AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কতদিন অন্ধ সেজে থাকতে চান আপনারা? জনগণের কাছে প্রশ্ন শ্রীলেখার

কটুক্তি শ্রীলেখা মিত্রর কাছে একেবারে রোজনামচা হয়ে গিয়েছে। বডি শেমিংও কম করা হয়নি তাঁকে নিয়ে।

কতদিন অন্ধ সেজে থাকতে চান আপনারা? জনগণের কাছে প্রশ্ন শ্রীলেখার
শ্রীলেখা।
| Edited By: | Updated on: Jun 04, 2021 | 5:20 PM
Share

কিছুদিন আগে তাঁকে বলা হয়েছে ‘ওয়ান অ্যাডভার্টাইজমেন্ট ওয়ান্ডার বামপন্থী বৌদি অভিনেত্রী’। আরেক সহকর্মী ও অভিনেত্রী তাঁকে বলেছেন, ‘থলথল বৌদি’। এ সব কটুক্তি শ্রীলেখা মিত্রর কাছে একেবারে রোজনামচা হয়ে গিয়েছে। বডি শেমিংও কম করা হয়নি তাঁকে নিয়ে। শ্রীলেখা মিত্র নিজের ওয়ালে নিজের মতো করে দিয়েছেন জবাব। এসবের মধ্যেও তিনি নিজের কথা বলে চলেছেন। মানুষের দুরবস্থার কথা জানিয়েছেন অভিনেত্রী। শেয়ার করেছেন সে ছবিও। ট্রোলও হয়েছেন। সম্প্রতি সুন্দরবনের ভয়াবহ পরিস্থিতির ছবি উঠে এল শ্রীলেখার পোস্টে। তাঁর চ্যানেলের এডিটরের প্রসঙ্গে তুলে এনে শ্রীলেখা লেখেন, ‘সৌমিক বিশ্বাস সম্প্রতি ত্রাণ নিয়ে গিয়েছিল। ওরই তোলা ছবি শেয়ার করলাম।

 

 

 

সৌমিক আমার চ্যানেলের এডিটর, পার্ট টাইম ক্যামেরা এডিটর। এসব দেখে ও এতটাই অ্যাফেক্টেড হয়েছিল যে নিজের দামি ক্যামেরাটাও বিক্রি করে দিয়েছে, ওই টাকা এবং আরও কিছু টাকা সংগ্রহ করে আবার রিলিফ নিয়ে যাওয়ার প্ল্যান করছে শিগ্গির।

কিছুদিন আগে আমি একটা ছবি শেয়ার করেছিলাম যেখানে বর্তমান সরকারের কথা উল্লেখ করে বলেছিলাম যে আমাদের মৌলিক চাহিদার জন্যেও কেন আজ মানুষের এ দূর্বস্থা, তাতে আমাকে ট্রোল করা হয় এই বলে যে আসামের ছবি পোস্ট করেছি, কেউ আবার তৃণমূল সরকারকে কেন লিখেছি এই প্রসঙ্গে আমাকে গালাগাল দেওয়ার বাসনা প্রকাশ করেন। লজ্জা হওয়া উচিত আপনাদের আসাম হোক বা ওড়িষ্যা বা আমাদের জয় বাংলা, এই প্রান্তিক মানুষগুলোর পরিস্থিতি বদলায় ন, সেটা কবে বুঝবেন, আর কতদিন অন্ধ সেজে থাকতে চান আপনারা?’