দীপিকার পর এবার মা হচ্ছেন বলিউডের আরও এক অতি পরিচিত নায়িকা?

Mar 04, 2024 | 6:36 PM

VIDEO: Parineeti Chopra: গত বছর সেপ্টেম্বর মাসে বিয়ে হয় পরিণীতির। আপনেতা রাঘব চাড্ডাকে বিয়ে করেন তিনি। ভালবাসার বিয়ে, একসঙ্গে পড়তেন তাঁরা। সেখান থেকেই আলাপ। এরপর যা হয়, প্রথমে বন্ধুত্ব, ক্রমে সেই বন্ধুত্ব গড়ায় প্রেমে। মা হওয়া নিয়ে অতীতেও মুখ খুলেছেন পরিণীতি।

দীপিকার পর এবার মা হচ্ছেন বলিউডের আরও এক অতি পরিচিত নায়িকা?
কোন নায়িকা?

Follow Us

মা হচ্ছেন দীপিকা পাড়ুকোন। কিছু দিন আগেই এই খবর প্রকাশ্যে এসেছিল। দীপিকার পর বলিপাড়ার কি আরও এক সুখবর? মা হচ্ছেন আরও এক নায়িকা? সম্প্রতি সেই নায়িকার এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। বিমানবন্দরে পাপারাৎজির ক্যামেরা বন্দী হয়েছেন ওই নায়িকা। এর পর থেকেই শুরু হয়েছে গুঞ্জন। ঢিলেঢোলা পোশাকে ওই নায়িকাকে দেখেই চলছে আলোচনা। কে সেই নায়িকা? তিনি আর কেউ নন, পরিণীতি চোপড়া। তাঁকে দেখেই নেটিজেনদের একটা বড় অংশের প্রশ্ন এখন একটাই। অনেকেরই ধারণা, ক্যামেরা দেখতে পেয়েই বেবিবাম্প লুকোনোরও চেষ্টা করছেন পরিণীতি।

গত বছর সেপ্টেম্বর মাসে বিয়ে হয় পরিণীতির। আপনেতা রাঘব চাড্ডাকে বিয়ে করেন তিনি। ভালবাসার বিয়ে, একসঙ্গে পড়তেন তাঁরা। সেখান থেকেই আলাপ। এরপর যা হয়, প্রথমে বন্ধুত্ব, ক্রমে সেই বন্ধুত্ব গড়ায় প্রেমে। মা হওয়া নিয়ে অতীতেও মুখ খুলেছেন পরিণীতি। এও জানিয়েছিলেন সন্তান দত্তক নেওয়ারও ইচ্ছে রয়েছে তাঁর। জানিয়েছিলেন বাচ্চা তাঁর খুবই প্রিয়। নিজেও মা হতে চান। এবার সেই স্বপ্নই সত্যি হচ্ছে কী? রাঘব অথবা পরিণীতি কিন্তু এখনও এ নিয়ে মুখ খোলেননি।

 

বিগত বেশ কিছু সময় ধরে বলিউড থেকে দূরেই আছেন তিনি। এর আগে জানা গিয়েছিল সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিম্যাল’-এ কাজ করার কথা ছিল। যদিও পরে তিনি বাদ পড়েন। পরিণীতিকে বাদ দেওয়া প্রসঙ্গে সন্দীপ বলেছিলেন, তিনি যে রকম ‘গীতাঞ্জলি’ চাইছিলেন তা পরিণীতির কাছে পাচ্ছিলেন না। পরবর্তীতে ওই চরিত্রে অভিনয় করেন রশ্মিকা মন্দানা। আগামী দিনে ইমতিয়াজ আলির ‘চমকিলা’তে দেখা যাবে পরিণীতিকে। ওই ছবির সঙ্গীত পরিচালক এ আর রহমান।

Next Article