আমার নাম বিবেক রঞ্জন অগ্নিহোত্রী, আমাকে ভয় পাওয়ানো যাবে না!, ‘বেঙ্গল ফাইলস’ বিতর্কে কড়া হুঁশিয়ারি পরিচালকের
বার বার বিতর্কে জড়িয়ে, কন্ট্রোভার্সিকে একেবারে জলভাত করে ফেলেছেন পরিচালক। সঙ্গে বারংবার পাচ্ছেন হুমকি! সম্প্রতি সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে 'দ্য বেঙ্গল ফাইলস' ছবি বিতর্ক নিয়েই মুখ খুললেন বিবেক রঞ্জন অগ্নিহোত্রী।

পরিচালক বিবেক অগ্নিহোত্রী বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রোপাগান্ডা ছবি বানাতে ওস্তাদ। দ্য কাশ্মীর ফাইলস হোক কিংবা দ্য বেঙ্গল ফাইলস, সব ছবির ক্ষেত্রেই যে বিবেক অগ্নিহোত্রীর গেরুয়া শিবির প্রীতি রয়েছে, তাও অনেকে অভিযোগ তোলেন। তবে এসবকে পাত্তা দেন না বিবেক। বার বার বিতর্কে জড়িয়ে, কন্ট্রোভার্সিকে একেবারে জলভাত করে ফেলেছেন পরিচালক। সঙ্গে বারংবার পাচ্ছেন হুমকি! সম্প্রতি সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে ‘দ্য বেঙ্গল ফাইলস’ ছবি বিতর্ক নিয়েই মুখ খুললেন বিবেক রঞ্জন অগ্নিহোত্রী।
এই সাক্ষাৎকারে বিবেক জানান, ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির সময় আমার ছেলে, মেয়েকে ছেড়ে কথা বলা হয়নি। আমার নামে তিনটে ফতোয়া জারি হয়েছিল। ছেলেমেয়েকে সঙ্গে নিয়ে কোথায় যেতে পারি না। ছুটি কাটাতেও যাইনি। তবে কাশ্মীর ফাইলস তৈরি করেও, এমন বিপাকে পড়িনি, যতটা সমস্যায় পড়েছি বেঙ্গল ফাইলস বানিয়ে। ঘৃণ্য পর্যায়ে নেমে আমাকে নিশানা করা হচ্ছে। সোশাল মিডিয়ায় আমি লিঞ্চিংয়ের শিকার। ভয়ানক অবস্থা।
এই সাক্ষাৎকারে বিবেক আরও বলেছেন, ”কাশ্মীর ফাইলসের সময় কিছু জঙ্গি গোষ্ঠীর কাছ থেকে হুমকি পেয়েছি। কিছু রাজনৈতিক দল সমালোচনা করেছিল। কিন্তু আমি বুঝতে পারছি না, বেঙ্গল ফাইলস নিয়ে কেন এমন হচ্ছে। এই ছবি তো নির্দিষ্ট একটা দিনের, এখানে বাঙালিদের কথা আছে, বাংলা গান রয়েছে, বাংলা খাবারের কথা রয়েছে। অবাক হচ্ছি দেখে যে সবাই কেমন অন্ধের মতো ব্যবহার করছে। এটা বুঝত পারছি, ভোট ব্যাঙ্ক ঠিক রাখার জন্য আমায় এভাবে আক্রমণ করা হচ্ছে।”
এই সাক্ষাৎকারেই রীতিমতো হুঙ্কারের সুরে বিবেক জানান, ”পুরুষ হলে, সামনে এসো, আমার সঙ্গে লড়ো। কেউ যদি ভাবে আমাকে হুমকি দিয়ে ভয় পাওয়ানো যাবে, তাহলে ভুল ভাবা হচ্ছে। আমি স্পষ্ট বলতে চাই, আমার সঙ্গে বন্ধুত্ব করা যাবে, বোঝানো যাবে, অনুরোধ করা যাবে। তবে ভয় পাওয়ানো যাবে না।”
