SRK-Mimi: শাহরুখের কাছে আবদার মিমির, যদিও ওদিক থেকে মিলল না জবাব…

Mimi Chakraborty: সেগমেন্টের নাম 'আস্ক মি এনিথিং'। সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তীও তাঁকে এক প্রশ্ন করেছিলেন। কিন্তু এ কী, উত্তর এল না শাহরুখের তরফে।

SRK-Mimi: শাহরুখের কাছে আবদার মিমির, যদিও ওদিক থেকে মিলল না জবাব...
মিমির প্রশ্নের উত্তর দিলেন না এসআরকে!
Follow Us:
| Edited By: | Updated on: Dec 18, 2022 | 9:34 AM

১৫ মিনিট সময় দিয়েছিলেন এসআরকে। এই ১৫ মিনিটে টুইটারের মাধ্যমে তাঁকে করা যেত যে কোনও প্রশ্নই। হলও তাই। একের পর এক প্রশ্ন তাঁকে ছুড়ে দিলেন ভক্তরা। আর সেই সব প্রশ্নেরইও জবাব দেওয়ার চেষ্টা করলেন শাহরুখ খান। ১৫ মিনিট দাঁড়াল গিয়ে দেড় ঘণ্টায়। সেগমেন্টের নাম ‘আস্ক মি এনিথিং’। সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তীও তাঁকে এক প্রশ্ন করেছিলেন। কিন্তু এ কী, উত্তর এল না শাহরুখের তরফে। কী টুইট করেছিলেন তিনি? এসআরকে’কে ট্যাগ করে মিমি লেখেন, “পাঠান ২-এ তুমি কি আমাকে নিচ্ছ?” এরই পাশাপাশি সম্প্রতি ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আসার জন্য ধন্যবাদও জানান তিনি। কিন্তু এত টুইটের মাঝে মিমির টুইটের উত্তর দিতে দেখা যায়নি তাঁকে। মিমি কিছু মনে না করলেও ব্যাপারটা মোটেও ভাল ভাবের নেননি মিমির অনুরাগীরা। এক অনুরাগী অভিমানের সুরে লেখেন, “বাঙালিদের উত্তর দিচ্ছেন না উনি। আমি সেই শুরু থেকে চেষ্টা করে যাচ্ছি মিমিদি, কিচ্ছু লাভ হয়নি।” মিমি কিন্তু এক্ষেত্রে সাপোর্ট করেছেন এসআরকে’কেই। ওই টুইটের পরিপ্রেক্ষিতে তিনি পাল্টা লেখেন,” এ সব বলবে না। কিছু দিন আগেই তিনি চলচ্চিত্র উৎসবে হাজির হয়েছিলেন। লক্ষ লক্ষ মানুষ তাঁকে টুইট করেছে। সবাইকে উত্তর দেওয়া তো তার পক্ষে সম্ভব নয়।”

মিমি ‘পাঠান ২’-এ অভিনেতার সঙ্গে কাজ করতে চাইলেও, সম্প্রতি এই ছবিকে নিয়েই চলছে বিস্তর আলোচনা। গেরুয়াশিবিরে একটা বড় অংশের দাবি, গানটিতে যে পোশাক পরেছেন দীপিকা পাড়ুকোন, তা অশালীন। শনিবারই শাহরুখের অপর এক ছবি রাজকুমার হিরানির ‘ডানকি’র সেটে বিক্ষোভ দেখিয়েছে করণি সেনা। এর আগে পাঠান ছবির ‘বেশরম’ গানটি নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রও। বুধবার সংবাদ সংস্থা এএনআইয়ের কাছে তিনি বলেন, “এই গানের পোশাক নিয়ে প্রশ্ন উঠছে। মনে হচ্ছে নোংরামির সীমা পার করে ফেলেছে। আমি এই গানের নির্মাতা ও পরিচালকদের বলব ভুল শুধরে নিতে। এর আগে দীপিকা পাড়ুকোন জেএনইউয়ে গিয়ে টুকরে টুকরে গ্যাংয়ের সমর্থনে গলা ফাটিয়েছিল। ওই কারণে ওর মানসিকতাও এমন হয়ে গেছে।”

এখানেই থামেননি তিনি। আরও যোগ করেন, “এই গানের নাম নিয়েও আমার প্রশ্ন রয়েছে। যেভাবে গেরুয়া ও সবুজ পোশাক পরা হয়েছে তা নিয়েও প্রশ্ন তুলছি। এমনকি ছবিটির নামও শান্তিপূর্ণ নয়। ছবিটির অনেক বদল হওয়া প্রয়োজন। নচেৎ মধ্যপ্রদেশে ওই ছবি আদপে মুক্তি পাবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেই যাচ্ছে।”

অন্যদিকে দুদিন আগে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এসে সোশ্যাল মিডিয়ায় বয়কট ট্রেন্ড, ঘৃণা ছড়ানো নিয়ে মুখ খুলেছিলেন শাহরুখ খান। তিনি বলেন, “বরাবরই সামাজিক মাধ্যমে সঙ্কীর্ণতা বপন করে এসেছে। কিন্তু যাই হয়ে যাক না কেন, আমি, আপনি আর এই পৃথিবীতে যত ইতিবাচকতাকে আঁকড়ে ধরা মানুষ রয়েছেন, তাঁরা সবাই বেঁচে থাকব।” এই ছবিই কার্যত শাহরুখের কামব্যাক ছবি। চার বছর পর আবারও বড় পর্দায় তিনি। ভক্তদের মধ্যে উৎসাহ চূড়ান্ত। তবে এরই মাঝে এই বিতর্ক। জল কোনদিকে গড়ায় সেটাই দেখার।