Koel Mallick: যেখানেই যান, এই বিশেষ জিনিসটি কোয়েলের সঙ্গেই থাকে!

Koel Mallick: শাড়ি, সালোয়ার কামিজের মতো ভারতীয় পোশাক বা গাউন, টপের মতো ওয়ের্স্টান ওয়্যার, যাই পরুন না কেন সুন্দর করে ক্যারি করতে পারেন কোয়েল। প্রয়োজন ছাড়া মেকআপও তাঁর পছন্দ নয়।

Koel Mallick: যেখানেই যান, এই বিশেষ জিনিসটি কোয়েলের সঙ্গেই থাকে!
কোয়েল মল্লিক। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 17, 2021 | 11:10 PM

সিনে পরিবারের মেয়ে তিনি। বাবা অভিনেতা রঞ্জিত মল্লিক। কিন্তু ইন্ডাস্ট্রিতে কাজ করতে এসে বাবার পরিচয়ে নয়, বরং নিজের পরিচয়েই জনপ্রিয় হয়েছেন কোয়েল মল্লিক। অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছেন। তাঁর ফ্যাশন সেন্স নিয়েও চর্চা হয় বিভিন্ন মহলে। নিজেকে সুন্দর রাখার অন্যতম উপায় কী, তা তিনি নিজেই শেয়ার করেছেন।

রবিবার ইনস্টাগ্রামে নিজের তিনটি ছবি শেয়ার করেছেন কোয়েল। হাসি মুখে নায়িকা পোজ দিয়েছেন ক্যামেরায়। ক্যাপশনে লিখেছেন, ‘আপনি যেখানেই যান, হাসি মুখে থাকতে ভুলবেন না!’ অর্থাৎ কোয়েল নিজে যেখানেই যান না কেন, মুখে হাসি থাকেই। আর সেটাই যেন তাঁর সুন্দর থাকার রহস্য।

শাড়ি, সালোয়ার কামিজের মতো ভারতীয় পোশাক বা গাউন, টপের মতো ওয়ের্স্টান ওয়্যার, যাই পরুন না কেন সুন্দর করে ক্যারি করতে পারেন কোয়েল। প্রয়োজন ছাড়া মেকআপও তাঁর পছন্দ নয়। বাড়িতে থাকলে ঘরোয়া সাজ-পোশাকই তাঁর পছন্দ। একেবারে নো মেকআপ লুকেই নিজের ছবি শেয়ার করেছেন তিনি।

View this post on Instagram

A post shared by Koel Mallick (@yourkoel)

নিজের ব্যক্তি জীবনের বিভিন্ন ঘটনা ‘কোয়েল কথা’ হ্যাশট্যাগ দিয়ে বিগত কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন কোয়েল। মল্লিক বাড়ির দুর্গাপুজো অত্যন্ত বিখ্যাত। শহর কলকাতা তো বটেই, বিদেশ থেকেও অতিথিরা এই পুজো দেখতে আসেন। সে পুজোর স্মৃতিচারণে দিন কয়েক আগে কোয়েল বলেন, ‘পুজো বলতেই মনে পড়ে ভোগ বিতরণ। ছোড়দি আমাকে ফ্রকের উপর শাড়ি পরিয়ে দিত। ছোড়দিকে আমি লিপস্টিক পরিয়ে দিতাম। মা আমাকে লিপস্টিক পরতে দিত না। গিন্নি বান্নি হয়ে সেজে পুজো দেখতাম আমরা। বয়স্করা নামতে পারতেন না। আমারা ঘরে ঘরে গিয়ে প্রসাদ দিয়ে আসতাম। অনেক ঘর, অনেক সিঁড়ি আমাদের বাড়িতে।”

আসলে সোশ্যাল মিডিয়া এখন অনুরাগীদের সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম। তাই সে সুযোগ হাতছাড়া করতে চাননি তিনি। কবীর এখন কোয়েলের জীবনে প্রায়োরিটি। ছেলেকে সামলে অনেক বেছে বেছে ছবি করছেন নায়িকা। আসলে মাতৃত্বের পর মেয়েদের জীবন অনেকটাই বদলে যায়, এ কথা ঠিক। কিন্তু নিজের আইডেনটিটি খুঁজে পাওয়ার জন্য চেনা রুটিনেই নতুন মায়েদের ফিরতে হবে। নিজের কাজের মাধ্যমে যেন সে বার্তাই দিচ্ছেন কোয়েল। তার মধ্যেও খুঁজে নিতে চান বেড়ানোর ঠিকানা। বেশ কয়েক মাস আগে মুক্তি পেয়েছিল কোয়েল অভিনীত ‘ফ্লাইওভার’। সেটিই নায়িকার মুক্তিপ্রাপ্ত শেষ ছবি।

বেশ কিছু ছবি হাতে রয়েছে তাঁর। তার মধ্যে কয়েকটির কাজ শেষ। কয়েকটির শুটিং শুরু হবে। করোনার চোখ রাঙানির মধ্যেই বেশ কিছু ছবির শুটিং শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত কোয়েল কাজ শুরু করেননি বলেই খবর। আপাতত বাড়িতে ছেলে কবীরকে নিয়ে সময় কাটছে অভিনেত্রীর।

আরও পড়ুন, আমার আর কালিকাপ্রসাদের মধ্যে শিক্ষার আদান-প্রদান চলতেই থাকত…: ঋতচেতা গোস্বামী

আরও পড়ুন, ‘‘আমার কাছে গান শিখতে এসে বাচ্চাগুলোর যদি মনুষ্যত্ব জন্মায়, তা হলে আমি অনেক বেশি খুশি হই: লোপামুদ্রা মিত্র

আরও পড়ুন, আমাকে ইন্ডাস্ট্রিতেও স্নব ভাবে সবাই, স্টুডেন্টরাও হয়তো প্রথমে তাই-ই ভাবত: সোমলতা আচার্য চৌধুরি