Prosenjit-Srabanti: আমার যখন ৯ বছর বয়স, বুম্বাদা তখনই বলেছিলেন, একদিন আমি তাঁর নায়িকা হব: শ্রাবন্তী
Srabanti Chatterjee: 'ইন্ডাস্ট্রি' প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একটি ফ্যান ক্লাবের তৈরি একটি মিম ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। সেই মিমে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়। দুটি আলাদা যুগের ছবি। একটি ১৯৯৭ সালের। একটি ২০২৩-এর। আগেরটি স্বপন সাহা পরিচালিত 'মায়ার বাঁধন' ছবির একটি দৃশ্য। পরেরটি কৌশিক চট্টোপাধ্যায়ের সদ্য মুক্তিপ্রাপ্ত 'কাবেরী অন্তর্ধান' ছবির একটি দৃশ্যের। দুটি দৃশ্যের চরিত্ররা একই আছেন,তবে মাঝে ২৬ বছরের ব্যবধান। এই মিমটি সম্পর্কে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে সরাসরি যোগযোগ করেছিল TV9 বাংলা। কী ছিল তাঁর প্রতিক্রিয়া?
স্নেহা সেনগুপ্ত
প্রশ্ন: দেখেছেন মিমটা?
শ্রাবন্তী: (হো হো হাসি) হ্যাঁ দেখলাম। ভীষণই মজার বিষয় কিন্তু এটা।
প্রশ্ন: ১৯৯৭ সালে ‘মায়ার বাঁধন’ করার সময় আপনার বয়স কত ছিল?
শ্রাবন্তী: এই ধরুন ৯+ বয়স ছিল।
প্রশ্ন: ‘বুম্বাদা’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে সেটাই কি ছিল আপনার প্রথম কাজ?
শ্রাবন্তী: হ্যাঁ। সেটাই ছিল আমার প্রথম কাজ। কেরিয়ারের প্রথম ছবি বলতে চাই। ক্যামেরার সামনে প্রথম এসে দাঁড়িয়েছিলাম সেই বারই।
প্রশ্ন: বাচ্চা মেয়ে শ্রাবন্তী আর সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তারপর কাট টু ২০২৩ সাল। ‘কাবেরী অন্তর্ধান’ মুক্তি পেল কৌশিক গঙ্গোপাধ্য়ায়ের। সেই ছবিতে আপনি প্রসেনজিতের নায়িকা… গায়ে কাঁটা দেওয়ার মতো ফিলিংস – এই যাত্রা কী রকম?
শ্রাবন্তী: বুম্বাদার সঙ্গে আজীবন সম্পর্ক আমার ভীষণই ভাল ছিল। অনেক জায়গায় দেখা হয়েছে বারংবার। ‘মায়ার বাঁধন’-এর পর অনেকবার আমাদের কথা হয়েছিল একসঙ্গে কাজ করব। কিন্তু ডেটের সমস্যা, আরও অনেক সমস্যার কারণে হয়ে ওঠেনি। তারপর ‘কাবেরী অন্তর্ধান’ ঘটে গেল। আমার বরাবরই ইচ্ছা ছিল এভারগ্রিন বুম্বাদার সঙ্গে কাজ করি। কেজির (পড়ুন কৌশিক গঙ্গোপাধ্যায়। তাঁকে ইন্ডাস্ট্রি এই নামেই ডাকে) ছবিটার গল্পটা অন্য়রকম মনে হল। বুম্বাদার সঙ্গেও কাজ করতে পেরেছি তাতে। কিন্তু সেই ‘মায়ার বাঁধন’-এর মতোই বুম্বাদা আমাকে ট্রিট করেছেন। সেটে আমাকে প্রচুর প্যাম্পার করেছেন তিনি। একটা সময় ছিল আমি যখন বুম্বাদার পিঠে উঠে ঘুরতাম। বুম্বাদা বলতেন, এখনও তোকে পিঠে নিয়ে ঘুরি? ছোটবেলার সেই অ্যাটাচমেন্ট একই রকম আছে আমাদের। আমি খুব নার্ভাস ছিলাম এতদিন পর কাজ করছিলাম বলে। কিন্তু বুম্বাদা আমাকে আপন করে নিয়েছিলেন আগের মতো করেই।
প্রশ্ন: যেটা তৈরি করেছে বুম্বাদার এই ফ্যানক্লাব, সেটা তো এক ধরনের মিমই.. এগুলো দেখে কী ধরনের প্রতিক্রিয়া হয় আপনার?
শ্রাবন্তী: মিম করা তো এখন এটা ট্রেন্ডে পরিণত হয়েছে। কিন্তু এই ধরনের মিম দেখলে আমার খুব ভাল লাগে। আমাদের জার্নিটা দেখাচ্ছে এই মিমটায়, যে কতগুলো বছর ধরে আমরা একসঙ্গে কাজ করছি। দেখাচ্ছে আমাদের কতদিনের সম্পর্ক। বুম্বাদা তো ‘মায়ার বাঁধন’-এ শুটিংয়ের সময় বলেছিলেন, “তুই হয়তো কোনওদিন আমার হিরোইন হবি।”
প্রশ্ন: তাই নাকি, বেশ মজার বিষয় তো…
শ্রাবন্তী: (হো হো হাসি) এবং তাই হয়েছে কিন্তু দেখুন। এই কথাটা কিন্তু আমার এখনও পর্যন্ত মনে আছে ভাল করে। আমাকে লেডি ডায়না বলে ডাকতেন তিনি। আমার চুলের কাটটা সে রকমই ছিল তো। সেই কারণে।
প্রশ্ন: ছবিতে তো তাই লাগছে দেখে… লেডি ডায়নাই
শ্রাবন্তী: (উচ্ছ্বসিত) চুলের কাট, সবকিছু সে রকমই ছিল। আমাকে বলেই ছিলেন আমি নাকি বড় হয়ে হিরোইন হবই।
প্রশ্ন: সেই ছবিতে তো সোহম চক্রবর্তীও ছিলেন, মানে মাস্টার বিট্টু…
শ্রাবন্তী: হ্যাঁ। আমার দাদার চরিত্রে সোহম ছিলেন। বুম্বাদা এটাও বলেছিলেন, সোহম আর আমি নাকি বড় হয়ে হিরো-হিরোইন হব। তাই হয়েছি দেখুন…