‘ইন্ডাস্ট্রির দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরাই তো শিখিয়েছেন…’ শিক্ষক দিবসে বিস্ফোরক রূপাঞ্জনা

Rupanjana Mitra: ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস। এই বিশেষ দিনে সকাল সকাল বোমা ফাটালেন রূপাঞ্জনা মিত্র। অভিনেত্রীর পোস্টকে ঘিরে তাই শুরু আবারও আলোচনা। গত কয়েক দিনে বিভিন্ন কারণের জন্য সমাজমাধ্যমের পাতায় সরব হয়েছেন অভিনেত্রী। শিক্ষক দিবসেও এমনই এক পোস্ট করলেন তিনি। যে পোস্টে ইন্ডাস্ট্রির একাংশকে খোঁচা দিতে ছাড়েননি রূপাঞ্জনা

'ইন্ডাস্ট্রির দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরাই তো শিখিয়েছেন...' শিক্ষক দিবসে বিস্ফোরক রূপাঞ্জনা
Follow Us:
| Updated on: Sep 05, 2024 | 2:35 PM

৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস। এই বিশেষ দিনে সকাল সকাল বোমা ফাটালেন রূপাঞ্জনা মিত্র। অভিনেত্রীর পোস্টকে ঘিরে তাই শুরু আবারও আলোচনা। গত কয়েক দিনে বিভিন্ন কারণের জন্য সমাজমাধ্যমের পাতায় সরব হয়েছেন অভিনেত্রী। শিক্ষক দিবসেও এমনই এক পোস্ট করলেন তিনি। যে পোস্টে ইন্ডাস্ট্রির একাংশকে খোঁচা দিতে ছাড়েননি রূপাঞ্জনা। ইন্ডাস্ট্রির অন্দরের দুর্নীতিগ্রস্ত মানুষদের শিক্ষক দিবসের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সাত সকালে কেন এমন পোস্ট তাঁর?

TV9 বাংলাকে রূপাঞ্জনা বললেন,”এই মানুষগুলোই আমাদের শিখিয়েছেন, তাঁরা না থাকলে এই প্রতিবাদী সত্তাই ফুটে বাইরে আসত না। শিক্ষককে যে সব সময় ভাল হতে হবে তার কোনও মানে নেই। এতদিন আমরা সেসব শিক্ষককে দেখে এসেছি, যাঁদের কাছে পড়াশোনা শিখেছি। তাঁদের আদর্শ শিক্ষক হিসাবেই জেনে এসেছি। কিন্তু বর্তমানে রাজ্যের যা পরিস্থিতি, যেখানে মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছেন কিছু মলেস্টার শিক্ষক। তাঁরা ইন্ডাস্ট্রিতে ঘুরে বেড়াচ্ছেন, আরও পাঁচটা মেয়েকে মলেস্ট করবে বলে! সেই সব শিক্ষকদের এই বিশেষ দিনে শুভেচ্ছা জানাই। তবে এই প্রতিবাদ তাঁদেরকেও ভয় পাইয়েছে এটা ঠিক।”

উল্লেখ্য়, এ দিন সকালে নিজের ফেসবুকের পাতায় রূপাঞ্জনা লেখেন,”আজ সমস্ত দুর্নীতিগ্রস্ত বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির লোকজনদের আর বিশেষ করে যেসব মলেস্টার স্বাধীনভাবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঘুরে বেড়াচ্ছে তাঁদের সবাইকে ধন্যবাদ। হ্যাপি টিচার্স ডে (শুভ শিক্ষক দিবস) জানালাম।” এর আগেও ইন্ডাস্ট্রির অন্দরে তাঁর সঙ্গে ঘটা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন রূপাঞ্জনা। কখনও মুখ বন্ধ করে থাকেননি। আরজি কর কাণ্ডের পর আরও বেশি করে ইন্ডাস্ট্রির অন্দরের নানা নেতিবাচক বিষয় নিয়ে সরব হয়েছেন তিনি। তবে শুধু রূপাঞ্জনা বললে ভুল হবে। অভিনেত্রীর সুরে সুর মিলিয়েছেন টলিপাড়ার আরও অনেকেই।