সন্তানসম্ভবা নুসরত ‘গ্লো’ করছেন, কোন বন্ধু বুঝতে পারলেন?
Nusrat Jahan Pregnancy: মা হওয়ার দিন যত এগিয়ে আসছে, তত যেন সুন্দর হয়ে উঠছেন নুসরত জাহান। এমনটাই মনে করেন নুসরতের অনুরাগীরাও।
মিমি চক্রবর্তী এবং নুসরত জাহান। দুই নায়িকা। দুই সাংসদ। দুই বন্ধু। প্রথম দুটি পরিচয় তাঁদের এখনও রয়েছে। কিন্তু তাঁরা এখনও বন্ধু কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল দর্শকের একটা অংশের মধ্যে। সেই জল্পনাকে একেবারেই মুছে দিয়েছেন দুজনে। কারণ হবু মা নুসরতের ছবিতে কমেন্ট করে মিমি বুঝিয়ে দিয়েছেন বন্ধুর সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ রয়েছে। শুধু তাই নয়, বন্ধুর জীবনের এই বিশেষ সময় তিনি পাশেও রয়েছেন।
সদ্য নুসরত ইনস্টাগ্রামে নিজের দুটি ছবি শেয়ার করেছেন। সেখানে মিমি কমেন্ট করেছেন, নুসরত গ্লো করছেন। সন্তানসম্ভবা অবস্থায় নুসরতের সৌন্দর্য আরও বেড়ে গিয়েছে বলে মনে করেছেন মিমি। সে কারণেই এই মন্তব্য বলে মত অনুরাগীদের।
মা হওয়ার দিন যত এগিয়ে আসছে, তত যেন সুন্দর হয়ে উঠছেন নুসরত জাহান। এমনটাই মনে করেন নুসরতের অনুরাগীরাও। সদ্য পার্কস্ট্রিটে অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন নুসরত। সে ছবি TV9 বাংলার পর্দায় এক্সক্লুসিভ দেখেছেন দর্শক। নুসরতের সন্তানের বাবা কে, তা নিয়ে সকলেরই কৌতূহল রয়েছে। কারণ সন্তানের বাবার পরিচয় নিয়ে প্রকাশ্যে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি তিনি। এ নিতান্তই তাঁর ব্যক্তিগত বিষয়। সে কারণেই হয়তো এ নিয়ে প্রকাশ্যে মন্তব্য করার প্রয়োজন অনুভব করেননি।
নুসরতের ছবিতে মিমির কমেন্ট।
নুসরতের বেবি বাম্পের ছবি প্রকাশ্যে আসার সময় তনুশ্রী এবং শ্রাবন্তী, এই দুই অভিনেত্রীকে তাঁর সঙ্গে দেখা গিয়েছিল। পরেও একসঙ্গে সময় কাটিয়েছেন এই দুই নায়িকা। সেখানে মিমিকে দেখা যায়নি। এই গোটা পর্বে নুসরতের সঙ্গে মিমির কোনও ছবি প্রকাশ্যে আসেনি। সে কারণেই তাঁদের বন্ধুত্ব আদৌ রয়েছে কি না, তা নিয়ে কৌতূহল শুরু হয়েছিল।
নুসরতের মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই নিখিল জৈন জানিয়েছিলেন সন্তানের বাবা তিনি নন। অন্য দিকে, নুসরত দিন কয়েক আগে এক বিবৃতিতে জানিয়েছিলেন নিখিলের সঙ্গে তুরস্কতে যে ‘বিয়ে’ হয়েছিল তাঁর তা ভারতে ‘বৈধ’ নয় কারণ আইনত তাঁদের বিয়ে হয়নি। তাঁরা লিভ-ইন সম্পর্কে ছিলেন। স্বভাবতই প্রশ্ন উঠেছে, জন-প্রতিনিধি হিসেবে লোকসভার বায়োপ্রোফাইলে তাহলে ‘বিবাহিত’ এবং স্বামীর নামের জায়গায় নিখিল জৈনের উল্লেখ করলেন কেন? সংসদ ভবনে ‘আমি নুসরত জাহান রুহি জৈন’ বলে সাংসদ হিসাবে নুসরত জাহানের শপথবাক্য পাঠের যে মুহূর্তের ভিডিয়ো টুইটে শেয়ার করেছেন বিজেপির অমিত মালব্য, তাতে আরও জোরদার হয়েছে এই প্রশ্ন: জন-প্রতিনিধি হিসেবে নুসরত তাঁর ম্যারিটাল স্টেটাস সম্পর্কে যে তথ্য পেশ করেছেন, তা আদৌ নীতিগত বলে বিবেচিত হতে পারে কি না।
অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে নুসরতের বিশেষ সম্পর্কের কারণেই নাকি নিখিলের সঙ্গে তাঁর দাম্পত্যে ভাঙন ধরে, এ জল্পনাও বিভিন্ন মহলে তৈরি হয়। যদিও তা নিয়ে মুখ খোলেননি নুসরত। এমনকি তাঁর সন্তানের বাবা কে, তা নিয়েও কাউকে কৈফিয়ৎ দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করেননি। বিগত বেশ কিছু দিন ধরেই তাঁকে নিয়ে বিতর্ক যত জটিল হয়েছে ইনস্টায় একের পর ইঙ্গিতবাহী পোস্ট করে চলেছেন নুসরত। এ দিনও তার ব্যতিক্রম হল না।