Kaushik-Churni: “আমার বান্ধবী, আমার প্রেম, আমার জীবন,” স্ত্রী চূর্ণীর জন্মদিনে ভালবাসা উজাড় করলেন কৌশিক
একথা সত্যি, এই আত্মপ্রচারের পৃথিবীতে বড়ই প্রচারবিমুখ চূর্ণী। নিজেকে একটু আড়ালেই রাখেন বরাবর।
একে শিশুদিবস। তায় স্ত্রীর জন্মদিন। সবটা মিলিয়ে একটা দারুণ দিন কৌশিক গঙ্গোপাধ্যায়ের জীবনে। ১৪ নভেম্বর ছিল কৌশিকের স্ত্রী, তথা অভিনেত্রী ও পরিচালক চূর্ণী গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। প্রিয়তমার জন্মদিনে তাঁকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় চূর্ণীকে নিয়ে আবেগপ্রবণ পোস্ট করেছেন কৌশিক। প্রত্যেক শব্দের পরতে পরতে ফুটে উঠেছে আবেগ। ধরা পড়েছে কৃতজ্ঞতাও। যেহেতু শিশুদিবসে জন্মেছেন চূর্ণী, তাই দুটি দিবস একসঙ্গে পালন করার জন্য শেয়ার করেছেন চূর্ণীর ছোটবেলার একটি সাদা-কালো মিষ্টি ছবি। সে সময় উত্তরবঙ্গের কার্শিয়ংয়ের ডাউহিলে পরিবারের সঙ্গে থাকতেন চূর্ণী। বাবা ছিলেন ছেলেদের স্কুল ভিক্টোরিয়া বয়েজ়ের শিক্ষক। চূর্ণীও পড়তেন পরশি স্কুল ডাউহিলে। পাহাড়ি পরিবেশে বেড়ে ওঠা সুন্দর মনের মানুষটির জন্য দারুণ কিছু কথা উজাড় করে দিয়েছেন কৌশিক।
‘আমার প্রেম’ বলে শুরু করেছেন কৌশিক। তিনি লিখেছেন, “আমার বান্ধবী, আমার প্রেম, আমার জীবন, আমার সংসার, আমার আদর, আমার সৃষ্টি, আমার সবটুকু তুমি। কে বুঝবে এমন ছোট্টো মেয়ের এতো ক্ষমতা ছিল! ডাউহিলের নির্জনতার মেজাজে অজান্তেই এই নারী পরিপূর্ণতা পেল তার জীবনে ও কাজে । আত্মপ্রচারের এই রমরমা দুনিয়ায় জংলা ফুলের মতো চুপ থাকার জন্য আদর ও শ্রদ্ধা। আরও অনেক বলতে ইচ্ছে করছে, তা নয় আজ সামনে বসেই বলব। অনেক অনেক আদর। শুভ জন্মদিন…” এর আগেও বিবাহবার্ষিকীতে চূর্ণীকে নিয়ে আবেগঘন পোস্ট করেছেন কৌশিক।
View this post on Instagram
একথা সত্যি, এই আত্মপ্রচারের পৃথিবীতে বড়ই প্রচারবিমুখ চূর্ণী। নিজেকে একটু আড়ালেই রাখেন বরাবর। সঙ্গে থাকা মানুষদের সামনের দিকে এগিয়ে দেন। কেবলমাত্র সংসার করবেন বলে, স্বামী-স্ত্রী একই শহরে থাকবেন বলে, ছোট্ট ছেলে উজানের প্রতিপালন করবেন বলে নিজের দিকে তাকাননি চূর্ণী। কেরিয়ারের সেরা সময়ে মুম্বই থেকে পাকাপাকিভাবে চলে এসেছিলেন কলকাতায়। স্বামীকে বড় হতে সাহায্য করেছেন। নিজেও কাজ করেছেন। ছবি তৈরি করেছেন। কিন্তু সবটাই সংসারে থেকে। জীবনে কোনটাকে প্রাধান্য দেবেন বেশি, তা নিয়ে চিরকালই পরিষ্কার ধারণা পোষণ করতেন চূর্ণী। TV9 বাংলাকে এক সাক্ষাৎকারে বলেছিলেন, “আমি একটা শহরে, কৌশিক একটা শহরে, এভাবে ঠিক হয় না। সংসার করতে গেলে একটা শহরে থাকা বাঞ্ছনীয়।”
সম্প্রতি করণ জোহরের পরিচালনায় ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে অভিনয় করছেন চূর্ণী। ছবিতে কাজ করে তিনি আপ্লুত, সেই অভিজ্ঞতাও TV9 বাংলাকে জানিয়েছেন চূর্ণী।