখা যাচ্ছে। নতুন সুযোগের অপেক্ষায় রয়েছেন অভিনেতা।

 

 

Next Article