Sreelekha Mitra: সাতসকালে ‘ভালবাসার আঁচড়’ শ্রীলেখার গায়ে, নেপথ্যে কে?
Sreelekha Mitra: শুক্রবারের সকাল। অভিনেত্রী শ্রীলেখা মিত্রর একটি পোস্ট। 'ভালবাসার আঁচড়' তাঁর গায়ে। কে ভালবাসল এতটা? কেই বা দিল আঁচড়? উত্তর দিলেন খোদ অভিনেত্রী।
শুক্রবারের সকাল। অভিনেত্রী শ্রীলেখা মিত্রর একটি পোস্ট। ‘ভালবাসার আঁচড়’ তাঁর গায়ে। কে ভালবাসল এতটা? কেই বা দিল আঁচড়? উত্তর দিলেন খোদ অভিনেত্রী। একই সঙ্গে ‘বিধিসম্মত সতর্কীকরণ’ ধাঁচে লিখেও ‘আঁচড় দাতা’-র পরিচয়। শুধু কি পরিচয়? একই সঙ্গে ছবিও শেয়ার করলেন সেই ‘ব্যক্তি’র।
প্রশ্ন জাগছে, আঁচড়ের নেপথ্যে কে? সে হল শ্রীলেখার পোষ্য, আদর। ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, “না কোনও পুরুষ মানুষের নয়। আমার অবলা সন্তানের আদর।” যাতে তাঁর ‘আঁচড়’ টক অব দা টাউন হয়ে না ওঠে তাই আগেভাগেই অভিনেত্রীর মন্তব্য, “বলে দিলাম বাবা পাছে কেউ ভুল বোঝে”।
শ্রীলেখার কাছে তাঁর পোষ্যরা নেহাতই পোষ্য নয়, পরিবার। যে আবাসনে তিনি থাকেন পোষ্য পালন করার কারণে বহুবার হেনস্থাও হতে হয়েছে তাঁকে। বেশ কিছুদিন আগেই শর্টফিল্ম ‘এবং ছাদ’-এর শুটিং শেষ করেছেন তিনি। ছাদই তাঁর গল্পের অন্যতম চরিত্র। এর আগে TV9 বাংলাকে শ্রীলেখা ছোট ছবি প্রসঙ্গে বলেছিলেন, “এটা একটা ছাদের গল্প। সেই-ই প্রধান চরিত্র। সেই মেয়েবেলা থেকে আজকের ছাদ, স্কাইলাইন, সেই সঙ্গে মানুষের পরিবর্তন, মেয়েবেলার পরিবর্তন নিয়ে আমার ছবি। আমি নিজেও এখানে একটা ক্যামিও চরিত্রে অভিনয় করব। কিন্তু ঠিক করেছি একেবারে নতুন অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে কাজ করব।”
গত বছরই জুরিখ ও ভেনিস থেকে ঘুরে এসে বাবাকে চিরকালের মতো হারিয়েছেন শ্রীলেখা। সেই শোক এখনও টাটকা। কাজে ডুবে তিনি। সঙ্গে আদরের ‘আদর’ তো রয়েছেই।
আরও পড়ুন- Rhea Chakraborty: ভালবাসার কথা রিয়ার মুখে, জানালেন কোন জিনিস জীবনে এনেছে সুখ