ED Raids: লুটের টাকা শুধু নেতাদের ঘরেই যায়নি, আরও অনেক ঘরেই গিয়েছে: বাদশা মৈত্র
ED Raids: উল্লেখ্য, এ মামলায় পরবর্তী হিয়ারিং আছে আগামী ২৫ তারিখ। ওই দিনই ফের আদালতে হাজির হওয়ার কথা রয়েছে পার্থর।
২৭ ঘণ্টার ম্যারাথন জেরার পর শনিবার সকালে গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ইডি’র হানায় পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাসভবন থেকেও উদ্ধার হয়েছে প্রায় ২২ কোটি টাকা। অর্পিতা প্রাক্তন অভিনেত্রী। তাঁর এই বিলাসবহুল জীবন, কাঁড়ি কাঁড়ি সম্পত্তির বহর দেখে ক্ষোভ উগরে দিয়েছেন শ্রীলেখা মিত্র, সুদীপ্তা চক্রবর্তীরাও। এবার পার্থ-অর্পিতা কাণ্ডে মুখ খুললেন সিপিআইএম ঘনিষ্ঠ অভিনেতা বাদশা মৈত্র। সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ পোস্ট করেছেন বাদশা। একই সঙ্গে পার্থ ও অর্পিতার ব্যক্তিগত সম্পর্কের সমীকরণ নিয়ে অহেতুক কাটাছেঁড়ার তিনি যেমন নিন্দা করেছেন ঠিক তেমনই তাঁর সাফ কথা, “রাজ্যে lesser evil এর তত্ত্ব দিয়ে যারা প্রত্যেকদিন এই দলটার সমস্ত অপকর্ম কে আড়াল করতে চেয়েছেন, তাদের সরাসরি প্রশ্ন করুন , এই জাতীয় মূল্যবোধ নিয়ে বিজেপির মত সংগঠিত একটা দলের বিরুদ্ধে সত্তিকারের লড়াই করা সম্ভব কিনা”।
কী লিখেছেন বাদশা? তিনি লিখেছেন, “শুধু রাজনৈতিক নেতাদের দিকে তাকাবেন না, এদের যারা প্রশ্রয় দিচ্ছেন, এদের সমস্ত অনাচার যারা কু যুক্তি দিয়ে ক্রমাগত আড়াল করে চলেছেন, তাদের দিকে বেশি করে নজর রাখুন। ভালো করে খোঁজ করলে জানতে পারবেন, লুটের টাকা শুধু নেতাদের ঘরেই যায়নি, আরো অনেক ঘরেই গিয়েছে, নানাভাবে নানা রূপে সেই টাকার ভাগ অনেকেই পেয়েছেন, বা এখনো পেয়ে চলেছেন। এই সমস্ত নেতাদের থেকে তারা কোন অংশেই কম দোষী নয়।” এখানেই থামেননি তিনি। কারও নাম সরাসরি না নিলেও বাদশা আরও লিখছেন, “সব জেনেও তারা চুপ করে থাকেন, তাহলে বুঝতে হবে এই লুটের টাকায় তাদেরও ভাগ আছে। নাহলে কেনই বা তারা এতদিন চুপ করেছিলেন। যেকোন একটা তো সত্যি হতেই হবে, দুটো একসঙ্গে কিছুতেই সত্যি হতে পারে না। সবশেষে বলবো, নির্লজ্জের মত চুরি করা, ঘুষ খাওয়া কে যারা একটা স্বাভাবিক ঘটনায় পরিণত করেছেন, তাদের হাত ধরে, বিজেপির মত এত শক্তিশালী একটা দলের বিরুদ্ধে, সত্যিকারের লড়াই করা সম্ভব হলে আমি বিশ্বাস করি না। তার সবথেকে বড় প্রমাণ হলো এই মুহূর্তে এই রাজ্যে বিজেপির বিধায়ক সংখ্যা ৭০, যা আমরা আগে স্বপ্নেও ভাবতে পারিনি। তাই আগামী দিনে যারাই এই তত্ত্ব দেবেন, নিশ্চিত করে বুঝে নিন তার পেছনে তাদের নিশ্চয়ই কোন উদ্দেশ্য আছে এবং কোনভাবেই সেটা সৎ উদ্দেশ্য হতে পারে না।”।
বাদশা তোপ দেগেছেন বিভিন্ন সময়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনৈতিক মঞ্চে হাজির তারকাদেরও। তাঁর বক্তব্য, “যারা, মুখ্যমন্ত্রীর পেছনে মঞ্চ আলো করে বসে থাকেন, তাদের জিজ্ঞেস করলে তারা বলতে পারবেন তো কেন গিয়েছিলেন? রাজনৈতিক মঞ্চ মাচার অনুষ্ঠান নয় যে ডাকলেই উঠে পড়তে হবে”। তাঁর আর্জি কোনও মানুষ বা তাঁর চরিত্র নিয়ে কুৎসা না রটিয়ে এই ঘটনায় যা যা উঠে আসছে তা নিয়ে ভাবার দরকার আরও বেশি।
উল্লেখ্য, এ মামলায় পরবর্তী হিয়ারিং আছে আগামী ২৫ তারিখ। ওই দিনই ফের আদালতে হাজির হওয়ার কথা রয়েছে পার্থর। তবে এই দিন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আপাতত মন্ত্রী ভর্তি এসএসকেএমে। তৈরি হয়ে ৬ সদস্যের মেডিকেল টিম। বিশেষজ্ঞ দলে রয়েছেন কার্ডিওলজি, বক্ষ, অর্থোপেডিক, মেডিসিন, নেফ্রোলজি, এন্ডোক্রিনোলজির চিকিৎসকরা।