Srabanti Chatterjee: ‘…আমার হিরো’, দোলে কোন পুরুষের সঙ্গে ছবি দিয়ে বললেন শ্রাবন্তী?
Srabanti Chatterjee: আজ অর্থাৎ মঙ্গলবার দোল পূর্ণিমা। সাধারণ থেকে তারকা মেতেছেন ফাগের রঙে। তবে আজ শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের জীবনেও এক বিশেষ দিন। তাঁর খুব কাছের মানুষের আজ জন্মদিন।
আজ অর্থাৎ মঙ্গলবার দোল পূর্ণিমা। সাধারণ থেকে তারকা মেতেছেন ফাগের রঙে। তবে আজ শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের জীবনেও এক বিশেষ দিন। তাঁর খুব কাছের মানুষের আজ জন্মদিন। তাঁর বুকে মাথা রেখেই শ্রাবন্তী সেই ব্যক্তিকে দিয়েছেন হিরোর তকমা। কে সেই পুরুষ যিনি হিরোইনেরও হিরো? তিনি আর কেউ নন, নায়িকার বাবা গৌরাঙ্গ চট্টোপাধ্যায়। বাবার জন্মদিন ও দোল উৎসবও– এই দুই উৎসবের কারণে দারুণ খুশি তাঁর মন। বাবার সঙ্গে ছবি দিয়ে তাই শ্রাবন্তী লিখেছেন,”শুভ জন্মদিন আমার হিরো। ভালবাসি তোমায় বাবা”। শ্রাবন্তীর অনুরাগীরাও শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে। তবে শ্রাবন্তীর ছবিতে নেতিবাচক মন্তব্য আসবে না, তা কী করে হয়? এসেছে ঠিকই, তবে শ্রাবন্তী পাত্তা দেননি। পরিবারের ছোট মেয়ে শ্রাবন্তী। ভীষণ আদরের। খুব ছোট বয়সেই বিয়ে করে ফেলেছিলেন তিনি, যদিও সেই বিয়ে সুখের হয়নি। তাঁর ছেলের নাম অভিমন্যু। কিছু দিন আগেই ছেলেকে নিয়ে এক অনভিপ্রেত ঘটনার মধ্যে পড়তে হয়েছিল তাঁকে।
আবাসনে অভিমন্যু থাকেন সেখানকারই এক আবাসিকের সঙ্গে ঝামেলায় জড়ান তিনি। ঝামেলা ক্রমশ বাড়তে থাকায় ঘটনাস্থলে হাজির হল শ্রাবন্তী নিজেই। ছিলেন তাঁর রিউমারড প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীও। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে হস্তক্ষেপ করতে হয় পুলিশকে। দুই পক্ষই হাজির হন আনন্দপুর থানায়। যদিও কারও নামে এফআইআর দায়ের হয়নি। তবে ঘটনায় কুমন্তব্যের মুখে পড়তে হয় তাঁকে। অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়েও নানা চর্চা জারি।
View this post on Instagram
আইনত এখনও শ্রাবন্তী চট্টোপাধ্যায় তাঁর তৃতীয় স্বামী রোশন সিংয়ের স্ত্রী। শ্রাবন্তী বিবাহবিচ্ছেদের মামলা করলেও রোশন সিং ডিভোর্স দিতে চান না, সে খবর পূর্ব প্রকাশিত। জানেন কি, রোশনের কাছ থেকে খোরপোষ হিসেবে মাসিক কত টাকা দাবি করেছিলেন শ্রাবন্তী? এর আগে টিভিনাইন বাংলাকে রোশনের আইনজীবী জানিয়েছিলেন, মাসিক সাত লক্ষ টাকা দাবি করেছিলেন অভিনেত্রী। প্রশ্ন হল, এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে রোশন ও শ্রাবন্তীর আইনি মামলা? কিছু দিন আগেই মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে অভিনেত্রীর বিরুদ্ধে এক মামলা দায়ের করেছিলেন রোশন। রোশনের তরফে দাবি করা হয়েছিল, বিবাহবিচ্ছেদের মামলায় আয় ব্যয়ের যে হিসেব অভিনেত্রী দেখিয়েছিলেন, তাতে অসঙ্গতি ধরা পড়ে। এর পরেই শ্রাবন্তীর বিরুদ্ধে সিপিআরসি ৩৪০ ধারায় মিথ্যে সাক্ষী দেওয়ার অভিযোগে পাল্টা মামলা করেন রোশন। যাকে আইনি পরিভাষায় বলা হয় ‘পারজুরি’। ইতিমধ্যেই আলিপুর আদালতে সেই মামলা গৃহীত হয়েছে। আদালতের তরফে অভিনেত্রীর বিরুদ্ধে সমনও জারি করা হয়েছে। ওই মামলার আগামী শুনানির দিন ধার্য হয়েছে ৯ ফেব্রুয়ারি।