সত্যি কি যৌন হেনস্থা করেছেন বিজয় সেতুপতি? সাফাই দিলেন খোদ অভিনেতা
বিজয় সেতুপতি এক অজ্ঞাত পরিচয় মহিলাকে দিনের পর দিন যৌন নিগ্রহ করেছেন এবং এই মুহূর্তে মহিলার ঠাঁই হয়েছে পুননির্বাসন কেন্দ্রে।

আচমকাই সোশাল মিডিয়ায় দক্ষিণী সুপাস্টার বিজয় সেতুপতির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন রম্য মোহন নামের এক মহিলা। রম্য এক্স হ্যান্ডেলে লিখেছেন, বিজয় সেতুপতি এক অজ্ঞাত পরিচয় মহিলাকে দিনের পর দিন যৌন নিগ্রহ করেছেন এবং এই মুহূর্তে মহিলার ঠাঁই হয়েছে পুনর্বাসন কেন্দ্রে। বিজয় সেতুপতির বিরুদ্ধে এই অভিযোগের খবর ঝড়ের বেগে ছড়িয়ে পড়তে এবার মুখ খুললেন নায়ক।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই যৌন হেনস্থার অভিযোগ নিয়ে বলতে গিয়ে বিজয় জানালেন, আমাকে যাঁরা বহু বছর ধরে চেনেন, তাঁরা জানেন আমি কী ধরনের মানুষ। তাঁরা এই ধরনেই অভিযোগ শুনে প্রচণ্ড হেসেছেন। আর তার থেকে বড় হল, আমি নিজেকে খুব ভাল করে চিনি। এই ধরনের নোংরা অভিযোগ আমাকে একেবারেই বিচলিত করে না।
কী অভিযোগ উঠেছে বিজয় সেতুপতির বিরুদ্ধে?
সম্প্রতি রম্যা মোহন নামে এক মহিলা এক্স হ্যান্ডেলে বিজয় সেতুপতির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে লেখেন, যৌন হেনস্থা থেকে আর্থিক তছরুপ, সব ধরনের নেতিবাচক কাজের সঙ্গে যুক্ত অভিনেতা। আমি এমন এক মেয়েকে চিনি, যিনি এই অভিনেতার লালসার শিকার।
