Madan Mitra: ‘মনে হচ্ছে শোলে রিলিজ করেছে’, ছবি হাউজফুল হতেই খোশমেজাজে মদন

Madan Mitra: মুক্তি পেয়েছে কামারহাটির বিধায়ক মদন মিত্রের প্রথম ছবি 'ওহ লাভলি'। মুক্তির পর থেকেউ এই ছবিকে নিয়ে হইচই। মদন নিজেও উত্তেজিত।

Madan Mitra: 'মনে হচ্ছে শোলে রিলিজ করেছে', ছবি হাউজফুল হতেই খোশমেজাজে মদন
Follow Us:
| Edited By: | Updated on: Aug 26, 2023 | 1:02 PM

মুক্তি পেয়েছে কামারহাটির বিধায়ক মদন মিত্রের প্রথম ছবি ‘ওহ লাভলি’। মুক্তির পর থেকেউ এই ছবিকে নিয়ে হইচই। মদন নিজেও উত্তেজিত। এতদিন ঘুরে ঘুরে ছবির প্রচারে অংশ নিয়েছেন। শিয়ালদহ স্টেশনে জনসমক্ষে গেয়ে উঠেছেন ‘ওহ লাভলি’। এবার ফলাফল হাতে আসার অপেক্ষায়। নিজেকে নিতে বেজায় আত্মবিশ্বাসী বিধায়ক। সিল্কের সাদা পাঞ্জাবি পরে খোশমেজাজে মদন জানিয়েছেন তাঁর কোনও টেনশন নেই। সবার শুভেচ্ছায় আপ্লুত মদন। শুধু কি তাই? হাজির ছিলেন বিধানসভায়। সেখন থেকে চলে যান সোজা ডানলপে। যা স্থানীয়দের ভাষায় ‘মদনের এলাকা’ বলে পরিচিত। সেখানকার সোনালী সিনেমা হলে তাঁকে দেখতে তখন জনতার ভিড়। খুশি বিধায়কও।

বললেন, “লোকের উন্মাদনা দেখে মনে হচ্ছে শোলে রিলিজ করেছে। প্রায় সব হলে হাউজফুল।” ছবিটিতে মদনের চরিত্রের নাম সুবিমল রায়। নায়িকার বাবার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। তাঁর মেয়ের চরিত্রে রয়েছেন রাজনন্দিনী পাল।

প্রসঙ্গত, শুক্রবার ছবিটি মুক্তি পাওয়ার পর মদন অনুগামীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। কামারহাটিতে একদল সমর্থক ১০০ লিটার দুধ ঢালেন তাঁর কাটআউটে। এ নিয়ে বিরোধীদের দিক দিয়েও উড়ে এসেছিল কটাক্ষ। তাতে অবশ্য কর্ণপাত করেননি তাঁর। এক মদন ভক্ত বলেন, “দক্ষিণ ভারতে যেমন রজনীকান্তের কোনও সিনেমা বের হলে দুধ দিয়ে রজনীকান্তের ছবিকে স্নান করানো হয়, সেরকমই আমরা এখানে দাদার ছবিকে একশো কেজি দুধ দিয়ে স্নান করালাম। দাদার এটা প্রথম ছবি। আমরা দাদাকে খুব ভালবাসি। এ ছবি সুপারহিট হবে।” গতকাল অর্থাৎ শুক্রবার এই ছবির প্রিমিয়ারেও হাজির ছিল টলি ও টেলিপাড়ার বেশ কিছু চেনা মুখ। বান্ধবী শ্রীময়ী চট্টরাজকে নিয়ে যেমন হাজির ছিলেন কাঞ্চন মল্লিক। জমকালো পাঞ্জাবিতে যদিও লাইমলাইট কেড়ে নিয়েছিলেন বিধায়কই।