Satyam Bhattacharjee: ব্যোমকেশ দেব, সত্যবতী রুক্মিনী, আর সত্যম…? এবার কোন চরিত্রে বল্লভপুরের যুবরাজ

Byomkesh: 'বল্লভপুরের রূপকথা' ছবি করে সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছেন সত্যম। থিয়েটারের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক। থিয়েটারের কাজও করছেন, পাশাপাশি চলছে ছবির কাজও।

Satyam Bhattacharjee: ব্যোমকেশ দেব, সত্যবতী রুক্মিনী, আর সত্যম...? এবার কোন চরিত্রে বল্লভপুরের যুবরাজ
Follow Us:
| Edited By: | Updated on: May 04, 2023 | 12:34 PM

চর্চায় টলিপাড়ার নতুন ব্যোমকেশ। এবার লক্ষ্যে বাংলার অন্যতম জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সি। সেই চরিত্রেই অভিনয় করছেন দেব। খবর মিলেছিল আগেই। পয়লা বৈশাখে শেয়ার হয় ছবির প্রথম লুক। ব্যোমকেশ লুককে দেবকে কেমন লাগবে জানার আগ্রহ ছিল সকলেরই তুঙ্গে। সেই কৌকুহল মিটিয়ে ভক্তদের উপহার দিয়েছিলেন দেব। নববর্ষে ব্যোমকেশ লুক সামনে এনেছিলেন। শেয়ার করেছিলেন ছবির পোস্টার। লিখলেন, কঠিন …….কিন্তু অসম্ভব নয়, “ব্যোমকেশ ও দুর্গ রহস্য”। দেখা হচ্ছে সিনেমা হলে। দেখা মাত্রই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের উত্তেজনার পারদ তুঙ্গে। অধিকাংশই একবাক্যে প্রশংসা করলেন দেবের।

এই ছবিতেই আবারও ফিরছে দেব ও রুক্মিনী মৈত্রর জুটি। পর্দায় তিনি সত্যবতী। পরিচালনায় বিরসা দাশগুপ্ত। ছবিতে থাকা অন্যান্য চরিত্রে নাম ইতিমধ্যেই সামনে এসেছে। এবার সেই তালিকায় যুক্ত হলেন বল্লভপুরের যুবরাজ সত্যম ভট্টাচার্য। সিনেপাড়ার সঙ্গে তাঁর যোগাযোগ দীর্ঘদিনের। একের পর এক ভাল ছবির প্রস্তাব এখন তাঁর ঝুলিতে। সেই তালিকায় যুক্ত হল এবার মণিলাল। দুর্গ রহস্য-র এক অন্যকম চরিত্র।

হয়ে গেল ছবির শুভমহরৎ। চলতি সপ্তাহেই শুরু হচ্ছে শুটিং। জুলাই পর্যন্ত শুটিং চলার সম্ভাবনা। সব ঠিক থাকলে চলতি বছরই মুক্তি পেতে পারে এই ছবি। ছবি প্রসঙ্গে TV9 বাংলাকে সত্যম বললেন, ”দীর্ঘদিন ধরে বিরসাদার সঙ্গে সম্পর্ক। তাঁকে দুটি ছবিতে সহযোগ করেছি। তারপর অনেকটা বিরতি, কাজ করা হয়নি আমাদের একসঙ্গে। আবারও পেলাম ডাক। বেশ ভাল লাগছি। লুক টেস্ট ইতিমধ্যেই হয়ে গিয়েছে। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।”

বল্লভপুরের রূপকথা ছবি করে সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছেন সত্যম। থিয়েটারের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক। থিয়েটারের কাজও করছেন, পাশাপাশি চলছে ছবির কাজও। টলিউড থেকে বেশকিছু প্রস্তাবও এখন তাঁর ঝুলিতে। এখন দেখার, নয়া লুকে সত্যম পর্দায় কতটা চমক আনে। এখানেই শেষ নয়, ছবি ঘিরে সবথেকে বড় চমকই হল দেবের ব্যোমকেশ লুক। ব্যোমকেশ-সত্যবতী লুকে টলিপাড়ার এই হিটজুটিকে কেমন দেখায় সেই সমীকরণের অপেক্ষাতেই রয়েছেন ভক্তরা।