Mimi Chakraborty: জন্মদিনের আগে কী কী সিক্রেট শেয়ার করেছিলেন মিমি?

একটি ভিডিয়ো শেয়ার করে তাঁর জীবনের কিছু গোপন পছন্দ-অপছন্দের কথা জানিয়েছিলেন অভিনেত্রী-সাংসদ।

Mimi Chakraborty: জন্মদিনের আগে কী কী সিক্রেট শেয়ার করেছিলেন মিমি?
মিমি চক্রবর্তী।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 12, 2022 | 12:08 PM

১১ ফেব্রুয়ারি ছিল সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তীর জন্মদিন। বার্থ ডে-র আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন মিমি। সেই ভিডিয়োতে স্পষ্ট করে শেয়ার করেছেন তাঁর কিছু সিক্রেট। তিনি বলেছেন মিমি। পড়ুন…

পাহাড় না সমুদ্র?

খানিক চিন্তা করে মিমির উত্তর সমুদ্র।

বই না সিনেমা…

ট্রিকি প্রশ্ন বলেছেন মিমি। জবাবে বলেছেন, সবটাই নির্ভর করে মুডের উপর।

মায়ের হাতের রান্না নাকি অর্ডার করে খাওয়া?

মিমি জানিয়েছেন, তাঁর মা রান্না করেন না। কিন্তু যখন রান্না করেন তিনি মায়ের হাতের খাবার খেতেই ভালবাসেন। না হলে অর্ডার করেন।

রসগোল্লা না নলেন গুড়ের সন্দেশ? 

কোনওটির একটিও নয়। মিমি বলেছেন, নলেন গুড়ের পায়েস।

গ্রীষ্মকাল না শীতকাল?

একটুও না ভেবে মিমি বলেছেন শীতকাল।

View this post on Instagram

A post shared by Mimi (@mimichakraborty)

ইউটিউব চ্যানেলে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তাঁর বেশ কয়েকটি সিঙ্গলস। সেই সব মিউজিক ভিডিয়ো প্রশংসা কুড়িয়েছে দর্শকের। অভিনেত্রী ছাড়াও তাঁর অনেক দায়িত্ব। যাদবপুরের সাংসদ তিনি। সেই সঙ্গে বাড়িতে রয়েছে তাঁর চারপেয়ে দুই সন্তান। ছোট থেকেই বেশ ডাকাবুকো মিমি। অন্যায়ের প্রতিবাদ করতে তিনি ভয় পান না। আর এত কিছুর মধ্যে ফিটনেসে কোনও ফাঁকিও দেন না। হাজার ব্যস্ততা থাকা সত্ত্বেও নিয়ম মেনে শরীরচর্চা, ডায়েট করেন। এদিকে মিষ্টিও তাঁর বড় প্রিয়। ফিট থাকতে মিমির ফিটনেস সিক্রেট কী?

বাড়ির তৈরি খাবারই বেশি পছন্দ মিমির। তবে আমিষের থেকে নিরামিষই বেশি পছন্দ তাঁর। ডিনারে বেশিরভাগ দিনই মিক্সড ডাল খান। এছাড়াও চিজ, ঘি এসবও তাঁর বিশেষ পছন্দের। ঘি থাকে তাঁর প্রতিদিনের মেনুতে। মিষ্টি প্রাণের থেকেও প্রিয় মিমির। তাই মিষ্টি দেখলে কোনও মতেই নিজেকে সামলে রাখতে পারেন না। প্রয়োজনে দু’ঘণ্টা বেশি শরীরচর্চা করতেও তিনি রাজি। তবুও মিষ্টি তিনি কোনও মতেই বাদ দেন না।

কয়েকমাস পরে, ৬ মে মুক্তি পাবে মিমির ছবি ‘মিনি’। মৈনাক ভৌমিকের ছবিতে অভিনয় করেছেন তিনি।

আরও পড়ুন: Shehnaaz Gill: যদি ডানা মেলে উড়তে পারতাম: শেহনাজ় গিল

আরও পড়ুন: Deepika Padukone-Gehraiyaan: ‘গেহরাইয়াঁ’তে অভিনয় করেছেন দীপিকার বোন অনিশাও! তাঁকে স্পট করলেন অনুরাগীরাই

আরও পড়ুন: Lata Mangeshkar-Noor Jehan: ‘লতাকে পেয়ে আমি ভাগ্যবতী’, বলেছিলেন পাকিস্তানের সুরসম্রাজ্ঞী নুর জাহান