‘আমাদের গর্ব, ভালবাসা, গোটা পৃথিবী…’, ইউভানের এক বছরে আবেগঘন রাজ-শুভশ্রী

গত বছর শহরের এক বেসরকারি হাসপাতালে জন্ম হয় ছোট্ট ইউভানের, জন্মের পরেই হাসপাতাল থেকে মা ও সদ্যোজাত সন্তানের ছবি শেয়ার করেছিলেন রাজ। এর পর কেটে গেল একটা বছর।

'আমাদের গর্ব, ভালবাসা, গোটা পৃথিবী...', ইউভানের এক বছরে আবেগঘন রাজ-শুভশ্রী
মায়ের সঙ্গে ছোট্ট ইউভান।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 12, 2021 | 3:04 PM

দেখতে দেখতে এক বছর পূর্ণ করল ইউভান চক্রবর্তী। খুশির জোয়ার আজ পরিবারে। বাবা রাজ চক্রবর্তী ও মা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের শুভেচ্ছা তো রয়েছেই, রয়েছে মাসি দেবশ্রী ও দাদা অনীশেরও ভালবাসা মাখা পোস্ট। এখানেই শেষ নয়ম রাজ-শুভশ্রীর বিভিন্ন ফ্যানক্লাব থেকে উপচে পড়ছে ইউভানের প্রতি মন উজাড় করা ভালবাসা। তাই সেলিব্রেশন শুধু বাড়িতেই নয়, রবিবারের গোটা দিন ইউভানে মজে নেট দুনিয়া।

প্রকাশ পাচ্ছে রাজ-পুত্রের নানা অদেখা ছবি। কখনও সে গাড়ি চালাচ্ছে আবার কখনও বা বিচের ধারে নিজের ছন্দে খেলে বেড়াচ্ছে। যারা ছবি শেয়ার করছেন, পোস্ট করেছেন তাঁদের বেশিরভাগের সঙ্গেই হয়তো রক্তের সম্পর্ক নেই ইউভানের তবে এই এক বছরে বাঙালির ঘরে ঘরে জায়গা করে নিয়েছে ছোট্ট ইউভান। তাঁর মাথা ভর্তি কোঁকড়ানো চুল, সুগভীর চোখ আর মিষ্টি হাসিতে বুঁদ নেটিজেন।

মা-বাবাও পিছিয়ে নেই। ইনস্টাগ্রামে আদরের সন্তানকে কোলে নিয়ে এক মিষ্টি পোস্ট করেছেন মা শুভশ্রী। লিখেছেন, “শুভ জন্মদিন জান , আমার মাতৃত্বের এক বছর পূর্ণ হল। তোমার জন্য এক আকাশ ভালবাসা।” বাবা আবার শেয়ার করেছেন ছেলের সদ্য সেরে আসা ট্রিপের ছবি। দিন কয়েক আগেই পুরী বেড়াতে গিয়েছিল ইউভান। প্রথম বার সমুদ্র দেখল সে। বাবা-মা’র কোল আর আরবানার বাড়ি ছেড়ে টলমল পায়ে হেঁটে বেড়াল সমুদ্রতট। সেই ছবিই শেয়ার করে রাজ লিখেছেন, “প্রথম জন্মদিনের শুভেচ্ছা তোমার। তুমি আমার গর্ব, আমার পৃথিবী, আমার সবকিছু।” সেলেব কাপলের পোস্টে উপচে পড়েছে ইউভানের জন্য শুভেচ্ছা। তাতে রয়েছেন টলিপাড়ার সেলেবকুলও। ইউভানের জন্মদিনে আয়োজন সামান্যই। বাড়িতে পুজো হবে। হবে খাওয়া-দাওয়া। হাজির রাজ-শুভশ্রী ঘনিষ্ঠরা।

গত বছর শহরের এক বেসরকারি হাসপাতালে জন্ম হয় ছোট্ট ইউভানের, জন্মের পরেই হাসপাতাল থেকে মা ও সদ্যোজাত সন্তানের ছবি শেয়ার করেছিলেন রাজ। এর পর কেটে গেল একটা বছর। ইউভানের এই ১২ মাসের ১৩ কাহিনী প্রতি দিনই দেখা গিয়েছে তার বাবা-মায়ের সামাজিক মাধ্যমে। তার প্রথম হাঁটতে শেখা, প্রথম কথা বলা, প্রথম আম খাওয়া– সব মুহূর্তই মুঠোফোনে বন্দি করেছেন তাঁরা। দেখতে দেখতে এক… বড় হচ্ছে ইউভান।

কোভিড পর্বে অনেক ঝড় সামলেছেন শুভশ্রী। শ্বশুরমশাইয়ের মৃত্যু, পরিবারের একাধিক সদস্য কোভিডে আক্রান্ত হওয়া, নিজেও অসুস্থ ছিলেন কিছুদিন। ইউভানকে বড় করে তোলার গুরু দায়িত্ব পালন করছেন। পাশাপাশি কাজেও ফিরেছেন। মা হওয়ার পর মেয়েদের শারীরিক কিছু পরিবর্তন স্বাভাবিক। শুভশ্রীও তার ব্যতিক্রম নন। কিন্তু ক্যামেরার সামনে আসতেই তাঁকে বডি শেমিংয়ের শিকার হতে হয়। সরাসরি কিছু না বললেও পরোক্ষে তার জবাব দিয়েছেন নায়িকা।

একজন ব্যস্ত পরিচালক তথা বিধায়ক। অন্যজন ব্যস্ত অভিনেত্রী। পেশাদার জগতের বাইরে ব্যক্তি জীবনে তাঁরা বাবা-মা। তাঁরা অর্থাৎ রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। হাজার ব্যস্ততার মধ্যে একমাত্র সন্তান ইউভানকে সময় দেন তাঁরা। এখ পুরোদমে কাজও শুরু করে দিয়েছেন দম্পতি। ছবির শুটিং হোক বা রিয়ালিটি শোয়ের মঞ্চ নিজের দায়িত্ব পালন করেন শুভশ্রী। অন্যদিকে রাজ রাজনীতি এবং সিনেমা সামলাচ্ছেন সমান তালে। তবে দুজনের জীবনেই প্রায়োরিটি ইউভান। ছেলের জন্য আলাদা সময় রাখেন তাঁরা।

আরও পড়ুন: Kota Factory: আগের সিজনের জনপ্রিয়তাকে কি টেক্কা দিতে পারবে ‘কোটা ফ্যাক্টরি সিজন টু’

আরও পড়ুন: “যখনই দেখা হয়, বন্ধুুত্বের উষ্ণতা অনুভব করি”, লারার সঙ্গে ২১ বছরের বন্ধুত্বে আবেগতাড়িত প্রিয়াঙ্কা

আরও পড়ুনDialogues: হিন্দি সিনেমার সেরা ৯টি সংলাপ, যা নিয়মিত বলি আমরাও