Solanki Roy: ‘তোমাকে শুধু তোমাকে চাই…’, কার উদ্দেশে লিখলেন শোলাঙ্কি

Viral Post: শোলাঙ্কির কথায়, তিনি এখন ধারাবাহিক থেকে কিছুদিনের বিরতি নিয়েছেন। তবে ভাল কাজ আসলে নিশ্চয়ই করবেন। পাশাপাশি ওটিটি-তেও যদি কাজের সুযোগ পান করবেন।

Solanki Roy: 'তোমাকে শুধু তোমাকে চাই...', কার উদ্দেশে লিখলেন শোলাঙ্কি
Follow Us:
| Edited By: | Updated on: Jun 27, 2023 | 6:38 PM

শোলাঙ্কি রায়, কম ভক্তমনের ক্রাশ তিনি? তাঁর ভক্তসংখ্যা হয়তো গুনে শেষ করা যায় না। তবে তাঁর মনে কার বাস? এবার কি সেই রহস্যের সমাধান হল? সোশ্যাল মিডিয়ায় কি তবে তিনি নিজের মনের কথা ফাঁস করলেন? হঠাৎ করে রোম্যান্টিক মুডে কেন লিখলেন- “তোমাকে শুধু তোমাকে চাই…”? ছবিতে যদিও ধরা দিলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গে বিক্রমের সমীকরমের সমীকরণের কথা অনেকেরই জানা। তবে তাঁর সঙ্গে মাঝ গঙ্গায় নৌকার ওপর দাঁড়িয়ে হঠাৎ কেন এমন মন্তব্য করলেন শোলাঙ্কি তাঁর উত্তর যদি কেউ খুঁজতে থাকেন, তবে একটাই প্রসঙ্গ উঠে আসে, তা হল শহরের উষ্ণতম দিনে। কারণ এই ছবির প্রচারেই এখন বেজায় ব্যস্ত অভিনেত্রী। সঙ্গে পাল্লা দিয়ে শহর জুড়ে প্রচার করছেন বিক্রম।

আট বছর আগে শুরু এই জুটির সম্পর্কের সমীকরণ। ইচ্ছেনদী  ধারাবাহিক থেকে তাঁরা চর্চার কেন্দ্রে। সকলের নজর কেড়েছিলেন এই জুটি। তবে সেই সম্পর্ক কেবলই বন্ধুত্বের। এই পোস্ট কেবলই ছবির প্রেক্ষাপট থেকেই করা। কেবল শোলাঙ্কি নন, একই সঙ্গে এই পোস্ট করেছেন বিক্রমও। তাঁদের জুটিকে এতদিন পর ফিরে পেয়ে বেজায় খুশি ভক্তরা। শোলাঙ্কি বেশ কিছুদিন ধারাবাহিকের সঙ্গে যুক্ত ছিলেন। তবে এখন তাঁর লক্ষ্যে ছবি।

শোলাঙ্কির কথায়, তিনি এখন ধারাবাহিক থেকে কিছুদিনের বিরতি নিয়েছেন। তবে ভাল কাজ আসলে নিশ্চয়ই করবেন। পাশাপাশি ওটিটি-তেও যদি কাজের সুযোগ পান করবেন। সম্প্রতি এক ওটিটি-তে কাজ করার কাথ ছিল। সেই প্রজেক্টটা থেকে বর্তমানে সরে এসেছেন অভিনেত্রী। এখন দেখার শহরের উষ্ণতম দিনে দর্শক মনে ঠিক কতটা উষ্ণতার পারদ ছড়াতে পারে। এই জুটিকে বড়পর্দায় পেয়ে দর্শকেরা ঠিক কতটা উত্তেজিত, তা ছবি মুক্তির পরই বোঝা যাবে। তবে বেশ কিছুদিন পর কেবলই এক নিখাদ প্রেমের গল্প উপহার দিতে চলেছে এই ছবি।

View this post on Instagram

A post shared by Solanki Roy (@srbrishti.19)