Sreelekha Mitra: ফাজলামি করলে প্রকৃতি ছেড়ে দেবে? গাও এবার এসো হে বৈশাখ: শ্রীলেখা

Viral Post: অভিনেত্রীর পোস্টে এবার কড়াবার্তা। মঙ্গলবারই বাংলার ১৭টি জেলার পারদ ৪৪ ডিগ্রি ছাড়িয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি গরমে পুড়ছে উত্তরবঙ্গও।

Sreelekha Mitra: ফাজলামি করলে প্রকৃতি ছেড়ে দেবে? গাও এবার এসো হে বৈশাখ: শ্রীলেখা
Follow Us:
| Edited By: | Updated on: Apr 18, 2023 | 7:35 PM

গত কয়েকদিন ধরে বঙ্গবাসীর অবস্থা একেবারেই নাজেহাল। শুষ্ক গরমের দাপট সঙ্গে তাপপ্রবাহে অতিষ্ট সকলে। শেষ তিন দিন কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাগুলিতে ব্যপক আর্দ্রতার কারণে ঘামের সমস্যাও তুঙ্গে। আর এই গলদঘর্ম অবস্থায় সলমনের মুখে একটাই কথা, কবে বৃষ্টি আসবে? কেন? বাঙালির মুখে গান কোথায় গেল? ‘এসো হে বৈশাখ, এসো এসো…’। এভাবেই এবার বাংলাকে কটাক্ষ করলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। বরাবরই তিনি ঠোঁটকাটা স্বভাবের। তাঁর কাছে যা ঠিক, তা নিয়ে মুখ খুলতে খুব একটা দ্বিধা বোধ করেন না তিনি। বরাবরই পশু ও প্রকৃতি প্রেমী এই সেলেবের নজরে এবার আবহাওয়া। গরমে নাজেহাল হলে চলবে? তার নেপথ্যে থাকা কারণগুলোকে নিয়ে কেউ কথা বলবে না?

অভিনেত্রীর পোস্টে এবার কড়াবার্তা। মঙ্গলবারই বাংলার ১৭টি জেলার পারদ ৪৪ ডিগ্রি ছাড়িয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি গরমে পুড়ছে উত্তরবঙ্গও। এই অবস্থায় বিশেষ সতর্কতা জেলা প্রশাসনের। জেলা শাসকের নির্দেশে রাস্তার ধারে ধারে করা হয়েছে জলছত্র।পাশাপাশি রাখা হয়েছে ওআরএসের ব্যবস্থাও। তবে এর পিছনে থাকা কারণটা কী?

যেভাবে প্রকৃতির ওপর অত্যাচার চলছে এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন তিনি। গাছ কেটে ফ্ল্যাট বানানো, প্রকৃতির ওপর অযত্ন, প্রভৃতি নিয়ে ভাবছে কতজন? গরমের দাপট তো সহ্য করতেই হবে বলে সাফ মন্তব্য করেন শ্রীলেখা মিত্র।


সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ”গরম গরম বলে এখন কমপ্লেন করলে তো হবে না একটা ফ্ল্যাট থাকা সত্ত্বেও আরো তিন চারটে ফ্ল্যাট করো ইনভেস্টমেন্ট বাড়াও। আরো গাছ কাটো। প্রকৃতির সাথে ফাজলামি করলে প্রকৃতি ছেড়ে দেবে? এবার নাও এসো হে বৈশাখ এসো এসো গান গাও আর ভোগো…।”  শ্রীলেখার পোস্ট দেখে সহমত প্রকাশ করলেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ও। হাসির ইমোজি পোস্ট করলেন খরাজ মুখোপাধ্যায়।