প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিক, শাশুড়িমাকে হারালেন যিশু সেনগুপ্ত
Veteran Actress Anjana Bhaumik Passes Away: দীর্ঘদিন ভুগছিলেন বার্ধক্যজনিত কারণে। শুক্রবার রাতেই কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। শনিবার প্রয়াত হলেন অঞ্জনা। ষাট এবং আশির দশকে বেশ কিছু বাংলা ছবিতে অভিনয় করেছিলেন। সেই তালিকায় রয়েছে 'চৌরঙ্গী', 'থানা থেকে আসছি', 'নায়িকা সংবাদ'-এর মতো ছবি। একটা সময় পর অভিনয় ছাড়েন অঞ্জনা। তাঁর মেয়ে-জামাই দু'জনেই নামকরা তারকা।
৭৯ বছর বয়সে প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিক। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। শুক্রবার (১৬.০২.২০২৪) রাতে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় অঞ্জনাকে। শনিবার সকালে সেই হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেন অঞ্জনা। শ্বাসকষ্টজনিত সমস্যা শুরু হওয়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। শেষরক্ষা আর হল না।
বাংলা সিনেমার সূবর্ণ যুগের এক অন্যতম প্রতিনিধি ছিলেন অঞ্জনা। একাধিক মনে রাখার মতো ছবিতে কাজ করেছেন তিনি। ‘চৌরঙ্গী’, ‘থানা থেকে আসছি’, ‘নায়িকা সংবাদ’-এর মতো ছবিতে দুর্দান্ত পারফর্ম করে নিজের সাক্ষর রেখেছেন অঞ্জনা। উত্তমকুমারের এই নায়িকাকে সহজেই ভালবেসে ফেলেন দর্শক। কিন্তু ষাট এবং আশির দশকে অভিনয় করার পর হঠাৎই অন্তরালে চলে যান অঞ্জনা। আর তাঁকে দেখা যায়নি সিনেমার পর্দায়। পরিবার বলতে দুই কন্যা – নীলাঞ্জনা এবং চন্দনা। দুই মেয়েই অভিনেত্রী ছিলেন। অভিনেতা যিশু সেনগুপ্তকে বিয়ে করার পর নীলাঞ্জনাও ছাড়েন অভিনয়। তিনি এখন প্রযোজক। চন্দনাও অভিনয় করেন না আর।
TV9 বাংলা যোগাযোগ করে হয় যিশু এবং নীলাঞ্জনার সঙ্গে। তাঁরা কেউই এখন কথা বলার মতো পরিস্থিতিতে নেই।