পারিবারিক বিয়েতে ‘লুঙ্গি ডান্স’ নিখিলের, নুসরতকে ভুলে ভাল থাকার প্রমাণ?
Nikhil Jain: সদ্য এক পারিবারিক বিয়েতে অংশ নিয়েছিলেন নিথিল। পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে তিনি যে যথেষ্ট এনজয় করছেন, তার প্রমাণ রয়েছে ইনস্টাগ্রাম পোস্ট এবং স্টোরিতে।
নিখিল জৈন। পেশায় ব্যবসায়ী। সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহানের সঙ্গে বিয়ে হওয়ার আগে তাঁকে সাধারণ দর্শক চিনতেন না। কিন্তু নুসরতের সঙ্গে সম্পর্কের পর থেকেই লাইমলাইটে তিনি। কিছুদিন আগে নুসরত তুরস্তে নিখিলের সঙ্গে ‘বিয়ে’কে অস্বীকার করেছেন। নায়িকা জানান, তাঁরা লিভ-ইন সম্পর্কে ছিলেন। এখন আর নিখিলের সঙ্গে নুসরতের কোনও যোগাযোগ নেই। তিনি মা হতে চলেছেন। কিন্তু এখনও পর্যন্ত নিখিলের সোশ্যাল ওয়ালে নজর রাখেন দর্শক।
সদ্য এক পারিবারিক বিয়েতে অংশ নিয়েছিলেন নিখিল। পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে তিনি যে যথেষ্ট এনজয় করছেন, তার প্রমাণ রয়েছে ইনস্টাগ্রাম পোস্ট এবং স্টোরিতে। সেখানেই নিখিলের নাচ এখন সোশ্যাল অডিয়েন্সের চর্চায়।
ইনস্টাগ্রাম স্টোরিতে এই ছবি শেয়ার করেছেন নিখিল।
সাদা শার্ট, কাঁধে উত্তরীয় পরে একেবারে ট্র্যাডিশনাল পোশাকে সেজেছিলেন নিখিল। বেশ কয়েকজন আত্মীয়ার সঙ্গে ‘লুঙ্গি ডান্স’ করেছেন। তামিল বা পঞ্জাবি গানের সঙ্গেও নাচতে দেখা গিয়েছে তাঁকে। নিখিলকে ঘিরে থাকা ওই মহিলাদের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে কোনও প্রশ্ন ওঠার আগেই জবাব দিয়ে দিয়েছেন তিনি। লিখে দিয়েছিলেন, ‘বোনেদের সঙ্গে ভাইয়ের নাচ’।
নিখিলের জীবনে নুসরত এখন অতীত। এ কথা প্রকাশ্যেই বলেছিলেন। কাজেও তার প্রমাণ দিচ্ছেন। আগে তাঁর ব্যবসার মুখ ছিলেন নুসরত। এখন তাঁর ব্যবসার নতুন মডেল অভিনেত্রী ত্রিধা চৌধুরি। ত্রিধার সঙ্গে নিখিলের সম্পর্কের গুঞ্জনও ইন্ডাস্ট্রিতে নতুন নয়। সে বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি কোনও পক্ষ। তবে ব্যক্তিগত জীবনে নুসরতকে ছাড়াই যে তিনি ভাল আছেন, বারংবার সোশ্যাল পোস্টে সেই ইঙ্গিত নিখিল দিচ্ছেন বলে মনে করছেন দর্শকের বড় অংশ।
আরও পড়ুন, ‘চেষ্টা করেও ওদের বিয়েটা বাঁচাতে পারলাম না’, হতাশ আমিরের ঘনিষ্ঠ বন্ধু