Rii Sen:’ইন্ডাস্ট্রির সবাই তো ধার করে…’, তারকাদের বিলাসবহুল লাইফস্টাইল নিয়ে কী বললেন ঋ?
ইদানীং সমাজমাধ্যমের পাতায় চোখ পড়লেই দেখা যায় সিরিয়াল পাড়ার নতুন অভিনেতারাও একটি কাজ করেই অনেকটা সাফল্য অর্জন করে ফেলেছেন। নিজের পছন্দের বাড়ি, গাড়ি সবটাই যেন তাঁদের হাতের নাগালে। কিন্তু এই যুগেও কোনও বিলাসিতা পছন্দ নয় অভিনেত্রী ঋ সেনের। কেন অনাড়ম্বর জীবন যাপন করেন অভিনেত্রী? TV9 বাংলাকে সেই উত্তরই দিলেন তিনি। এই মুহূর্তে তাঁকে দেখা যাচ্ছে 'ডায়মন্ড দিদি জিন্দাবাদ' সিরিয়ালে।

টালিগঞ্জ ইন্ডাস্ট্রির মানচিত্রটা দিনে দিনে অনেকটাই পরিবর্তন হয়েছে। একটা সময় শুধুই বড় পর্দার ছবির উপরই নির্ভর করত ইন্ডাস্ট্রির ব্যবসা। তবে এখন বাংলা সিরিয়াল আর ওয়েব সিরিজের রমরমা। সিরিয়াল পাড়ার অভিনেতা,অভিনেত্রীদের জনপ্রিয়তাও তুঙ্গে। ছোট পর্দার অনেক তারকাদের মতেই ছোট পর্দার কাজ তাঁদের অনেকটাই অর্থনৈতিক নিরাপত্তা দিতে সাহায্য় করে। তাই তো ইদানীং সমাজমাধ্যমের পাতায় চোখ পড়লেই দেখা যায় সিরিয়াল পাড়ার নতুন অভিনেতারাও একটি কাজ করেই অনেকটা সাফল্য অর্জন করে ফেলেছেন। নিজের পছন্দের বাড়ি, গাড়ি সবটাই যেন তাঁদের হাতের নাগালে। কিন্তু এই যুগেও কোনও বিলাসিতা পছন্দ নয় অভিনেত্রী ঋ সেনের।
ইন্ডাস্ট্রিতে নয় নয় করে বেশ অনেকগুলো বছর কাটিয়ে ফেলেছেন তিনি। ঝুলিতে রয়েছে একগুচ্ছ সিনেমা এবং সেই সঙ্গে সিরিয়ালও। আবার তাঁকে নিয়ে বিতর্কও কম নেই। তবে এত বছরের কেরিয়ারের পরেও অনাড়ম্বর জীবন যাপন করেন অভিনেত্রী। শহর কলকাতায় একটা ছোট্ট ফ্ল্যাটে একাই থাকেন। প্রতিদিন শুটিংয়ে যাওয়ার জন্য আমজনতার মতো অ্যাপ ক্যাব বা ট্যাক্সিই তাঁর ভরসা। সম্প্রতি আরজি কর কাণ্ড নিয়ে সমাজমাধ্যমের পাতায় নিজের মতামত প্রকাশ করেছিলেন অভিনেত্রী। সেই বিষয়ে কথা বলতে গিয়েই TV9 বাংলাকে নিজের অনাড়ম্বর জীবন যাপনের কথা শোনান অভিনেত্রী।
সম্প্রতি দেখা গিয়েছে টলিপাড়ার এক অভিনেত্রী কলকাতায় কয়েক দিন কাজ করেই পাড়ি দিয়েছেন মুম্বইয়ে। সেখানে এক বছর কাজ করতে না করতেই বিলাসবহুল গাড়ি কিনে ফেলেছেন। এমনকি কলকাতায়ও ঋ-এর অনেক জুনিয়রই আছেন যাঁদের কেরিয়ার হয়তো মাত্র কয়েকটা বছরের। কিন্তু এরই মধ্যে তাঁরা হয়তো বড় ফ্ল্যাট, গাড়ি কিনে ফেলেছেন। তাহলে ঋ কেন এমন জীবন যাপন বেছে নিলেন। যদিও এখন তাঁকে খুব বেশি কাজ করতে দেখা যায় তেমনটা নয়। কাজ কমে যাওয়ার জন্য এমন সিদ্ধান্ত? নাকি অর্থনৈতিক সমস্যা?
TV9 বাংলাকে ঋ বলেন,”স্বজনপোষণ সব জায়গাতে। কাজের অবস্থা খুবই খারাপ। আমায় ক’টা ওয়েব সিরিজ বা সিনেমায় কাজ করতে দেখেন আপনারা? শহর ছেড়ে চলে যেতেও বার বার ইচ্ছা হয়। তবে সেই জন্য নয় আমি ইচ্ছা করেই গাড়ি কিনিনি। জীবনে আমি ধার নিয়ে চলতে চাই না। আমাদের ইন্ডাস্ট্রিতে যে যেটাই কিনুক না কেন সবটাই তো ধার নিয়ে করেন তাঁরা। আজকের দিনে আমার কোনও ধার নেই। সবাই যে এই ধার করে বাড়ি গাড়ি কেনে তাদের তো সেই কাজ থাকুক না থাকুন ইএমআই দিয়ে যেতে হবে। সেই ভার নিতে আমি রাজি নই।” উল্লেখ্য ঋ-কে এই মুহূর্তে দেখা যাচ্ছে ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’সিরিয়ালে।
