‘পরিবারে ঝামেলা হয়েই থাকে…’, মিলেমিশে থাকার বার্তা দেব-রাজের
বিগত বেশ কিছু দিন ধরে টলিপাড়ায় বাড়ি থেকে শুট করা নিয়ে ফেডারেশন এবং প্রযোজকদের যে প্রকাশ্য তর্জা চলে আসছিল এ দিনের এই কর্মসূচীতে দেব-রাজের উপস্থিতি তা খানিক হলেও বরফ গলার ইঙ্গিত বলেই মনে করছেন ইন্ডাস্ট্রির অনেকেই।
বরফ কি গলছে…?
সিনে ফেডারেশনের উদ্যোগে শুরু হয়েছে টলিপাড়ায় ভ্যাকসিন কর্মসূচী। রবিবার ছিল সেই কর্মসূচীর প্রথম দিন। এ দিনের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস, অভিনেতা-প্রযোজক দেব এবং প্রযোজক-পরিচালক রাজ চক্রবর্তী সহ অনেকেই।
বিগত বেশ কিছু দিন ধরে টলিপাড়ায় বাড়ি থেকে শুট করা নিয়ে ফেডারেশন এবং প্রযোজকদের যে প্রকাশ্য তর্জা চলে আসছিল এ দিনের এই কর্মসূচীতে দেব-রাজের উপস্থিতি তা খানিক হলেও বরফ গলার ইঙ্গিত বলেই মনে করছেন ইন্ডাস্ট্রির অনেকেই।
মঙ্গলবার ওই টিকাকরণ অনুষ্ঠানে সভাপতি স্বরূপ বিশ্বাস বলেন, “আজ থেকে আমাদের কর্মসূচী শুরু হল। শনিবারের মধ্যেই সবাইকে ভ্যাকসিন দেওয়ার ইচ্ছে রয়েছে। ১৫ দিন পর একটা রিভিউ করব। যে সব শিল্পী এবং টেকনিশিয়ান বাকি থাকবেন সেটা দেখেই পরবর্তী পদক্ষেপ কী হবে তা স্থির করা হবে।”
আরও পড়ুন-‘মনে হচ্ছে ঘাড়ের কাছে কে যেন পিন ফুটিয়ে দিয়েছে, এত ব্যথা…’
অন্যদিকে প্রযোজক-টেকনিশিয়ান তর্জা প্রসঙ্গে রাজ বলেন, “পরিবারে এমন ঝামেলা তো হয়েই থাকে। বড় করে দেখা দরকার নেই। সব ঠিক হয়ে যাবে।” একই সঙ্গে তিনি এই টিকাকরণের উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদও জানান ফেডারেশনকে। পাশাপাশি দেবের গলাতেও শোনা গেল একই সুর। তাঁর কথায়, “ইন্ডাস্ট্রির সবাই একমত হয়ে কাজ করুক। ভ্যাকসিন হয়ে যাচ্ছে। আশা করা যায় এবার আবার সহজ ভাবে শুটিং করা সম্ভব হবে…।”
ফেডারেশনের তরফে জানান হয়েছে, এই ভ্যাকসিন কর্মসূচীর ৫০ থেকে ৫৫ শতাংশ ব্যয়ভার বহন করেছেন তাঁরা। বাকি ভ্যাকসিন দেওয়া হয়েছে সরকারের তরফে। কিন্ত এই যে গত দুই সপ্তাহ ধরে সংবাদমাধ্যমে দুই পক্ষেরই ক্ষোভ উগরে দেওয়ার নানা ঘটনায় টালমাটাল টলিউড, সেই অবস্থার কতটা পরিবর্তন হল? মন্ত্রী অরূপ বিশ্বাসের কথায়, “এটা যৌথ পরিবার। সবাইকে সবার প্রয়জন। কত পরিবারেই তো অশান্তি হয়ে থাকে। একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে।” তিনি যোগ করেন, “দশে মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ…।”